কমেন্ট মনিটরিং রিপোর্ট (তৃতীয় সপ্তাহ) ২৩-০৯-২০২২

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,


"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর তৃতীয় রিপোর্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।

Comment_Motiring2.png


আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-


Comments Monitoring Report Of Active Super List

SerialUser NamePointCommentRemark
01@tania699.7 out of 10147সব ধরনের পোস্ট পড়ে ভালো মানের কমেন্ট করেন।
02@litonali9.5 out of 10440Overall ok
03@rupaie229.5 out of 10166পোস্ট পড়ে বুঝে ভালো মানের কমেন্ট করেন ।
04@emon429.5 out of 10112সব ধরনের পোস্টে কমেন্টস করেন, কমেন্টসের মানও অনেক ভালো।
05@sshifa9.4 out of 10178পোস্ট পড়ে ভাল মানের কমেন্ট করেন ।
06@green0159.4 out of 10164পোস্ট পড়ে ভালো মানের কমেন্ট করেন ।
07@selinasathi19.2 out of 10124বরাবরই ভালো মানের কমেন্ট করেন ।
08@mayedul9.2 out of 1091মোটামুটি সব ধরনের পোস্টে কমেন্টস করেছেন, কমেন্টসের মানও অনেক ভালো।
09@monira9999 out of 10375Overall ok
10@shyamshundor9 out of 10214কমেন্টের মানের প্রতি একটি সতর্ক হতে হবে। তাছাড়াও দাঁড়ি কমার সঠিক ব্যবহার করতে হবে।
11@miratek9 out of 10176মোটামুটি সবকিছু ঠিক আছে। মাঝে মাঝে ১-২ টি বানান ভুল হয়ে যায়।
12@rayhan1119 out of 10175কমেন্টের মান আগের থেকে ভালো হয়েছে। এখন সব ধরনের পোস্টে কমেন্ট করেন
13@gopiray9.0 out of 10136কমেন্টসগুলো মোটামুটি ভালই আছে কিন্তু দাঁড়ির ব্যাপারে একটু প্রবলেম আছে। বাক্য শেষ হওয়ার সাথে সাথেই দাঁড়ি দিবেন, এরপর দাঁড়ি দেয়ার পর এক অক্ষর ফাঁকা রাখবেন।
14@naimuu9 out of 10131কমেন্টের মান ভালো। তবে বানানের দিকে একটু নজর দিতে হবে
15@sajjadsohan9 out of 10123মোটামুটি সব ঠিক রয়েছে।
16@ishratmim8.5 out of 10201আগের থেকে উন্নতি হয়েছে। কমেন্ট এর মান মোটামুটি ভালো ।
17@aflatunn8.5 out of 10165সবকিছুই মোটামুটি ঠিক আছে শুধু কমেন্টস এর মান একটু বাড়াতে হবে ।
18@engtariqul8.5 out of 10162মাঝে মাঝে একদিনে খুব বেশি কমেন্ট করেন, এটি লক্ষ রাখতে হবে। তাছাড়া সবকিছু ঠিক আছে।
19@gorllara8.5 out of 10130মোটামুটি সবকিছু ঠিক রয়েছে, তবে কমেন্ট কোয়ালিটি বৃদ্ধি করতে হবে।
20@tauhida8.5 out of 1083কমেন্টসের মান ভালো, সব ধরনের পোস্টে কমেন্টস করেন, কিন্তু নিজের পোস্টে কমেন্টস একটু বেশি।
21@joniprins8.3 out of 10121মোটামুটি সব ধরনের পোস্টে ভালোভাবে বুঝে কমেন্টস করেন, কমেন্টসের মান ভালো, কিন্তু বানানের কিছু প্রবলেম আছে, আশাকরি সমাধান করে নিবেন।
22@ronggin8 out of 10285সব মেম্বারদের পোস্ট পড়ে মন্তব্য করতে হবে শুধু বাধা ধরা কয়েকজন মেম্বারের পোস্ট করে মন্তব্য করলে হবে না ।
23@roy.sajib8 out of 10263সব ধরনের পোস্টেই মন্তব্য করতে হবে ।
24@shahin058.0 out of 10233রেসিপি, আর্ট ও ফটোগ্রাফি জাতীয় পোস্টে কমেন্টস এর সংখ্যা বেশি। সব ধরনের পোস্টেই কমেন্টস করার চেষ্টা করতে হবে।
25@razuahmed7.5 out of 1088প্রাসঙ্গিক মন্তব্য কম এবং তার সাথে কমেন্টের সংখ্যা ও কম ।
26@tarique527.5 out of 1064কমেন্টের সংখ্যা বাড়াতে হবে আর তার সাথে বিভিন্ন ধরনের পোস্ট করে মন্তব্য করতে হবে ।
27@bdwomen7.3 out of 10177রেসিপি,আর্ট ও ফটোগ্রাফি পোস্টে কমেন্টস বেশি, কমেন্টস এর মানও একটু বাড়াতে হবে।
28@tanjima7.1 out of 10152আর্ট ও diy জাতীয় পোস্টে কমেন্টস বেশি, এছাড়া অন্যের পোস্ট থেকে নিজের পোস্টে কমেন্টের সংখ্যাও বেশি।
29@morioum7 out of 10165কমেন্টের মান মোটামুটি ভালো। তবে বেশিরভাগ কমেন্ট রেসিপি, আর্ট ও পাওয়ার আপ পোস্টে ।
30@bobitabobi7 out of 10147কমেন্টসের মান বাড়াতে হবে।নিজের পোস্টের কমেন্টেসের সাথে আর্ট ও ফটোগ্রাফি জাতীয় পোস্টে কমেন্টস বেশি।
31@emranhasan7 out of 10115সব ধরনের পোস্টে কমেন্ট করতে হবে এবং কমেন্টস এর মান বাড়াতে হবে
32@anisshamim7 out of 1098শুধু রেসিপি জাতীয় পোস্টে কমেন্ট বেশি , কমেন্টের সংখ্যা কম,আর তার সাথে বিভিন্ন ধরনের পোস্ট করে মন্তব্য করতে হবে।
33@rahimakhatun7 out of 1071বানানের প্রতি সতর্ক হতে হবে, দাঁড়ি কমার সঠিক ব্যবহার করতে হবে।
34@munna1016.5 out of 10109বাংলা বানান, দাঁড়ি-কমার সঠিক ব্যবহার এবং কমেন্টের মান বাড়াতে হবে।
35@jahidulislam016.5 out of 1096একদিনে খুব বেশি কমেন্ট করেন। কমেন্টের প্রতি মনোযোগী হতে হবে।
36@alauddinpabel6.5 out of 1089ভয়েস টাইপিং এ কমেন্ট করে তাই কিছু ভুল হয়ে যায়। দাঁড়ি-কমা এবং বানানেরর প্রতি সতর্ক হতে হবে।
37@wahidasuma6.5 out of 1074এক্টিভিটিস একটু কম। কমেন্টের সংখ্যা বাড়াতে হবে।
38@shipracha6.4 out of 10134নিজের পোস্টে কমেন্টস বেশি, কমেন্টসের মান মোটামুটি এবং বানানোর কিছু প্রবলেম রয়েছে।
39@tasonya6 out of 10228পোস্ট পড়ে প্রাসঙ্গিক মন্তব্য করতে হবে আর তার সাথে কমেন্টসের মান বাড়াতে হবে ।
40@narocky716 out of 10177কমেন্টে ভুলের পরিমাণ কমাতে হবে। রেসিপি ও ফটোগ্রাফি পোস্টে বেশি কমেন্ট করেন।
41@nevlu1236 out of 10141জেনারেল পোস্টে কমেন্ট সংখ্যা কম। কমেন্টে ভুলের পরিমাণ কমাতে হবে। রিপোর্ট রেসিপি ও ফটোগ্রাফি পোস্টে কমেন্ট বেশি। ভাল কমেন্ট করার মানসিকতা তৈরি করতে হবে।
42@limon886 out of 10125জেনারেল পোস্টে কমেন্ট সংখ্যা কম। কমেন্টের মান আরো ভালো করতে হবে ।
43@bristychaki6 out of 1097কমেন্টের সংখ্যা খুবই কম আর তার সাথে বিভিন্ন রকম পোস্টে মন্তব্য আরো বাড়াতে হবে।
44@nirob705.5 out of 1096কমেন্টসগুলো মোটামুটি, তাছাড়া কিছু কিছু বানান ভুল রয়েছে।
45@ripon406 out of 1091অনেক ফাস্ট কমেন্ট করেন, এই বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে। কমেন্ট কোয়ালিটি বৃদ্ধি করতে হবে।
46@haideremtiaz5 out of 1045মন্তব্যের সংখ্যা বাড়াতে হবে। সব ধরনের পোস্টে কমেন্ট করতে হবে।


Team Leader
@swagata21

Executive Member
@alsarzilsiam
@rupok
@tangera

New_Benner_ABB-6.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

image.png

Heroism_3rd.png


Sort:  
 2 years ago 

কমেন্ট মনিটরিং করে কমেন্টের মানে অনেক পরিবর্তন এসেছে। যেটা চোখে পড়ার মতো। পুরোনো কয়েকজন অথর্স একটু পিছনে পড়ে গেছেন আশা করছি তারা ভবিষ্যতে আরো ভালো করবেন।

@rupaie22 বাবু নিজের নামের পাশে এতো নাম্বার দেখে কেমন লাগছে? 🤪

@rupaie22 বাবু নিজের নামের পাশে এতো নাম্বার দেখে কেমন লাগছে? 🤪

আনন্দের ঠেলায় মরে যেতে ইচ্ছে করতেছে নির্মাল্য দা। এত ভালো রিপোর্ট তো মনে হয় আমি ইস্কুল বা কলেজ লাইফেও পাইনি। তবে একটা বিষয় নিয়ে একটু কনফিউশন হচ্ছে, এত কমেন্ট আমি কবে করলাম। কিন্তু সত্যি কথা এটাই, যেটা রিপোর্ট এ এসেছে। আমি কোন পোস্ট না পড়ে কমেন্ট করি না।

 2 years ago 

নিজের নামটা এক নম্বর পজিশনে দেখে খুবই ভালো লাগছে। এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রিপোর্টের কারণে সবাই তাদের ভুলগুলো শুধরে নিয়ে ভালোভাবে কাজ করতে পারবে আশা করি। দিদি সহ এই টিমের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য।

 2 years ago 

এ সপ্তাহে আপনি অনোক ভালো কাজ করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করি সব সময় একই রকম কাজ করার জন্য। কিন্তু মাঝেমধ্যে ব্যস্ততার কারণে হয়ে ওঠেনা। তখন পিছিয়ে যাই।

কমেন্ট মনিটরিং এর দায়িত্বে যে সকল মডারেটররা রয়েছেন আমি তাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই। কারণ তাদের কাজ এতটাই সূক্ষ্ম এবং এতটাই যৌক্তিক যেটা বলে বোঝানো যাবে না। কমেন্ট মনিটরিং করা এতটাও সহজ কাজ নয় কিন্তু এটার দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রশংসা করেও শেষ করা যাবে না, এতটা কর্মঠ তারা। সত্যিই খুব ভালো লাগলো রিপোর্ট দেখে।

 2 years ago 

তৃতীয় সাপ্তাহের কমেন্ট মনিটরিং রিপোর্টটি দেখে খুবই ভাল লাগলো। এখন মোটামুটি সবাই সব ধরনের পোষ্টেই কমেন্ট করতেছে। কমন্টের মানও ভাল হচ্ছে। সবাই দেখে শুনে বুঝেই কমেন্ট করতেছে। ধন্যবাদ সবাইকে।

 2 years ago 

আশা করি এই রিপোর্টটা দেখে কমিউনিটির মেম্বাররা তাদের ভুলগুলো শুধরে নেবেন। যথেষ্ট পরিশ্রম করে আমরা এই রিপোর্টটি তৈরি করি। তারপরেও যদি কোন ইতিবাচক পরিবর্তন না দেখতে পাই তখন খারাপ লাগে। তবে অনেকেই তাদের কমেন্টের মানে পরিবর্তন এনেছেন। এটা দেখে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।

 2 years ago 

অবশ্যই রিপোর্টটি আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্যদের কমেন্ট সম্পর্কিত ধ্যান-ধারণাগুলো পাল্টে যাবে। সত্যতা নিয়ে এ ধরনের রিপোর্ট প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট কমিউনিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে রিপোর্টটি পূর্ণাঙ্গভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে পড়া যাচ্ছে না। আংশিক কভার করে। কর্তৃপক্ষকে সেদিকে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। কারণ কমিউনিটির অধিকাংশ ইউজার মোবাইল ফোনের মাধ্যমে ব্লগিং করে থাকে। তার মধ্যে আমিও একজন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি একটু রোটেট করে পড়ুন তাহলে দেখতে পাবেন 😊।

 2 years ago 

এই রিপোর্টটি চলমান থাকুক এমনটাই প্রত্যাশা করছি । কারণ এটার মাধ্যমে ইউজাররা তাদের অবস্থান বুঝতে পারে এবং আমি মনেকরি তারা তাদের যদি অবস্থান বুঝে কাজ করে, তাহলে তারা আরো উন্নতি করতে পারবে । ধন্যবাদ আপনাকে দিদি রিপোর্টটি প্রকাশ করার জন্য ।

 2 years ago 

সবচেয়ে কম মনে হয় আমিই পেলাম 🙂। এ পোস্টটি দেখার পর নিজের অবস্থান সম্পর্কে বুঝতে পারি। আশা করি এখন থেকে কমেন্টের সংখ্যা বাড়াবো। সবার পোস্ট পড়ার চেষ্টা করবো। আপনাকে অনেক ধন্যবাদ দিদি 🙏

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য। এই রিপোর্টটা দেখলে আসলে সবাই আস্তে আস্তে নিজের ভুলগুলো সংশোধন করতে পারবে এবং পরবর্তীতে সে অবশ্যই ভালো মানের কমেন্ট করবে। তবে আগের থেকে সবার কমেন্ট এর মান ভালো হয়েছে জেনে খুব ভালো লাগলো ।অল্পের জন্য ১০ এ ১০ পেলাম না। অবশ্যই চেষ্টা করবো সামনে আরও ভালো করার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে নিজের ভূল গুলো বুঝতে পারলাম। আশাকরি এ সপ্তাহে ভালো কিছু হবে। সবার জন্য শুভ কামনা রইলো। এভাবেই এগিয়ে যাবে আমাদের সবার প্রিয় কমিউনিটির আমার বাংলা ব্লগ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 62233.47
ETH 2998.30
USDT 1.00
SBD 3.50