"রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট " তৈরি করার রেসিপি।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম "রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট " তৈরি করার রেসিপি।


থাতেই আছে মাছে -ভাতে বাঙালি।বাঙালি খেতে বসবে আর পাতে বড়ো মাছের টুকরা পড়বে না,এমনটা কিন্তু হয়না বললেই চলে। মাছের মাথা খেতে কে না ভালবাসে।কিন্তু সেই মাছের মাথা দিয়ে যখন তৈরি হয় ভিন্ন স্বাদের পদ।আর সেটিই হচ্ছে 'মুড়িঘন্ট'।


মুড়িঘন্ট বাঙ্গালীদের প্রতি জনপ্রিয় একটি রেসিপি।মুড়িঘন্টে কিন্তু মুড়ি থাকে না🤭। তাও এরকম নামকরণ কেন। কারণ মুড়ি না থাকলেও রেসিপিটি প্রধান উপাদান হলো 'মাছের মুড়ো'। আর তার জন্যই এই রেসিপিটির নাম 'মুড়িঘন্ট'।


মাছের মুড়ো খেতে যারা ভালোবাসে না,তারা যদি চালের সাথে এই রেসিপিটি বানিয়ে খায় তাহলে তো এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মাছের মুড়ো খেতে আমিও খুব একটা ভালোবাসি না,বলতে গেলে আমি খাই না।কিন্তু বাড়িতে যখন গোবিন্দ ভোগের চাল দিয়ে মুড়ি ঘন্ট করে,সেদিন তো আর কোনো কথা নেই। শুধু মুড়িঘন্ট দিয়েই দুপুরবেলাটা খেয়ে নিই।ভীষণ সুস্বাদু লাগে এই খাবারটি আমার।


WhatsApp Image 2021-11-26 at 4.38.25 PM.jpeg


চলুন তাহলে শুরু করা যাক মুড়িঘন্ট এর রেসিপিটি।


মুড়িঘন্ট রেসিপি:


উপকরণের নামপরিমাণ
১. গোবিন্দভোগ চাল২৫০ গ্রাম
২.রুই মাছের মাথা২/৩ টে
৩. তেজপাতা২-৩টে
৪. হলুদ১চামচ মতো
৫. জিরেগুঁড়ো১টেবিল চামচ
৬. গোটা জিরে১টেবিল চামচ
৭. লাল লঙ্কা গুঁড়ো১টেবিল চামচ
৮. গরম মসলা গুঁড়ো১টেবিল চামচ
৯.দারুচিনি২ টো
১০. এলাচ৫/৬ টা
১১. আদা বাটা২ চামচ
১২. আদা কুচি1 চামচ
১৩.ঘি১ চামচ
১২. চিনি১ চামচ
১৩.তেলপরিমান মতো

রন্ধন প্রণালী :

প্রথম ধাপ


• প্রথমে ২৫০ গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিলাম এবং ভিজিয়ে রাখলাম ৩০ মিনিট মতো।

WhatsApp Image 2021-11-26 at 4.35.30 PM.jpeg


দ্বিতীয় ধাপ


• ৩০ মিনিট পর সেই চাল গুলোকে জল দিয়ে তুলে অন্য একটি পাত্রে রাখলাম অর্থাৎ ঝরা দিয়ে রাখলাম যাতে জলটা আর না থাকে।

WhatsApp Image 2021-11-26 at 4.35.29 PM (3).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.35.29 PM (2).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.35.29 PM (1).jpeg


তৃতীয় ধাপ


• এরপর একটি পাত্রে দুটো তেজপাতা, এক চামচ গোটা জিরে, এক চামচ জিরে গুঁড়ো,এক চামচ মতো নুন এবং হলুদ নিয়ে নিলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.35.29 PM.jpeg


চতুর্থ ধাপ


• এরপর আদা কুচি কুচি ও কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.35.28 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.35.28 PM (2).jpeg


পঞ্চম ধাপ


• এবার হল মাছের মাথা। আমি রুই মাছের মাথা নিয়েছি এবং মাছ টাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি।

WhatsApp Image 2021-11-26 at 4.35.27 PM (3).jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর একটা কড়াই নিয়ে তাতে তেল দিয়ে দিলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.35.27 PM (2).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.35.27 PM (1).jpeg


সপ্তম ধাপ


• তেলটা হালকা গরম হয়ে এলে মাছের মাথা গুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.35.26 PM (3).jpeg


অষ্টম ধাপ


• এরপর ভাল করে মাছের মাথা গুলোকে ভেজে নিলাম এবং ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.35.24 PM (1).jpeg


নবম ধাপ


• মাছগুলো তোলার পরে সেই তেলের মধ্যে প্রথমে গোটা জিরে দিয়ে নিলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.35.26 PM (2).jpeg


দশম ধাপ


• তারপর আস্তে আস্তে তেজপাতা,এলাচ, দারুচিনি এবং আদাকুচি গুলো দিয়ে দিলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.35.26 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.35.26 PM.jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.35.25 PM (3).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.35.25 PM (2).jpeg


একাদশ ধাপ


• এরপর সেই জল ঝরানো গোবিন্দ ভোগের চালটা একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.35.25 PM (1).jpeg


দ্বাদশ ধাপ


• এরপরে লঙ্কা কুচি ও পরিমাণমতো লবণ দিয়ে দিলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.35.25 PM.jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.35.24 PM (2).jpeg


ত্রয়োদশ ধাপ


• এরপর আলাদা একটি পাত্র নিয়ে কিছুটা হলুদ গুঁড়ো নিলাম ও তার সাথে জল ও মিশিয়ে নিলাম এবং অল্প আদা পেস্ট মিশিয়ে দিলাম তার মধ্যে।

WhatsApp Image 2021-11-26 at 4.35.24 PM.jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.35.23 PM (2).jpeg


চতুর্দশ ধাপ


• এরপর পুরো মিশ্রনটিকে ওই চালের মধ্যে ঢেলে দিয়ে দিলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.35.23 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.35.23 PM.jpeg


পঞ্চদশ ধাপ


• কিছুক্ষণ পরে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.35.22 PM (2).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.35.22 PM (1).jpeg


ষোড়শ ধাপ


• ১০ মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর জলটা টেনে নিলে, ভেজে রাখা মাছগুলোকে চালের মধ্যে দিয়ে দিলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.35.22 PM.jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.38.30 PM (2).jpeg


সপ্তদশ ধাপ


• এরপর যে পাত্রে লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম সেখানেও জল মিশিয়ে চালের মধ্যে ঢেলে দিলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.38.30 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.38.30 PM.jpeg


অষ্টাদশ ধাপ


• এবার পুরো রান্না থেকে ৫ থেকে ১০ মিনিট মতো নাড়াচাড়া করলাম।

WhatsApp Image 2021-11-26 at 4.38.29 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.38.29 PM (3).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.38.28 PM (2).jpeg


১৯তম ধাপ


• জল শুকিয়ে এলে আরো কিছুটা জল মিশিয়ে ঢেকে রাখলাম ১৫ মিনিট মতো,যাতে ভাল করে চালটা সেদ্ধ হয়ে যায়।

WhatsApp Image 2021-11-26 at 4.38.28 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.38.27 PM (3).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.38.27 PM (2).jpeg


২০তম ধাপ


• চালটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এলে ঢাকনাটা তুলে একটু গরম মসলা দিয়ে দিলাম।যাতে এর স্বাদটা বেশি ভালো হয়।

WhatsApp Image 2021-11-26 at 4.38.27 PM.jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.38.26 PM (3).jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.38.27 PM (1).jpeg


২১তম ধাপ


• সবশেষে এক চামচ ঘি দিয়ে ৫ মিনিট মতো রেখে দিলেই রান্না তৈরি।

WhatsApp Image 2021-11-26 at 4.38.26 PM (1).jpeg


২২তম ধাপ


• ব্যস তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু মুড়িঘন্ট।

WhatsApp Image 2021-11-26 at 4.38.26 PM.jpeg

WhatsApp Image 2021-11-26 at 4.38.25 PM.jpeg


আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের ভাল লাগবে।



ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপু আমিও ভাবতাম যে এটার নাম কেন মুড়িঘন্ট দেওয়া হলো পরে জানতে পারলাম যে মাছের মাথাকে অনেক জায়গায় মুড়ি বলে। আর আপনার মুড়ি ঘন্টর রেসিপি টির নাম শুনে আমি খুজছি যে এর ভিতর ডাল কোথায় কিন্তু পরে দেখলাম যে আপনি চাল দিয়ে মুড়ি ঘন্ট করেছেন নতুন একটি রিসিপি শিখলাম আপনার কাছ থেকে।আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই খাবারটি। খাবারটির চেহারাটা অনেক সুন্দর হয়েছে আমি অবশ্যই একদিন এই খাবারটি ট্রাই করবো ধন্যবাদ।

 3 years ago 

অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন খেতে খুবই টেস্টি হয়। অনেক ধন্যবাদ আপু।আপনার জন্য অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল।

 3 years ago 

সত্যিই অনেক মজাদার একটি রেসিপি বানিয়েছেন, মনে হচ্ছে একটু খেয়ে দেখি। কখনো বানানো হয়নি এ ধরনের রেসিপি। একবার বানিয়ে দেখব।অনেক ধন্যবাদ সুন্দর এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু একবার অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বেশ দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। অনেক সুন্দর ভাবে রান্না করেছেন প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন। করেছেন আর সত্যিই একটি কথা হাসি পেল যে মুড়িঘন্ট কিন্তু মুড়ি থাকে না, 🤣😅 প্রতিটি ধাপ সুন্দর ছিল। দারুন উপস্থাপনা করেছেন অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল দিদি

 3 years ago 

আমার খুব ভালো লাগছে যে আপনি আমার পুরো পোস্টটা খুব মনোযোগ সহকারে পড়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্যের জন্য।

 3 years ago 

ইউনিক একটা রেসিপি পেলাম। আমাদের এলাকায় মুড়িঘন্ট সাধারণত মাছের সঙ্গে ডাল ব্যবহার করা হয় কিন্তু চাউল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করা হয় এই তথ্য জানা ছিল না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য

 3 years ago 

হ্যাঁ ঠিকই বলেছেন অনেকে ডাল দিয়েও করে। কিন্তু আমি কখনো ডাল দিয়ে মুড়িঘন্ট খাইনি। চাল দিয়েই খেয়েছি।খেতে দারুন হয়।

 3 years ago 

অনেক সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং আপনি ধাপে ধাপে অনেক সুন্দর রেসিপি সম্পর্কে উপস্থাপনা করেছেন সত্যিই অসাধারণ আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চালের সঙ্গে মাছের মুড়িঘন্ট আমি কখনো খাইনি ।আপনার থেকে প্রথম দেখলাম। একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি । আমার কাছে খুবই ভালো লেগেছে ।দেখে বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ আপনি এতো সুন্দর করে দেখিয়েছেন যে খুব সহজে বোঝা যাচ্ছে কিভাবে আপনি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু অবশ্যই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট তৈরি খুব অসাধারণ হয়েছে। নিশ্চয় আপনার রেসিপি টি অনেক সুস্বাদু হয়েছে। রুই মাছ আমার খুব প্রিয়। আপনি খুব দক্ষতার সাথে দাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার কাছে বেশ ভালো লাগলো। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

রুই মাছ আমার প্রিয় মাছ, এ রুই মাছ দিয়ে মুড়িঘন্ট দেখে খেতে খুব ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রুই মাছ আমার কাছেও খুব প্রিয় একটি মাছ। অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন।অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন সত্যিই রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট অনেক ভালো হয়েছে দেখে খেতে মনে চাচ্ছে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট খেতেও অনেক টেস্টি হয়।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার তৈরি "রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট "রেসিপি টা দেখে আমি পাগল হয়ে গেলাম। মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে খেতে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ সত্যি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62817.54
ETH 2573.14
USDT 1.00
SBD 2.74