বন্ধুত্ব দিবস নিয়ে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে বন্ধুত্ব দিবস সম্পর্কে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা ভাগ করে নেবো।


আজ সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে বন্ধুত্ব দিবস।প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস হিসেবে পালিত হয়।আজ সেই রবিবার।যদিও আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস ৩০ জুলাই পালিত হয়।বন্ধুত্ব মানব জীবনের সবচেয়ে শক্তিশালী ও মৌলিক সম্পর্ক।বলতে গেলে সব সম্পর্কের মূল ভিত্তি হলো এই বন্ধুত্ব।যে সম্পর্কে কোনো বন্ধুত্ব থাকে না সে সম্পর্ক বেশি দিন টিকে থাকতে পারে না।শত্রুতা আমাদের সমাজে তখনই চরম আকার ধারণ করে যখন বন্ধুত্ব কমে যায়।

WhatsApp Image 2022-08-07 at 11.46.40 PM.jpeg


বন্ধুত্ব কি এবং কেন?



বন্ধুত্বের সঠিক সংজ্ঞা কি,সেটা আমি বলতে পারবো না।হয়তো একজন দার্শনিক সঠিক ভাবে বলতে পারবেন।কারণ ছাত্রজীবনে বন্ধুত্বের কোনো সংজ্ঞা আমি পড়িনি।তবে বাস্তব জীবনে যে গভীর উপলব্ধি করেছি সেখান থেকে মোটামুটি একটা সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা আমি করেছি।বাকিটা আপনাদের মূল্যবান বিবেচনা।


স্বতঃস্ফূর্ত বিশ্বাসের উপর ভিত্তি করে যে মূল্যবোধ, আস্থা ,অধিকার ,সহানুভূতি ও সমবেদনা তৈরি হয় তাদের সমষ্টিগত আত্মিক টান কে বন্ধুত্ব বলে।

দুনিয়ার সম্পর্কে শক্তিশালী বন্ধন তৈরি করে এই বন্ধুত্ব।তাই আমাদের আগে একে অপরের সঙ্গে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।আমাদের চারপাশটা সুন্দর হলে আমাদের নিজেদের জীবনটা ও সুন্দর এবং নিঃসন্দেহে স্বাভাবিক হবে।স্বামী-স্ত্রী সম্পর্ক তখনই বেশি সুন্দর হয় যখন তাদের মধ্যে আগে থেকেই ভালো বন্ধুত্ব গড়ে ওঠে।

বন্ধুত্বের মধ্যে সাদা ও কালো বিষয়ের ধারণা



বন্ধুত্ব মধ্যে আবার সাদা কালো কিসের?একটা অদ্ভুত লাগছে হয়তো শুনতে।কিন্তু এটা সত্যি বন্ধুত্ব ও প্রকৃত ও নকল হয়ে থাকে।জীবনের এই চলার পথে একজন সত্যিকারের বন্ধুর বড় প্রয়োজন।কিন্তু আমাদের ভাগ্য সবসময় সহায়ক না।কখনো কখনো কিছু মুখোশধারী মানুষ বন্ধু সেজে আমাদের আপন হতে চলে আসে।এদের বিশ্বাস করে আমরা ঠকে যাই।

ছোটবেলা থেকেই আমরা একটা গল্প শুনে বড় হয়েছি।দুই বন্ধু ও ভাল্লুক এর গল্প।এই গল্পের মাধ্যমে আমরা প্রকৃত বন্ধু চেনার একটা উপায় সম্পর্কে জানতে পারি।কোনো মানুষ যাচাই করে বন্ধুত্ব করে না।কিন্তু চলার পথে বিশেষ কোনো ঘটনা আমাদের কে কে ঠিক আর কে বেঠিক সেটা চিনতে সাহায্য করে।

কেমন পৃথিবী আমি দেখতে চাই?



আমি ব্যক্তিগতভাবে এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে কোনো শত্রুতা নেই।মানুষে মানুষে বন্ধুত্ব গড়ে উঠুক।সবার হাসি ফুটুক আর জীবন হোক আনন্দে অনাবিল।জীবনে চড়াই উৎরাই থাকবে।ভুল বোঝাবুঝি থাকবে কিন্তু বিশ্বাস অটুট রেখে আমাদের সম্পর্কে আস্থাশীল থাকতে হবে।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

বন্ধুত্ব দিবস উপলক্ষে আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। তবে আমি বিশ্বাস করি বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আর বিপদে না পড়লে প্রকৃত বন্ধু চেনা যায় না। সকলের জন্যই ভালো বন্ধু প্রয়োজন হয়। পৃথিবীর সকল বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

দিদি নমস্কার আশা করছি ভালোই আছেন ৷আপনি খুব চমৎকার ব্লগ উপহার দিলেন ৷সত্যি বন্ধুত্ব এমন একটা জিনিস যা বলে বোঝানো সম্ভব নয় ৷শুধু মুখে বললেই যে বন্ধু হওয়া যায় তা কিন্তু নয় ৷
আমি মনে করি বন্ধু তো সে যে তোমার বিপদের মুখে ফেলে দিয়ে কখনো চলে যাবে না ৷বিপদে পাশে থাকবে ৷আর বাকি কথা নাই বা বললাম ৷
ধন্যবাদ দি-ভাই নম্স২

 2 years ago 

বন্ধু দিবসের শুভেচ্ছা জানাই। আসলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল কথাটি একদম সত্য। কারণ বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত এবং কিছু কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো সারা জীবন বুকের ভেতর থেকে যায়। এ বন্ধুগুলোকে ছাড়া যেন কোন মুহূর্তে ভালো লাগে না। আসলে বন্ধু দিবসের উপলক্ষে সেই বন্ধুদের কথা মনে পড়ে যাচ্ছে। তবে আমাদের জীবনে কিছু বন্ধু আছে যেগুলো প্রকৃত বন্ধু নয়, যারা আমাদের ক্ষতি করে থাকে।

 2 years ago 

বন্ধু তো সেজন যে আপনের চেয়ে বেশি আপন। একজন সৎ ভালো দায়িত্ববান বন্ধু শুধু একজন ভাগ‍্যবান মানুষই পেয়ে থাকে। একজন ভালো বন্ধু অনেক আত্মীয় এর থেকে বেশি কাজে লাগে।। বন্ধুত্বের কোনো জাতি ধর্ম বর্ণ মানুষ পশুপাখি এসব দেখে হয় না। এটা সকল কিছুর উর্ধে।।

 2 years ago 

একটু আগেও আসলে আমি বন্ধুত্বের আসল নকলের কিছুটা স্বাক্ষী হলাম।বিপদে না পরলে আসলেই বুঝা যায়না।

 2 years ago 

দিদি নমস্কার শুরুতেই আপনাকে জানাই বন্ধু দিবসের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সবার জীবনে একজন সত্যিকারের বন্ধু থাকা খুবই জরুরি। বন্ধুত্বের মধ্যে সাদা কালো বিষয় আছে সব বন্ধুরা একরকম হয় না কেউ কেউ বন্ধু সেজে ক্ষতি করার জন্য আসে এটা একদম ঠিক কথা বলেছেন দিদি। এরকম অভিজ্ঞতা কম বেশি সবার জীবনেই আছে বলে আমার ধারনা। ধন্যবাদ দিদি।

 2 years ago 

দুনিয়ার সম্পর্কে শক্তিশালী বন্ধন তৈরি করে এই বন্ধুত্ব।

কথাটি একদম যথার্থ বলেছেন দিদি। বন্ধুত্ব সম্পর্কটা এমন একটি সম্পর্ক যা দ্বারা পৃথিবীর সমস্ত সম্পর্ক সুন্দর করে তোলা যায়। মানুষে মানুষের সম্পর্ক যাই হোক না কেন বন্ধুত্বপূর্ণ আচরণ সবসময়ই সমস্ত পরিস্থিতি স্বাভাবিক করে তোলে। বন্ধুত্ব নিয়ে আপনার ব্যক্তিগত মতামত এবং আপনার ধারণাগুলো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রত্যেক কথার সঙ্গে সহমত পোষণ করছি । কারণ বন্ধুত্বের যথার্থ বিশ্লেষণ আপনি দিয়েছেন দিদি । মানুষে মানুষে বিশ্বাস ও সততার বন্ধুত্ব গড়ে উঠুক, সেই সম্পর্ক গুলো চির অটুট থাকুক এমনটাই প্রত্যাশা করছি ।

 2 years ago 

আপনার দর্শন ও মনোভাব ভীষণ ভালো লাগলো দিদি। পৃথিবীতে এভাবেই মানুষ হাতে হাত রেখে বেঁচে থাকার অঙ্গীকারবদ্ধ হলে পৃথিবী এমনিই সুন্দর হয়ে উঠবে , এতে কোন সন্দেহ নেই।

 2 years ago 

৩০ শে জুলাই বন্ধুত্ব দিবস। আসলে বন্ধু মানে বিশাল কিছু বিশাল কিছু। আমার পরিচিত একজন মানুষ বলেছিলেন কে বড় স্বামী বড় না বন্ধু বড় তখন ওই মহিলাটি বলল বন্ধু
বড়। আমিও আপনার স্বপ্নের সাথে একমত করে বলবো আমরা সুন্দর একটি পৃথিবী চাই যেখানে সবাই বন্ধুর মতো আচরণ করবে। এখানে কোন থাকবে না শত্রুতা। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45