বড়দিনের আকর্ষণ পার্ক স্ট্রিটের আলোকসজ্জা।পর্ব -২ । //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আমি আগের দিনকে পার্কস্ট্রিটের আলোয় মোড়ানো রাস্তার ফটো গুলো আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম। আজকে আমি আপনাদের সঙ্গে অ্যালেন পার্কের ভেতরের ফটোগুলো ভাগ করে নিলাম।


বাঙালির বারো মাসে তেরো পার্বনের মধ্যে ও যেকোনো ধর্মের উৎসব বাঙালির উৎসবের লিস্টে জায়গা করে নিয়েছে। বড়দিনের উৎসব অনেকদিন আগে থেকেই তালিকায় জায়গা করে নিলেও দিনে দিনে মানুষের হিড়িক বেড়েই চলেছে।

WhatsApp Image 2022-01-21 at 4.49.55 PM.jpeg



এইঅ্যালেন পার্ক আলোয় সজ্জিত হয়ে জনতাকে যেন স্বাগত জানাচ্ছে।পার্কস্ট্রিটে আসলেই অ্যালেন পার্কে ঢুকতেই হয়। এই পার্ক যেন আলোর চাদরে সেজে ওঠে। এই পার্কের মধ্যে কি নেই গান-বাজনা থেকে শুরু করে খাওয়া-দাওয়া সবকিছুই অ্যালেন পার্ক এর মধ্যেই।বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে দোলনা সবকিছুই। বাচ্চারাও যেন সবকিছুর সাথে আনন্দে মেতে উঠেছে। কোথাও যেন কোনো কমতি নেই। অ্যালেন পার্কের আলোর সাথে ছিল লাইভ পারফরম্যান্স প্রত্যেকদিনই সেই পারফরম্যান্স দুই ঘণ্টা তিরিশ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকতো।এই পার্কে খাওয়া-দাওয়া বলতে খুবই হালকা কিছু, কারণ করোনা পরিস্থিতির মধ্যে বাদ পড়েছে অনেক কিছুই, অনেক অনুষ্ঠানও । পার্কের সামনে কোন খাবার স্টল ছিল না কিন্তু কিছুটা দূরে খাবার স্টল বসেছিল।


WhatsApp Image 2022-01-21 at 4.56.10 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.56.06 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.56.11 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.56.07 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.56.06 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.56.08 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 5.00.58 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 5.00.57 PM.jpeg

রংবাহারি আলোর সাথে উৎসবের মেজাজে চিরকাল মেতে উঠতে ভালোবাসে মহানগরবাসী।

WhatsApp Image 2022-01-21 at 5.35.17 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.50.00 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.49.54 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.56.05 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 5.01.01 PM.jpeg


এই পার্ক থেকে বেরিয়ে ফুটপাতও আলো দিয়ে সাজানো হয়েছে। প্রতিবছরই বড়দিনের মরশুমের আলোয় সাজে কলকাতা। প্রত্যেকের মাথায় শান্তা টুপি,কারো কারো হাতে বেলুন, নানাদিক থেকে যেন কেক,পেস্ট্রি,ফুচকার জিভে জল আনা গন্ধ মিশে গেছে একসাথে ।


WhatsApp Image 2022-01-21 at 5.33.41 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.49.52 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.49.57 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 5.01.01 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-21 at 5.01.02 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.49.58 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.49.55 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-21 at 5.00.59 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.56.05 PM.jpeg


আমরা কিছুক্ষণ অ্যালেন পার্কে লাইভ পারফরম্যান্স দেখলাম।তারপর কিছুটা ঘুরে অ্যালেন পার্ক থেকে বেরিয়েই কিছুটা হেঁটে পিটার ক্যাট রেস্টুরেন্টের সামনে আসলাম ডিনার করার জন্য। যেহেতু সন্ধে সন্ধে বেরিয়েছিলাম। এসে দেখলাম অনেকটা ভিড়।ওখানে জিজ্ঞেস করতে বলল এক ঘণ্টা লাইন দিতে হবে। তাও ধৈর্য নিয়ে দাঁড়ালাম, দেখলাম ১৫ মিনিটের মধ্যেই হয়ে গেল। এখানকার রেস্টুরেন্ট ফোর স্টার রিভিউ। খাবার এক কথায় অসাধারণ। ওখানে বসার সাথে সাথেই খাবার অর্ডার দিয়ে দিলাম কারণ বাইরে যতক্ষণ দাঁড়িয়েছিলাম মেনুটা দেখছিলাম।তখনই ঠিক করে নিয়েছিলাম।খাবার অর্ডার দেওয়ার ১৫ মিনিটের মধ্যে খাবার চলে আসে।এখানে ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই সমস্ত ধরনের খাবার পাওয়া যায়।এখানে সবথেকে বড় আকর্ষণ হল চেলো কাবাব যার জন্য এই রেস্টুরেন্ট এত স্পেশাল।যেখানে থাকে মটন কাবাবের একটি ইরানি থালা,একটি পোচ করা ডিম এবং বারবিকিউ করা শাকসবজির সাথে মাখন যুক্ত ভাত পরিবেশন করে। আমরা সেটাই নিয়েছিলাম অর্থাৎ চেলো কাবাব,তার সাথে বিরিয়ানি আলা কাশ্মীরি,চিকেন ফ্রাইড রাইস,তার সাথে চিকেন সাগ।প্রত্যেকটা খাবারের টেস্ট দারুন ছিল।কিন্তু দাম অনুযায়ী ফাইড রাইস অনেকটাই কম ছিল। তাও সব মিলিয়ে মিশিয়ে খেয়ে নিয়ে ছিলাম।


WhatsApp Image 2022-01-21 at 5.00.54 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 5.00.55 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.50.02 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 5.24.51 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.55.58 PM.jpeg

WhatsApp Image 2022-01-21 at 4.55.58 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-21 at 5.34.29 PM.jpeg





এরপর খাওয়া-দাওয়া করে সাড়ে নটার মেট্রো ধরে বাড়ি চলে এলাম। খুব কম সময়ের মধ্যে সন্ধেটা খুব ভালো কাটিয়ে ছিলাম।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

বড়দিনের আকর্ষণ পার্ক স্ট্রিটের আলোকসজ্জা ওয়াও দারুন দিদি আপনার চমৎকার ফটোগ্রাফির মধ্যে দিয়ে অনেক ইনজয় করলাম অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আর খাবার কিন্তু লোভনীয় ছিলো। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

হ্যাঁ দাদা সেই দিনকে সত্যিই অনেক আনন্দ করেছিলাম।অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

বড়দিনের আকর্ষণ পার্ক স্ট্রিটের আলোকসজ্জার প্রথম পর্বটি ও দেখেছি অসাধারণ লেগেছে। আজকের পর্বে আরো বেশি উপভোগ করলাম। খাবারের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আপনি খুব বেশি উপভোগ করেছেন দেখতে পেলাম। অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার খুব ভালো লাগলো যে আপনি আমার প্রথম পর্বটি পড়েছেন তার সাথে এই দ্বিতীয় পর্বটিও দেখলেন।অনেক ধন্যবাদ দিদি আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67443.33
ETH 3253.95
USDT 1.00
SBD 2.66