বৃষ্টি ভেজা বিকেল বেলা
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আজ আমি আপনাদের সাথে বৃষ্টি ভেজা বিকেল বেলার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম ।আশা করি সকলের ভালো লাগবে।
গত দুদিন ধরে বেশ গরম পড়েছে। আজ আবার সকাল থেকে গরম থাকলেও রোদের তেজটা অতটা গায়ে লাগছিল না। তাই ভাবলাম যখন বাইরে বেশি গরম নেই তাহলে একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে আসা যাক ।এই ভাবনাটা মাথায় আসতে আসতেই ঠিক করে নিলাম যে গঙ্গার ঘাট থেকে ঘুরে আসবো ।আর আপনারা তো সকলেই জানেন গঙ্গার ঘাট আমার কাছে কতটা প্রিয়।
ভেবেছিলাম সাড়ে চারটায় বেরোবো। বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা বেজে গেল ।কিছুটা রাস্তা যেতে যেতেই দেখলাম আকাশ পুরো অন্ধকার করে এলো। মনে মনে ভাবছি যে গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছাতে পারবো কি না। বৃষ্টি না হয়ে যদি ঝড় ওঠে এই ঝড়ের সময় গঙ্গার ঘাট না জানি কত সুন্দর লাগে ।তো বেশ আনন্দ নিয়েই গঙ্গার ঘাটের কিছুটা আগে পর্যন্ত আসতে দেখলাম পুরো আকাশ অন্ধকার করে এসেছে আর তার সাথে ঝোড়ো হাওয়া সবে বইতে লেগেছে ।কিন্তু যতক্ষণে গঙ্গার ঘাট এসে পৌছালাম এমন হাওয়া যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা পেলাম না ।
কোনো রকমে সামনে একটি দোকান দেখতে পাওয়াতে তার ভেতরে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু সেই দোকান থেকে গঙ্গার ঘাট দেখতে পাচ্ছিলাম কি সুন্দর দেখতে লাগছিল। ঝড়ের সময় কোনো পুকুর বা নদী বা সমুদ্রের সামনে থাকলে তার যে কি অপরূপ প্রকৃতির দৃশ্য তা আমি মুখে বলে বোঝাতে পারবো না। প্রায় এক থেকে দেড় ঘন্টা মত অপেক্ষা করলাম কারন বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছিল অঝোরে । বাইরে বেরোতে পারলেও ওই দোকান থেকেই সেই প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করলাম। যদি বৃষ্টি কমে যেত তাহলে বেশি ভালো লাগতো কারন আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম বৃষ্টি থামার ।কিন্তু যতক্ষণে বৃষ্টি থেমেছে ততক্ষণ আর গঙ্গার ঘাটে বসতে পারিনি ঠিকই ,কিন্তু ঝড়ের বিকেলটা বেশ উপভোগ করলাম গঙ্গার ঘাটের পাশে দাঁড়িয়েই।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার পোস্টসহ বেশ অনেক জায়গাতেই এই গঙ্গার ঘাটের ছবি দেখেছি। তাই মনের মাঝে এই গঙ্গার ঘাটের একটা আলাদাই চিত্র আঁকা রয়েছে। আর সে সাথে এই ঝড়ের দৃশ্যটা সত্যিই মনোরম।
বৃষ্টি ভেজা বিকেল বেলা দারুন সময় উপভোগ করেছেন। আমরা তো এখনো তেমন একটা বৃষ্টির দেখা পাইনি। যদিও একটু একটু বৃষ্টি হয়েছিলো কয়েকদিন আগে। সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে।
বৃষ্টি ভেজা বিকেলে গঙ্গার ঘাটে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগল। সত্যি দিদি বৃষ্টির সময় নদী, পুকুর যাই বলি না কেনো দেখতে অনেক সুন্দর লাগে। আর এই ভালো লাগা সত্যি কাউকে বলে বুঝানো মুশকিল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অবশেষে স্বস্তির বৃষ্টি। কতদিন যেরকম স্বস্তির বৃষ্টি উপভোগ করি না ভুলেই গেছে। আমাদের দেশে যে পরিমাণ গরম পড়ছে আর রোদের তীব্রতাটা এতই বেশি যে বাইরে থাকা যাচ্ছে না।।
বৃষ্টি ভেজা বিকেল কি গঙ্গার ঘাটে খুব সুন্দরভাবে উপভোগ করেছেন ফটোগ্রাফি এবং লেখাগুলো পড়েই বোঝা যাচ্ছে।।
ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।।
হ্যাঁ দিদি আমাদের এখানেও প্রচন্ড গরম পড়ার পর এখন ঠান্ডা আবহাওয়া বিরাজমান । গতকাল বৃষ্টি হয়েছে সেজন্য ঠান্ডা আবহাওয়া বিরাজমান রয়েছে। হ্যাঁ এর আগেও আপনি গঙ্গার ঘাটে গিয়ে দারুণ সময় অতিবাহিত করেছিলেন যেটা আমরাও উপভোগ করেছিলাম। নদীর তীরে গিয়ে মেঘাচ্ছন্ন আকাশ উপভোগ করলে দারুন মজা লাগে। অন্ধকার আচ্ছন্ন পরিবেশটা সত্যিই আলাদা একটা সৌন্দর্য বয়ে আনে।
বৃষ্টির সময় প্রকৃতি নতুন রূপ ধারণ করে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল বলেই গঙ্গার ঘাটের এত সুন্দর রূপ দেখতে পেয়েছেন দিদি। মাঝে মাঝে হয়তো এভাবেই হুট করে বৃষ্টি চলে আসে। আর আমরা প্রকৃতির ভিন্ন রূপ উপভোগ করার সুযোগ পাই। অনেক অনেক ভালোবাসা রইলো দিদি।
আপু ঝড় বৃষ্টির সময় বড় বড় পুকুর, নদী কিংবা সাগরের দৃশ্যটা সত্যিই অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। বিকালে গঙ্গার ঘাটে যাওয়ার সময় আপনি বিকেল বেলার ঝড়-বৃষ্টির দারুন একটি মুহূর্ত উপভোগ করেছেন। আসলে এরকম ঝড় বৃষ্টির মুহূর্তটা আবারো খুবই ভালো লাগে। যাহোক ঝড় বৃষ্টির সময়ে একটি দোকানে অপেক্ষা করে কাটানো মুহূর্তটুকু আমাদের মাঝে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দিদি প্রথমে বলতে চাইছে বৃষ্টির দিনে যে ফটোগ্রাফি গুলো আজ দেখলাম তাও আবার আপনার প্রিয় গঙ্গার ঘাট সহ আমি তো চোখ ফেরাতেই পারছিনা। ভেবে দেখছি ফটোগ্রাফিতে এত সুন্দর দৃশ্য। সামনাসামনি না যেন কত সুন্দর ছিল বৃষ্টির এই দৃশ্যগুলো। বাইরে দাঁড়িয়ে রিমঝিম শব্দগুলো আর বৃষ্টি পড়তে দেখা কি যে এক আনন্দের বিষয় তা কি আর বলতে দিদি। কতদিন যে এমন বৃষ্টির দৃশ্য দেখি না তার কোন হিসেব নেই।
দিদি একদম ঠিক বলেছেন ঝড়ের সময় পুকুর বা নদী বা সমুদ্রের সামনে থাকলে তার যে কি অপরূপ প্রকৃতির দৃশ্য তা বলে বোঝানো যায় না। আপনার সেই মুহূর্ত মনে হয় যেন আমার কল্পনার মধ্যে চলে এসেছে। বৃষ্টির জন্য গঙ্গার ঘাটের কাছে না গিয়েও দূরে বসে বৃষ্টির সেই সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন জেনে ভালো লাগলো। এর সাথে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম।
হ্যাঁ দিদি আমরা সবাই জানি গঙ্গার ঘাট আপনার খুব পছন্দ। আর জায়গাটা অবশ্য পছন্দ হবার মতোই। বৃষ্টি ভেজা বিকেলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রায় এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে। নয়তো আরো উপভোগ করতে পারতেন পুরোটা বিকেল। যাইহোক তবুও বিকেলটা বেশ ভালোই কাটিয়েছেন। এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।