একটি কবিতা:তোমার জন্য।।আমার বাংলা ব্লগ
নমস্কার বন্ধুরা,
আশা করি আপনারা সবাই ভালো আছেন।সবাই কে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা কবিতা আপনাদের মাঝে ভাগ করে নিতে চলেছি।আশা করি ভালো লাগবে আপনাদের।কবিতা মনের অনুভূতির কথা বলে।যিনি তো বেশি মনের অনুভূতি শব্দ ও ছন্দের মাধ্যমে প্রকাশ করতে পারেন তিনিই সত্যিকারের ভালো কবি।আমরা আসলে কবিতা চর্চা করতে চাই কিন্তু আমাদের কবিতা লেখার স্বার্থকতা তখনই যখন সেটা আমাদের আত্মতুষ্টির কারণ হয়।
ভোরের একটা ও শিউলি ফুল
তোমাকে দেওয়া হয়নি,
কবিতার স্নিগ্ধতায় তোমাকে ছুঁয়ে যাই।
একটা মিশ্রিত ভালোলাগায়
উড়িয়েছি শখের ঘুড়ি।
আমি কয়েক মাস ধরে বর্ষার অপেক্ষায়
চোখের জল লুকাবো বলে,
এখন আকাশ জুড়ে কালো মেঘ
আমি মেঘে মেঘে ভেসে বেড়াই।
অবহেলার বহু সুখ অসুখ পেরিয়ে
যে ভোরের আলোয় তুমি স্নান করো
সেখানেই আমি বিরাজমান
শুধু তোমার হওয়ার প্রতীক্ষায়।
আমার কান্নার মিছিলে লোক কম
সেখানে কোনোদিন ও তোমাকে পাই না,
জানি আমার অপেক্ষায় শুধু ক্ষয়
তুমি ভেসে গেছো অনেক দূরে।
আমার এই ভীষণ তোমাকে পাওয়ার
ব্যর্থতা নিয়ে ফিরে যাওয়া,আসলেই যাওয়া।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দিদি অনেক দিন পর আপনার কবিতা পেলাম।খুব সুন্দর হয়েছে কবিতাটি।কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কবিতা মনের অনুভুতির কথা বলে কথাটি একদম ঠিক বলেছেন দিদি। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো দিদি। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দরভাবে সাজিয়ে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপু, আপনার লেখা "তোমার জন্য" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার এই কবিতার প্রতিটি লাইনে মনের গভীর ভাব এবং ভালোবাসার প্রিয় মানুষের প্রতি তীব্র ব্যাকুলতা চমৎকারভাবে ফুটে উঠেছে। অসাধারণ একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কবিতা আমাদের মনের কথা বলে। কবিতার ছন্দে মনের কথাগুলো ফুটে ওঠে। হয়তো এলোমেলো চিন্তা গুলো কবিতার ভাষায় প্রকাশ পায়। দিদি আপনার লেখা কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। আমার কাছে দারুণ লেগেছে। দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং আমাদেরকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।
দিদি ভাই, কবিতার থেকেও বেশি ভালো লেগেছে এই কথা গুলো। যা একদম চিরন্তন সত্যি কথা।