নিউটাউন মেলায়
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ নিউ টাউন মেলার কিছু ছবি ভাগ করে নিচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।
বেশ কিছুদিন আগে নিউ টাউনের সেন্ট্রাল মলের কাছাকাছি একটি জায়গায় ঘুরতে গেছিলাম ।আর এই জায়গাটি খুব সুন্দর ভাবে সাজানো। সাজানো বলতে গেলে একটি নির্দিষ্ট রাস্তা তৈরি করে দিয়েছে যে রাস্তার মধ্যে কোনো গাড়ি যাবে না আর সেই রাস্তার পাশেই কিছু নতুন সিস্টেমে খাবার রাখার জায়গা রেখেছে ,যেখানে অনেকেই অনেকে ঘুরতে আসতে পারে এবং তারা নিজেরা কিছু সময় কাটাতে পারে এবং বাচ্চাদের জন্য একটি ছোটো পার্ক করা রয়েছে এবং প্রত্যেক শনি রবিবার করে সেই জায়গাটিতে ফাংশন করার ব্যবস্থা রয়েছে। এক কথায় জায়গাটি ভীষণ সুন্দর সময় কাটানোর জন্য ।
আর এই জায়গাটিতে শনি রবিবার করে অনেক মানুষ এখানে ঘুরতে আসে ।এই রাস্তাটির ওপর পারেও এরকম আরেকটি জায়গায় রয়েছে যেখানে বসে সময় কাটানো যায় কিন্তু এখন নতুন একটি জিনিস চালু করেছে সেটা হচ্ছে সোনাঝুরি হাটের মতো মেলার ব্যবস্থা করেছে। যেখানে হাতে করা সমস্ত রকম জিনিস বিক্রি হয় সেগুলি দেখতেও ভীষণ আকর্ষণীয় লাগে ।
ফুলদানি থেকে শুরু করে জামা -কাপড় ,জুয়েলারি যেকোনো জিনিস সবকিছুই পাওয়া যাচ্ছে। অনেক মানুষ আছে সেই সকল জিনিসগুলোকে কিনছে, আমিও কিছু জিনিস এখান থেকে কিনেছি। এবং সেই মেলারই কিছু জিনিস আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপু, নিউ টাউন মেলায় এত এত দ্রব্য সামগ্রীর সমাহার দেখে আমারইতো ইচ্ছে করছে এই মেলায় গিয়ে ঘুরে আসতে। আর তাইতো এখানে শনি ও রবিবার মানুষের উপচে পড়া ভিড় হয়। হস্তশিল্প, কারু শিল্প, জামা কাপড়, জুয়েলারি সবকিছুই মানুষ এখান থেকে স্বাচ্ছন্দেই কিনে নিতে পারছে। আপু আপনার পোস্টে থাকা আকর্ষণীয় দ্রব্যসামগ্রীর ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগছে। আপু, নিউটাউন মেলায় আপনার কাটানো সুন্দর সময় টুকু আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
দিদি নিউ টাউন মেলায় গিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন। এতো এতো সামগ্রীর ফটোগ্রাফি দেখে আমারই ইচ্ছে করছে আমি গিয়ে সব নিয়ে আসি বাসায়।এ ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেখে খুব ভালো লাগলো।মনের অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি আপনাকে।
নিউটাউন মেলায় তো বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা হয় দেখছি। এমন মেলায় গিয়ে ঘুরাঘুরি করতে খুব ভালো লাগে। কারণ ঘুরাঘুরি করার পাশাপাশি অনেক কিছুই কেনার সুযোগ হয়। শনি ও রবিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে মানুষের ভিড় বেশি হওয়াটা স্বাভাবিক। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে দিদি। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন দিদি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মেলায় অনেক ধরনের হাতে তৈরি জিনিসপত্র পাওয়া যায় যা বাইরের মার্কেটে কিংবা বাজারগুলোতে পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেই। আর শুধু প্রয়োজন বলছি কেন অনেক শখের জিনিস এখানে দেখতে পাচ্ছি। নিউটাউন মেলায় গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।
দিদি নিউটন মেলার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে। এখানে তো সব গুলো বাঙালির ঐতিহ্য জিনিস গুলো দেখা যাচ্ছে যেগুলো আমরা ছোটকালে অনেক বেশি দেখেছিলাম। ফটোগ্রাফির মাধ্যমে আমাদেরকে নিউটন মেলার মুহূর্তটি শেয়ার করেছেন এবং বেশ ভালো সময় কাটিয়েছেন আপনি বুঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর মুহূর্তটি আমাদের সাথে তুলে ধরার জন্য।
হস্তশিল্পের কারুকার্যের কাজগুলো বেশ ভালো লেগেছে দিদিভাই।
জায়গাটি সত্যি অনেক সুন্দর। একদিকে যেমন বিনোদনের ব্যবস্থা আছে অন্যদিকে পরিবারের সাথে দারুন সময় কাটানোর ব্যবস্থা আছে। আর পছন্দের জিনিসগুলো কেনাকাটা করা যাবে। সবমিলিয়ে পুরোটা যেন দারুন আয়োজন। অনেক ভালো লাগলো দিদি আপনার পোস্ট পড়ে। নতুন একটি জায়গা সম্পর্কে জানতে পেরে আরো বেশি ভালো লাগলো।