দমদম তরুণ সংঘ এর পূজামণ্ডপ
নমস্কার বন্ধুরা,
কিছু কিছু মুহূর্ত আর কিছু কিছু সময় খুব দ্রুতই চলে যায় আর এই সময়ে দ্রুত চলে যাওয়ার সাথে সাথে আমাদেরকেও কিন্তু সেই ভাবে চলতে হয়। আসলেই সময় থেমে থাকে না ।
আজ যে কি পোস্ট করবো প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিলাম না ।অনেকক্ষণ পর গ্যালারি ঘেটে ঘেটে দু বছর আগের দমদমে দেখা কালীপুজোর কিছু ছবি পেলাম ।তাই সেটাই আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
এই প্যান্ডেলটির থিম হলো কলিকাতা।
সিটি অফ জয় অর্থাৎ আনন্দনগরী কলকাতা। কোলাহল সাথে নিয়ে সময়ের সাথে এগিয়ে চলা এই শহর রোজ কত মুহূর্তের সাক্ষী হয় ।এখানে রয়েছে বহুতল ,আবার তারই পাশেই রয়েছে ফুটপাত। আর সেখানে বাস করছে ঠিকানাহীনের দল। ইট-কাঠ কংক্রিটের সাথে সমঝোতা করে শহরের প্রাণকেন্দ্রে রয়েছে সবুজ ময়দান। তবু যুগ বদলেছে মায়াবী নগরের বেশ কিছু অভ্যাস। হাতে টানা রিকশার অস্তিত্ব কমিয়ে শহর জুড়ে এখন অটোর দৌরাত্ম্য। অনলাইন গাড়ির বহুল প্রচলনে হলুদ ট্যাক্সি এখন যেন 'পুরনো ঐতিহ্য 'তকমা পেতে চলেছে। শহরের বুকে আর তেমন ঘন ঘন ট্রামের শব্দ শোনা যায় না। তবে কোথাও যেন এই শহরের বড় বড় প্রত্যেকটা মোড় থেকে প্রিন্সেপ ঘাট, ঝালমুড়ি থেকে দুর্গাপুজো, শিক্ষা থেকে সংস্কৃতি, সর্বোপরি এই শহরের প্রতি আমাদের মায়াটা একই রয়ে গেছে। তাই নিঃসন্দেহে বলা যায় আমাদের ভালোবাসা নগরী কলিকাতা আছে কলিকাতাতেই।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
যখন মন ভালো থাকে না তখন পোস্ট শেয়ার করার মত কিছুই খুঁজে পাওয়া যায় না। অনেকদিন আগের করে রাখা এই ফটোগ্রাফি গুলো আজকে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো দিদি। দমদম তরুণ সংঘ এর পূজামণ্ডপ দেখে অনেক ভালো লাগলো।
সবকিছুতে আধুনিকতার ছোঁয়া লাগলেও, মায়াটা কিন্তু একইরকম রয়ে যায়। তবে পুরনো যেকোনো জিনিসের প্রতি মায়াটা একটু বেশিই থাকে আমাদের। তবুও নতুনত্ব তো বরণ করে নিতে হবেই। কলকাতার হাতে টানা রিকশা এবং হলুদ ট্যাক্সি তে আমি বেশ কয়েকবার চড়েছিলাম। যাইহোক দমদম তরুণ সংঘের পূজামণ্ডপ দেখে ভীষণ ভালো লাগলো বৌদি। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছিলেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কলিকাতা থিমের পুজো প্যান্ডেলটির ডেকোরেশন ও আলোকসজ্জা নান্দনিক, সঙ্গে পুরনো ঐতিহ্য বহন করছে এটা মানতেই হবে। দারুণ উপভোগ করলাম ছবিগুলো দিদিভাই।