পুষ্প প্রদর্শনী মেলার কিছু ছবি।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে পুরনো অ্যালবাম ঘেটে কিছু ছবি ভাগ করে নিলাম।


আমার ফটো তুলতে যেমন ভালো লাগে তেমনই সেই ফটোগুলো রেখে দিতে ভীষণ ভালো লাগে। হয়তো এই জিনিসটা সবারই ভালো লাগে ।আমি যাই ফটো তুলি না কেন তার একটা ব্যাক-আপ কোথাও না কোথাও রেখে দিই। আজকে অনেকদিন পর পুরনো ফটো ঘাটতে ঘাটতে কতগুলি ছবি দেখতে পেলাম ,যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না ।জাস্ট করোনা আসার কয়েক মাস আগেই ছবি গুলো তোলা। আজ শীতকালের কিছু ফটো আমি আপনাদের সাথে ভাগ করে নেবো। সবাই জানেন আমি কলকাতাতে থাকি। আর শীতকাল এলেই এখানে জানো মেলার ধুম পড়ে যায় ।কিছু-না-কিছু মেলা লেগেই থাকে। খাদ্য মেলা থেকে শুরু করে হস্ত শিল্প মেলা, বইমেলা সব ধরনের মেলা হয়ে থাকে। খাদ্য মেলার তো কোনো শেষ নেই। কোথাও না কোথাও খাদ্য মেলা লেগেই থাকে ।কিন্তু আজকে আমি যে জিনিস গুলো ভাগ করে নেবো আপনাদেরও ভালো লাগবে ।আজকে যে মেলার ছবিগুলো ভাগ করে নেবো সেই জায়গাটার নাম হচ্ছে পাইকপাড়া। এই জায়গাটি সবার কাছে পরিচিত নয় ।কিন্তু যারা জানে বা জায়গাটিকে চেনে তারা অনেকেই আসে ,যেহেতু আমার বাড়ির খুব কাছে তাই জন্য এই মেলাটি হলে জানতে পারি। এই মেলাটি বছর দুয়েক হলো হচ্ছে। কিন্তু করোনার জন্য দুবছর বন্ধ ছিল।আজ পুরনো এ্যালবাম থেকে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি খুব ভালো লাগবে । আগে এই মেলাতে পুরানো দিনের টাকা পয়সা নিয়ে প্রদর্শনী চলতো।সেগুলোর ছবি তুলতে দিত না বলে ছবি তুলতে পারিনি।এছাড়া অন্যান্য ফুলের প্রদর্শনী ও চলতো।তারই কিছু ছবি আজকে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।

WhatsApp Image 2022-05-15 at 11.18.27 PM.jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.18.30 PM.jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.18.23 PM.jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.15.46 PM.jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.15.47 PM (1).jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.15.46 PM (1).jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.18.22 PM (1).jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.15.52 PM (1).jpeg



এই ফুলের প্রদর্শনী বছর দুয়েক হয়েছিল ।তাই জন্য খুব একটা সবাই পরিচিত ছিল না এই জায়গাটি সাথে । এই কারনেই খুব একটা ভীড় ও এখানে দেখা যেত না ।কিন্ত এত সুন্দর ফুল আর ফুলের প্রদর্শনী হতো না দেখলে বিশ্বাস করা যাবেনা। সমস্ত ধরনের শীতকালীন ফুল তার সাথে অনেক নাম-না-জানা ফুলের সাথে পরিচিত হওয়া যেত। আর সবথেকে ভালো লাগতো যে বিভিন্ন দেশের টাকা পয়সা আমরা দেখতে পেতাম। খুব ইন্টারেস্টিং ছিল সেটা। কিন্তু দুবছর আগে যখন আমি গিয়েছিলাম ওখানে তার সাথে আরও একটা আকর্ষণীয় জিনিস ছিল সেটা হচ্ছে গাছের গুড়ি দিয়ে নানা ধরনের জিনিস ।গাছের গুড়ি কেটে যে কত কিছু তৈরি করা যায় তারই কিছু জিনিস আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম । আমার কাছে যে গুলো খুব ভালো লেগেছে তারই কিছু ছবি ভাগ করে নিলাম।

WhatsApp Image 2022-05-15 at 11.15.50 PM.jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.15.54 PM.jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.15.46 PM (2).jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.15.38 PM.jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.15.49 PM.jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.15.53 PM.jpeg



এছাড়াও বিভিন্ন ধরনের সবজির গাছের প্রদর্শনী চলছিল তার কিছু ছবি আমি আজকে ভাগ করে নিচ্ছি।

WhatsApp Image 2022-05-15 at 11.15.56 PM.jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.15.55 PM.jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.15.55 PM (1).jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.15.48 PM (1).jpeg



তাছাড়াও বিভিন্ন ধরনের গাছ যে গাছগুলো সচরাচর চোখে পড়ে না। বা চোখে পড়লেও আমরা চিনতে পারিনা সেই সকল গাছের ও প্রদর্শনী করা হয়েছে।

WhatsApp Image 2022-05-15 at 11.18.29 PM.jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.18.31 PM.jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.18.30 PM (1).jpeg

WhatsApp Image 2022-05-15 at 11.18.29 PM (1).jpeg

সব মিলিয়ে আমার খুব ভাল লেগেছিল মেলাটি। তাই আজ আপনাদের সাথে সেগুলো ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগলো ।আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এই নতুন নতুন জিনিস গুলো দেখতে পেরে ।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

দিদি আপনি পুষ্প প্রদর্শনী মেলার কিছু ছবি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

বাহ অসাধারণ, আপনার পুষ্প প্রদর্শনী মেলা তে এত কিছু দেখা যাচ্ছে সত্যিই অবাক করার মতন। আর আপনি বেশ দারুন ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফি প্রশংসা না করে পারলাম না। আপনি ঠিকই বলেছেন অনেক কিছু আমাদের চোখের সামনে পড়ে কিন্তু আমরা নাম না জানার কারণে অনেক সময় গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাই। তবে আপনার সবগুলি ফটোগ্রাফি ছিল মন মাতানো। এবং এত সুন্দর পুষ্প প্রদর্শনী মালার ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ওয়াও আপু এককথায় চমৎকার হয়েছে। মেলাতে গেলে অনেক আনন্দ হয়। আপনি মেলাতে গিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভকামনা।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার পোস্ট দেখে। অদ্ভুত রকম সুন্দর কতগুলো গাছ দেখতে পেলাম। মেলাটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায় সেই সাথে গাছের গুড়ির তৈরি জিনিস গুলো অনেক ভালো লাগলো।

 2 years ago 

খুব সুন্দর তো।এই রকম মেলায় যেতে আমার খুব ভালো লাগে।আমাদের বাংলাদেশে প্রায় প্রত্যেক বছর বৃক্ষ মেলা হয়,ঐখানে এমন বনসাই গাছ থাকে।আমার কাছে অনেক ভালো লাগে।ধন্যবাদ

 2 years ago 

পুষ্প প্রদর্শনী মেলার ফুল এবং গাছ গুলো দেখে খুব ভালো লাগলো। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি দেখে খুবই আনন্দিত হলাম। নিশ্চয়ই মেলাতে খুব অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন। আপনার পোষ্টের মাধ্যমে অনেকগুলো ফুল এবং গাছ সম্পর্কে জানতে পারলাম আপনাকে অন্তর অন্তর থেকে আমরা ধন্যবাদ জানাই ভালো থাকবেন।

 2 years ago 

মেলার ছবিগুলো দেখে মন ভরে গেল দিদি।খুব সুন্দর হয়েছে ছবিগুলো।তাছাড়া অনেক সুন্দর সুন্দর ফুল,ভাস্কর্য ও সবজি বাগান দেখলাম।সবজি ক্ষেত দেখতে আমার খুব ভালো লাগে।তবে বেশি ভালো লেগেছে কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ভাস্কর্যগুলি,অনবদ্য সবই।ধন্যবাদ দিদি,দারুণ সময় পার করেছিলেন আপনি।

 2 years ago 

পুষ্প প্রদর্শনী মেলা সচরাচর আমাদের এদিকে দেখা যায় না। অন্যান্য মেলা হলেও পুষ্প প্রদর্শনী মেলা আমাদের এরিয়া জুড়ে দেখতে পাই না। যার কারণে সুন্দর সুন্দর ফুল দেখা থেকে বঞ্চিত আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মেলার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য।

 2 years ago 

পুষ্প প্রদর্শনী মেলার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি, আর এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

সত্যিই অসাধারণ দিদি। মেলাতে ঘুরতে গিয়ে আপনি যেমন অনেক চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি তৈরি করেছেন এবং আপনার মোবাইলের ক্যামেরায় বন্দি করেছেন বেশ কিছু দর্শনীয় জিনিস। দর্শনীয় জিনিস গুলো দেখতে পেরে অনেক অনেক ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ট্রাভেলিং এর অসাধারণ বৈচিত্র্যময় সৌন্দর্য গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55216.42
ETH 2325.60
USDT 1.00
SBD 2.33