কমেন্ট মনিটরিং রিপোর্ট [ ৪৬ তম সপ্তাহ] ।। ২৮জুলাই ২০২৩

in আমার বাংলা ব্লগlast year
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে

"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ৪৬ তম পোষ্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।

Comment_Motiring2.png


আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-


Comments Monitoring Report Of Active Super List


SerialUsernamePointsCommentsRemarks
01@samhunnahar9.3213কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে।
02@tasonya9.2242কমেন্টসের মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক আছে।
03@shimulakter9.2225কমেন্টের মান ভালো।
04@narocky719.0247কমেন্টসের মান ভালো, কিছু কিছু জায়গায় ছোটখাটো বানান ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক আছে।
05@monira9999207কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে।
06@mahbubul.lemon9/10200মোটামুটি সবকিছুই ঠিক আছে।
07@mohinahmed8.8249কমেন্টস এর মান ভালো, সব কিছুই ঠিক আছে, কিন্তু বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টস এর সংখ্যা একটু কম।
08@tanjima8.7150মোটামুটি সব ঠিক আছে।
09@jamal78.5/10151মোটামুটি সবকিছুই ঠিক আছে।
10@sumon098.4/10164মোটামুটি সবকিছুই ঠিক আছে।
11@ah-agim8.4149কমেন্ট এর মান ভালো, তবে আরও জেনারেল পোস্ট করে মন্তব্য করতে হবে।
12@green0158.2112কমেন্টের মান ভালো তবে মন্তব্য সংখ্যা আরো বাড়াতে হবে।
13@maksudakawsar8.0160ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক আছে।
14@naimuu8/10127দু এক জায়গায় ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক আছে।
15@kibreay0018123সব ঠিক আছে।
16@emranhasan7.8106সব ঠিক আছে।
17@isratmim7.6170দু’এক জায়গায় ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক আছে, কিন্তু বিভিন্ন ধরনের রাইটিং এ কমেন্টস এর সংখ্যা খুবই কম।
18@tania697.5112কমেন্টসের মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক আছে।
19@morioum7.5111জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কম করেছেন।
20@mostafezur0017.5/10109কমেন্টের মান ভালো তবে জেনারেল পোস্ট আরও পড়তে হবে।
21@tuhin0027.0166বানানের ব্যাপারে খেয়াল রাখতে হবে, ছোটখাটো প্রচুর বানান ভুল।
22@limon887/1085সবকিছু ঠিক আছে তবে এক্টিভিটিস একটু বাড়ালে ভালো হয়।
23@joniprins769কিছু কিছু জায়গায় বানান ভুল রয়েছে ।আর তার সাথে কমেন্ট সংখ্যা অনেক কম।
24@ripon406.878কমেন্ট এক্টিভিটিস কিছুটা ইরেগুলার।
25@parul196.7113রেসিপি পোস্টে কমেন্ট অনেক বেশি ।তাছাড়া বানান ছোটো ছোটো অনেক ভুল রয়েছে। এরপর থেকে জেনারেল পোস্টগুলো ভালো করে পড়ে মন্তব্য করবেন।
26@tauhida6.7/1076সবকিছু ঠিক আছে তবে এক্টিভিটিস একটু বাড়ালে ভালো হয়।
27@wahidasuma6.7/1073সবকিছু ঠিক আছে তবে এক্টিভিটিস একটু বাড়ালে ভালো হয়।
28@bdwomen6.5129বানানের ব্যাপারে খেয়াল রাখতে হবে, ছোটখাটো অনেক বানান ভুল রয়েছে।
29@razuahmed6.580অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ আরো বাড়াতে হবে
30@litonali6.4103ছোটখাটো অনেক বানান ভুল রয়েছে, কিছু কিছু জায়গায় দাঁড়ি কমার একটু প্রবলেম রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টসের সংখ্যা খুবই কম।
31@ronggin6.366জেনারেল পোস্ট পড়ে আরও মন্তব্য করতে হবে।
32@rupaie226.352জেনারেল পোস্ট পড়ে আরও মন্তব্য করতে হবে।
33@saymaakter6.281দু’এক জায়গায় ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক আছে, কিন্তু বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টস এর সংখ্যা খুবই কম।
34@aongkon6.1/1074নিয়মিত হতে হবে, কমেন্টের মান বাড়াতে হবে।
35@rayhan1116.090কমেন্টসের মান আরো বাড়াতে হবে, বেশিরভাগ কমেন্টস দুই তিন লাইনে শেষ করেছেন যা প্রায় একই রকমের। এছাড়া বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টসের সংখ্যা নেই বললেই চলে।
36@hiramoni679অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ একেবারেই কম হয়েছে।
37@selina75668অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ একেবারেই কম হয়েছে।
38@pujaghosh5.977৯০% শুধু কমেন্টের রিপ্লাই ছিল। এরপর থেকে একটু জেনারেল পোস্ট করে মন্তব্য করবেন।
39@bdhero5.5/1057নিয়মিত হতে হবে এবং কমেন্টের সংখ্যা বৃদ্ধি করতে হবে.
40@selinasathi15.554অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ বাড়াতে হবে।
41@mohamad786571খুবই ছোট কমেন্ট করেন। তাছাড়া জেনারেল রাইটিং পোস্টে কমেন্টের পরিমাণ একেবারে কম হয়েছে।
42@fasoniya4.5/1048নিয়মিত হতে হবে, দাড়ি কমার বিষয়ে সচেতন হতে হবে।
43@rahnumanurdisha477কমেন্ট এক্টিভিটির ইরেগুলার। মাঝে মাঝে পোস্ট না পড়েই কমেন্ট করেন। টোটাল কমেন্টের অর্ধেকের বেশি এক দিনেই করেছেন।
44@sshifa3/1036প্রায় পুরো সপ্তাহেই ইনএক্টিভ ছিলেন, এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে।
45@nilaymajumder32এক্টিভিটিস নেই।

Team Leader
@swagata21

Executive Member
@alsarzilsiam
@rupok
@tangera

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

image.png

Heroism_3rd.png

*

Sort:  
 last year 

প্রত্যেক সপ্তাহের এই সপ্তাহে কমেন্ট মনিটরিং রিপোর্ট প্রকাশ করা হয়েছে। প্রত্যেক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু উন্নত হয়েছে। আশা করি এভাবে প্রতি সপ্তাহে নিজের নামটা সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট প্রকাশ করার জন্য।

 last year (edited)

কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখলে খুব ভালো লাগে। কারণ এই কমেন্ট মনিটরিং রিপোর্ট এর মাধ্যমে রিমার্ক্স দেখে সবাই যার যার কাজের গতি বাড়াতে পারে। যাদের সমস্যা রয়েছে তারা সামনের দিকে নতুন উদ্যমে কাজ করতে পারে। ধন্যবাদ রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।্

 last year 

আগের থেকে এবার কমেন্টের মান অনেক কমেগেছে।আসলে এবার একটু বেশি ব্যস্ততার জন্য রিপ্লাই বেশি দেওয়া হয়েছে। যাইহোক চেষ্টা করব এবার আগের অবস্থানে ফিরে আসার জন্য। ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এক সপ্তাহের কাজের ধারাবাহিকতা কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখলেই বুঝতে পারা যায়‌ আসলে একটি কমেন্ট পোস্টকারীর জন্য অনুপ্রেরণা । সে জন্য ভালো মন্তব্য করে তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব সবসময় সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি।

 last year 

কমেন্ট মনিটরিং রিপোর্টটি দেখে অনেক ভালো লাগলো।তবে
রিপোর্টটি দেখে বুঝতে পারলাম এই সপ্তাহে কমেন্ট একটু কম
করা হয়ে গেছে । চেষ্টা করবো সামনে একটিভিটি ধরে রাখতে।
ধন্যবাদ দিদি সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে আমাদের
মাঝে উপস্থাপনের জন্য ।

 last year 

আপনার রিপোর্টের মাধ্যমে সকল ইউজারের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়, এবং সবাই সবার কমেন্টসের উন্নয়ন ঘটাতে পারে। আশা করি আগামীতে আমি ভাল একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো।

 last year 

আসলে আমার ফাইনাল ইয়ারের এক্সাম চলছে বলে, অনেকটা চাপের মধ্যে রয়েছি দিদি আমি। এক্সাম শেষ হতে এখনো ৮ থেকে ৯ দিন লাগবে ,তারপর থেকে আবার আগের মতো ভালো করে কাজ করব ।তার আগে পর্যন্ত খুব বেশি সংখ্যায় হয়তো মন্তব্য করতে পারব না, শুধুমাত্র রিপ্লাইগুলো ছাড়া।

বিভিন্ন ব্যস্ততার কারণে এই সপ্তাহে কমেন্ট একটু কম করা হয়ে গেছে। তাছাড়া জেনারেল পোস্টও আসলে কম পড়া হয়ে গেছিল। তবে আশা করা যায় এই সপ্তাহে সেই সমস্যার কিছুটা সমাধান হবে। তোমার অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর করে গুছিয়ে কমেন্ট মনিটরিং রিপোর্ট বের করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর একটি রিপোর্ট প্রকাশ করার জন্য। আসলে প্রতি সপ্তাহে অপেক্ষা করি এমন গুরুত্বপূর্ণ রিপোর্ট পড়ার জন্য। কমেন্ট মনিটরিং রিপোর্টের মাধ্যমে সবার ভালো মন্দ জানতে পারি। কোথায় ভুল হয়েছে কিংবা সঠিক আছে কিনা তা জানা সম্ভব হয়।

 last year 

গত সপ্তাহে ব্যস্ততার কারণে ঠিকমতো একটিভিটি বজায় রাখতে পারিনি। এ সপ্তাহ থেকে নিজেরে একটিভিটি বাড়াতে চেষ্টা করবো।ধন্যবাদ দিদি রিপোর্ট টি প্রকাশ করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66740.62
ETH 3336.11
USDT 1.00
SBD 2.72