DIY-এসো নিজে করি: "প্যাস্টেল কালার দিয়ে মাছের চিত্র অংকন"। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে নিজের ব্যস্ততা এবং মাছ আঁকার ছবি শেয়ার করে নিচ্ছি । আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।


আজকের দিনটা ভীষণ চাপের মধ্যে দিয়ে গেছে। যেটা না বললেই নয়, কিছুদিন ধরেই আসলে কাজের খুব চাপ ছিল। একদিকে বাড়িতে পুজো আর একদিকে আমার পরীক্ষা সব মিলিয়ে মোটামুটি দুদিন এর জন্য ঘুম উড়ে গেছিল।আজ আবার আমার বিএড ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ছিল।কিভাবে যে পরীক্ষা দিলাম আমি জানি 😒।একদিন এ দুটো পরীক্ষা।ঘরে বসে পরীক্ষা দিচ্ছি বলে প্রশ্নগুলো এত বড় দিয়েছে যার উত্তর ১ ঘন্টা ৩০ মিনিট এর মধ্যে শেষ করা অসম্ভব ছিল। আর যেহেতু ১২ টা থেকে ১:৩০টা পর্যন্ত আবার ২:৩০ থেকে ৪টে পর্যন্ত পরীক্ষা ছিল। সেহেতু ভেবেছিলাম মাঝের সময়টা স্নান করে খেয়ে নেব, ভাবনাটা ভাবনাই থেকে গেল।প্রথম পরীক্ষাটা শেষ করতে করতে দুটো বেজে গেল। ঠিক তার দশ মিনিট পরেই দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন চলে এলো। না হল খাওয়া, না হল স্নান😭। তার মধ্যে কলেজের নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়ে কলেজে গিয়ে আবার খাতা জমা দিয়ে আসতে হবে সাড়ে পাঁচটার মধ্যে।এদিকে পরীক্ষা শেষ করতে করতে সাড়ে চারটে বেজে গেল।বিশ্বাস করুন তারপর মনে হচ্ছিল হাতের মধ্যে হাতটা আর ছিল না। না খেয়ে না স্নান করে কলেজে চলে গেলাম খাতা জমা দিতে। তার মধ্যে জগধাত্রী পূজা উপলক্ষে রাস্তায় ছিল তেমনই জ্যাম।শেষমেষ ৫:৪৫ এ ঢুকলাম কলেজে। ৫ মিনিট এর একটা কাজ করে কলেজ থেকে বেরিয়ে গেলাম।যেহেতু বাবার সাথে বাইকে করে গেছিলাম তাই খাতা জমা দিয়েই বাড়ি চলে এসেছি ঠিক সাড়ে ছটার মধ্যে। সত্যি কথা বলতে বাড়ি এসেই খুব ঘুম পাচ্ছিল। তাও তাড়াতাড়ি এসে স্নান করে খেয়ে একটু বসলাম,ভাবলাম এই সন্ধ্যেবেলা ঘুমালে আর রাতে ঘুম আসবে না😐। এটা ভেবেই একটু ক্লান্তি দূর করতে আঁকতে বসে গেলাম । আঁকতে বসে কিন্তু সত্যি সত্যি আমার ঘুম চলে গেল। প্রথমে বুঝতে পারছিলাম না কি আঁকবো হঠাৎ করেই ভাবলাম একটা মাছের ছবি এঁকে ফেলি।


WhatsApp Image 2021-11-13 at 10.10.27 PM.jpeg

WhatsApp Image 2021-11-13 at 8.59.49 PM (3).jpeg
বাড়ির পুজো


উপকরণ


• সাদা কাগজ
• কালো রঙের মার্কার পেন
• হলুদ রঙ
• কমলা রঙ
• নীল রঙ
• আকাশী রঙ
• কালো রঙ


প্রথম ধাপ



• মাছ আঁকার জন্য প্রথমে একটি খাতা আর পাঁচটা ( হলুদ, কমলা, নীল, আকাশী,কালো )রং নিয়ে নিলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.49 PM (2).jpeg


দ্বিতীয় ধাপ



• আমি যেহেতু রং দিয়ে আঁকতে মাঝে মাঝে ভালোবাসি। তাই জন্য খাতার উপরে আকাশী রং দিয়ে রংটা কি একটু খানি শুইয়ে দিয়ে কালার করলাম জল আঁকার জন্য।

WhatsApp Image 2021-11-13 at 8.59.49 PM (1).jpeg


তৃতীয় ধাপ



• আকাশের রংটা এইভাবে করলে ঠিক এরকম দেখাবে।

WhatsApp Image 2021-11-13 at 8.59.48 PM (2).jpeg


চতুর্থ ধাপ



• তারপর ডিপ নীল রং দিয়ে আকাশী রং এর মতনই একইভাবে করে নিলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.48 PM (1).jpeg


পঞ্চম ধাপ



• আকাশী আর ডিপ নীল রঙ একই ভাবে একসাথে দিয়ে দিলাম। দেখতে ঠিক এরকম হবে।

WhatsApp Image 2021-11-13 at 8.59.48 PM.jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর একটা কালো রং দিয়ে মাছের উপরের অংশটা কিছুটা আঁকলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.47 PM (3).jpeg


সপ্তম ধাপ



• এরপর মাছ এর উপরের অংশটা আকার পর, লেজের সাথে পাখনার ও কিছুটা অংশ এখানে এলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.47 PM (2).jpeg


অষ্টম ধাপ



• নিচে ভিডিওটা দেখানো হলো।




নবম ধাপ



• এইভাবে মাছের বাইরের অবয়বটা পুরো এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.47 PM (1).jpeg


দশম ধাপ



• এরপর কমলা রং টা নিয়ে মাছের পাখনার অংশটা রং করে নিলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.47 PM.jpeg




একাদশ ধাপ



• এরপর আস্তে আস্তে পাখনা এবং মাছের উপরের অংশটা কমলা রঙ দিয়ে এঁকে দিলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.46 PM (2).jpeg


দ্বাদশ ধাপ



• এরপর কমলা রং দিয়ে মাছের উপরের অংশ এবং পাখনার অংশ এবং নিজের অংশ কালার করার পর হলুদ রং দিয়ে মাছের নিচের অংশটা করলাম রং করলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.46 PM (1).jpeg


ত্রয়োদশ ধাপ



• কমলা রং এবং হলুদ রং মিশিয়ে মাছটার গায়ের রং এর সম্পূর্ণ করলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.45 PM (1).jpeg


চতুর্দশ ধাপ



• এরপর কালো রং দিয়ে পাখনার মধ্যে দাগ কেটে নিলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.45 PM (2).jpeg


পঞ্চদশ ধাপ



• পাখনাতে কালো রং দিয়ে দাগ কেটে নেওয়ার পর লেজের দাগ অংশ কেটে নিলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.45 PM (1).jpeg


ষোড়শ ধাপ



• পুরোপুরি হয়ে যাবার পর এরপর একটা মার্কার পেন দিয়ে মাছের বাইরের অংশটা একটু ঠিক করে নিলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.45 PM.jpeg

WhatsApp Image 2021-11-13 at 8.59.44 PM (3).jpeg


সপ্তদশ ধাপ



• পুরো কমপ্লিট হয়ে যাবার পর জলের মধ্যে বুদবুদ বোঝানোর জন্য কালো গোল গোল করে এঁকে দিলাম।

WhatsApp Image 2021-11-13 at 8.59.44 PM.jpeg


অষ্টাদশ ধাপ



• অবশেষে আমার অঙ্কনটি এখানে শেষ হলো।ব্যস তৈরি হয়ে গেল মাছ আঁকা।

WhatsApp Image 2021-11-13 at 10.10.27 PM.jpeg


WhatsApp Image 2021-11-13 at 10.10.26 PM.jpeg
চিত্রটির সাথে আমার একটি নিজস্বী


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপু আপনার মাছটি দেখে মনে হচ্ছে সত্যি সত্যি মাছটি পানির ভিতরে সাতরাচ্ছে। সত্যিই সুন্দর এঁকেছেন আর্টটি। হলুদ কালারের মাছ একুরিয়াম এর ভিতর অনেক ভালো লাগে দেখতে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপে ধাপে এঁকেছেন দেখতে ভালো লাগছে ।শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ আপু একুরিয়ামের মধ্যে হলুদ কালারের মাছগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মাছ অংকনটি অনেক সুন্দর হয়েছে। আপনে দাপগুলোর সাথে সাথে ভিডিও দিয়েছেন এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগল। অনেক সুন্দর হয়েছে আপনার মাছ অংকনটা।

শুভ কামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপু অনেক সুন্দর কালার দিয়ে একটি মাছের চিত্র অঙ্কন করেছেন আপনি। এটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ধাপ অনবদ্যভাবে সাজিয়েছেন। খুব সুন্দর করে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছেন। এটা সত্যিই অসাধারণ। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ডিজাইনটি আপু। মাছের চিত্রটি খুব দক্ষতার সাথে আপনি অঙ্কন করেছেন। দেখতে বেশ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনি চাইলে মাস্টি কিন্তু আমার কাছে বিক্রি করে দিতে পারবেন, আমি আপনার মাছটি কিনে নিতে চাই

 3 years ago 

হাহাহা 🤭। তাহলে আপনি এসে নিয়েই যান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে😊।

 3 years ago 

দিদি ঠিক এই রকম একটি মাছ আমার একুরিয়ামে আছে।আপনার আঁকা মাছটি আমার অনেক পছন্দ হয়েছে।মনে হচ্ছে মাছটি যেনো জলে সাতরাচ্ছে। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

দিদি অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মাছ অংকন টি সুন্দর হয়েছ। আপনি খুব সুন্দর ভাবে মাছ অংকন এর পুরো প্রক্রিয়াটি আমাদের সাথে শেয়ার করেছেন। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু, এভাবেই সুন্দরভাবে এগিয়ে চলেন।

 3 years ago 

আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাছ এর অংকন টি খুব সুন্দর হয়েছে দিদি। সেই সাথে প্রতিটি ধাপ পরিস্কার ভাবে লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

দিদি পুরা সত্যি মাছের মত হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 62853.43
ETH 3013.11
USDT 1.00
SBD 2.50