আহিরিটোলা যুবকবৃন্দের পুজো //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আহিরিটোলা যুবকবৃন্দের পুজোর কিছু ছবি ভাগ করে নিচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।


পুজোর চারটে দিন কিভাবে কেটে যায় তা বোঝাই যায় না । এই বছরে কলকাতার দুর্গা পুজো কিন্তু প্রথমা থেকেই শুরু হয়ে গেছিল শুনলে হয়তো অবাক হবেন প্রথমা থেকেই লোকে ঠাকুর দেখতে বেরিয়েছিল। তাই এমন কিছু মণ্ডপ শেষের দিকে ছিল যেগুলো ভিড়ই হয়নি আর এই মণ্ডপ গুলোই আগে অনেক ভিড় থাকতো ।একদিকে ভালো হয়েছে বলা যেতে পারে। আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম দশমীর দিনকে আর ফাঁকায় ফাঁকায় অনেক ঠাকুরই সেদিন দেখতে পেয়েছিলাম ।আজ আমি যে মন্ডপের কথা বলছি সেটা হচ্ছে উত্তর কলকাতায় আহিরীটোলার পাশে আহিরিটোলা যুবক বৃন্দ। এখানে প্রতি বছর পূজোর থিম খুব সুন্দর করে তুলে ধরা হয়, এই কারণেই বলছি এই জায়গাটি খুবই ছোটো, বলতে গেলে একটা ছোটো গলির মধ্যে তাও এত সুন্দর করে থিমগুলো উপস্থাপন করা হয় না দেখলে বিশ্বাস করা যাবে না বা অবাক হয়ে যাবেন দেখলে। আমি আজ সেরকমই একটি থিম আপনাদের কাছে তুলে ধরছি ।


WhatsApp Image 2022-10-20 at 11.30.10 PM.jpeg

আহিরিটোলা যুবকবৃন্দের এবারের থিম আঁচলে-আঁধারে।আর এই মন্ডপ সেজেছে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পের সাজে।


WhatsApp Image 2022-10-20 at 11.30.09 PM (2).jpeg

WhatsApp Image 2022-10-20 at 11.30.14 PM (2).jpeg

বাংলার হারিয়ে যাওয়া তাঁত শিল্পকে নিয়ে কাজ করাই আসলে তার উদ্দেশ্য। যারা সুতোর গায়ে সুতো বেঁধে তৈরি করেন মখমল থেকে মলমল, কোথায় যেন, তাদের হাসি হারিয়ে যাচ্ছে। মলিন হচ্ছে তাঁত শিল্প। আর শিল্প হারিয়ে যাওয়ার যন্ত্রণা ঠিক কতটা, সেটা একজন শিল্পী খুব ভালভাবেই বোঝেন। এ তাঁত শিল্পকেই শিল্পী এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছেন ।

WhatsApp Image 2022-10-20 at 11.30.11 PM (3).jpeg

WhatsApp Image 2022-10-20 at 11.30.11 PM.jpeg

WhatsApp Image 2022-10-20 at 11.30.11 PM (1).jpeg

WhatsApp Image 2022-10-20 at 11.30.13 PM.jpeg

WhatsApp Image 2022-10-20 at 11.30.14 PM (1).jpeg

WhatsApp Image 2022-10-20 at 11.30.12 PM (1).jpeg


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আমি শুনেছি কলকাতায় অনেক যাক জমক পুজো হয় আমাদের এখানে বাংলাদেশে গ্রাম গঞ্জে অতোটা হয়না।ডেকোরেশন গুলো খুবই চমৎকার আপনাদের।ধন্যবাদ দিদি সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করার জন্য।

 2 years ago 

একটা সময় তাঁত শিল্পের খুবই কদর ছিল, কিন্তু দিনে দিনে সেই ঐতিহ্যবাহী তাঁত শিল্প হারিয়ে বসতে চলেছে। ঠিক বলেছেন আপু, তাঁত শিল্প হারিয়ে যাওয়ার যন্ত্রনা একজন শিল্পী খুব ভালোভাবে বুঝতে পারেন। যা হয়তো আমরা কখনোই উপলব্ধি করতে পারব না। তাঁত শিল্পকে সামনে রেখে, এই মন্ডপ কে খুব সুন্দর করে সাজিয়েছে। দেখতেও বেশ দারুন লাগছে। এই মন্ডপে গিয়ে আপনার কাটানো সময় টুকু নিশ্চয় অনেক ভালো লেগেছে। আহিরিটোলা যুবকবৃন্দের পুজো সুন্দর বর্ণনা ও ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আহিরিটোলা যুবকদের করা পুজোর থিমটা তো একেবারেই আলাদা ছিল। বাংলার ঐতিহ্যবাহী তাত শিল্পকে পুজো প‍্যান্ডেলে সাজিয়ে তোলা হয়েছে। এবং উৎসব বা ভালো সময় গুলো খুব দ্রুতই চলে যায় দিদি। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনার পোস্টের মাধ্যমে অনেকগুলো পুজোর মন্ডপ দেখতে পেয়েছি, তবে এই আহিরিটোলা যুবকবৃন্দের পুজোর মন্ডপ গতানুগতিক মন্ডপ থেকে আলাদা লেগেছে৷ একদম ইউনিক সব জিনিসপত্র দিয়ে ইউনিক থিমে সাজিয়েছে। তাঁত শিল্পকে এখানে অনেক গুরুত্ব দেয়া হয়েছে। তাঁত শিল্প আমাদের অনেক বড় ঐতিহ্য, যদিও বাংলাদেশে এখন আগের মত মানুষ তাত বুনে না। যে-ই এই থিম বানিয়েছে সে মারাত্নক লেভেলের ক্রিয়েটিভ। ছবিগুলো দেখতে খুব ভাল লাগছে। ধন্যবাদ দিদি।

 2 years ago 

আঁচলে আঁধারে নামটাই অন্য রকম একটা ফিলিংস দেয়।আর এই থিমগুলো কি করে মাথায় আসে আমি জাস্ট তাই ভাবছি।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। আপনার মাধ্যমে আরও একটি মা দুর্গার প্রতিমা দর্শন করতে পারলাম। অসাধারণ থিম স্থাপন করেছেন এই আহিরিটোলা যুবকবৃন্দের পুজোয় সত্যি শিল্পীদের হৃদয়ের শিল্পশক্তা না থাকলে শিল্পের সৃষ্টি হয় না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আসলেই দিদি দুর্গা পুজোর চারটা দিন যে কিভাবে চলে গেছে বুঝতেও পারলাম না ৷ তবে আপনাদের ওদিকে প্রথমা থেকে ঠাকুর দেখা শুরু হলেও আমাদের বাংলাদেশ সপ্তমী থেকে শুরু হয়েছে ৷ অবশ্য আপনাদের পুজোর মন্ডপ থেকে মায়ের মূর্তি অসম্ভব সুন্দর ৷ দেখলেই মন ভরে যায় ৷ তবে ঠিক বলেছেন দিনে দিনে হারিয়ে যাচ্ছে তাঁত শিল্পীদের হাঁসি ৷ ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷

 2 years ago 

দিদি প্রথমেই ছবিগুলো দেখে অবাক হলাম। তাঁত শিল্প কে কাজে লাগিয়ে এত সুন্দর একটি মণ্ডপ তৈরি করেছে, চমৎকার লাগছে দেখতে। ব্যক্তিগতভাবে আমি টেক্সটাইলের একজন ছাত্র তাই আমার কাছে আরও গর্বের একটি বিষয় এটি। ধন্যবাদ দিদি আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59274.98
ETH 2600.78
USDT 1.00
SBD 2.44