DIY-এসো নিজে করি:ভারতভূমির বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্রাংকন//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,



আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।আজ সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমি নেতাজি সুভাষচন্দ্রের একটি ছবি এঁকে আপনাদের সাথে ভাগ করে নিলাম।মানুষের মৃত্যু আছে কিন্তু ভগবানের মৃত্যু নেই 'নেতাজী'ও আমাদের ভগবান তাইতো তাঁর শুধু জন্মদিন পালিত হয়।

ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একক শক্তি ও সাংগঠনিক ক্ষমতায় যিনি ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়ে স্বাধীনতার সূর্যোদয় ঘটিয়ে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।১৮৯৭ সালের ২৩শে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে সুভাষ একদিকে যেমন ছিলেন মেধাবী, তেমনি ছিলেন দুর্লভ মনোবলের অধিকারী।


দেশগৌরব সুভাষচন্দ্র ভারতের জনপ্রিয় নেতা,লক্ষজন চিত্তজয়ী নেতাজি ভারতবর্ষের হৃদয়ের রাজা, শৌর্য-বীর্য সাহসিকতায় মূর্তিমান ক্ষ্যাত্রতেজের আদর্শ পুরুষ।

নেতাজি ছিলেন আশাবাদী।ইংরেজের ভয়াবহ মারণাস্ত্র যেদিন সারা পৃথিবীকে ভীতও সন্ত্রস্ত করে তুলেছিল, সেদিন তিনি উপলব্ধি করেছিলেন-সশস্ত্র অভিযান ব্যতীত অনুনয় -বিনয় বা আবেদন-নিবেদন কোনো কিছুতেই ইংরেজ ভারত ছেড়ে যাবে না। সেদিন গান্ধীজীর মতে দূরদর্শী নেতা ও তার কথার সমর্থন করতে পারেন নি।কিন্তু বিপ্লবী সুভাষচন্দ্র ছিলেন আপন স্বপ্নে সম্পূর্ণ আস্থাবান।



সুভাষচন্দ্র বিশ্বাস করতেন রক্তদান করলে তার স্বপ্ন সার্থক হবে।তাই তিনি নিশ্চিত ও নির্ভরযোগ্য আশ্বাসবাণী শুনিয়েছিলেন- "তোমরা আমাকে রক্ত দাও,আমি তোমাদের স্বাধীনতা দেবো "


যার নাম শুনলেই প্রতিটা বাঙালির গায়ে কাঁটা দিয়ে ওঠে,আজ সেই ভগবানের জন্মদিন।

WhatsApp Image 2022-01-23 at 1.06.10 PM.jpeg

বাঙালির গর্ব, বাঙালির প্রাণ জন্মদিনে তোমারে প্রণাম।




অংকন পদ্ধতি:


উপকরণ


• একটি সাদা কাগজ
• একটা পেন্সিল
• রবার
• কালো রঙের মার্কার পেন
• সবুজ রঙ
• কমলা রঙ
• নীল স্কেচ পেন



প্রথম ধাপ


• প্রথমে একটি সাদা খাতা,পেন্সিল,রবার, নীল স্কেচ পেন,কালো মার্কার পেন,কমলা রং, সবুজ রঙ নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-01-12 at 3.06.34 PM.jpeg


দ্বিতীয় ধাপ



•প্রথমে নেতাজির টুপির অংশটি এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-23 at 12.22.39 PM.jpeg


তৃতীয় ধাপ



•এরপর মুখের অংশটি একে নিলাম।

WhatsApp Image 2022-01-23 at 12.22.38 PM.jpeg


চতুর্থ ধাপ



•এরপর চশমার অংশটি এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-23 at 12.22.42 PM (1).jpeg


পঞ্চম ধাপ



• এরপর পুরো মুখটি একে নিলাম।

WhatsApp Image 2022-01-23 at 12.22.42 PM.jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর গলার কাছটা এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-23 at 12.22.41 PM (1).jpeg


সপ্তম ধাপ


•এরপর চোখ,নাক,মুখ এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-23 at 12.22.41 PM.jpeg


অষ্টম ধাপ



•এবার কালো মার্কার পেন দিয়ে বর্ডার করে নিলাম।

WhatsApp Image 2022-01-23 at 12.22.43 PM.jpeg

WhatsApp Image 2022-01-23 at 12.01.15 PM.jpeg



নবম ধাপ


•সবশেষে পতাকার রং হিসাবে গেরুয়া, সাদা,সবুজ দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-01-23 at 12.01.14 PM.jpeg

WhatsApp Image 2022-01-23 at 12.01.38 PM (1).jpeg
সুভাষচন্দ্র বসু হল সেই ব্যক্তি যে চোখে চোখ রেখে বলে,স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না।স্বাধীনতা অধিকার।স্বাধীনতা বিপ্লব। যে বিপ্লব আজও প্রতিনিয়ত প্লাবিত হয় তোমার আমার রক্তে।শুধু সেই ধ্বনিটা দরকার যে, রক্তের বিনিময়ে স্বাধীনতার আশ্বাস দেয়।


দশম ধাপ


• ব্যস তৈরি হয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্রাঙ্কন।

WhatsApp Image 2022-01-23 at 1.27.10 PM (1).jpeg





WhatsApp Image 2022-01-23 at 1.27.10 PM.jpeg

আমার একটি নিজস্বী


সুভাষচন্দ্র এর আশাবাদ মুমূর্ষ জাতির অন্তরে নতুন করে প্রাণের সঞ্চার করেছিলেন।তাঁহার আশার বাণী বন্দীর অন্তরে মুক্তির কামনা জাগিয়েছিল, নিরস্ত্র জনগণকে অস্ত্র ধারণ করতে প্রেরণা দিয়েছিল,আত্মক্ষয়কারী সংগ্রামের সর্বনাশের হতে নিবৃত্ত করে জাতিকে মিলন ও মৈত্রীর মহামন্ত্রে দীক্ষা দিয়েছিলেন।তাঁর স্বপ্ন সফল করতে ধনী উৎসর্গ করেছেন ধন,নিঃসম্বল দিয়েছিলেন শ্রম।সুভাষ চন্দ্রের মৃত্যুঞ্জয় উপস্থিতি যুগ হতে যুগান্তরে মুক্তি সংগ্রামী মানুষের মনে চির ভাস্কর হয়ে থাকবে।



ধন্যবাদ

Sort:  

আপু অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন।সুভাষচন্দ্র বসুর চিত্রাংকন। ধাপে ধাপে অনেক সুন্দর করে তৈরি করেছেন। লোকটির ব্যাপারে কিছু না বললেই নয়, তার কথাতেই হাজারো মানুষ জীবন বাজি রাখতে চেয়েছিলেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ দাদা ঠিকই বলেছেন এই সুভাষচন্দ্র বসুকে নিয়ে যাই বলব তাই কম বলা হয়ে যাবে।অনেক ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

দিদি আজকে আপনি ভারতভূমির বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্রাংকন করেছেন দারুন হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর ভাবে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাহ আপু সুভাষচন্দ্র বসুর অনেক সুন্দর একটি ছবি আঁক করেছেন। তাছাড়া তার সাথে দিয়েছেন নিজেদের দেশের পতাকা। ধাপে ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো আপু,

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কমেন্টের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু নেতাজি সুভাষচন্দ্র বসুর আপনার অঙ্কনটি অনেক সুন্দর হয়েছে।সর্বশেষ নবম ধাপে অনেক ফুটে উঠেছে অঙ্কন টি আর উপস্থাপন চিত্রটিতো কোন কথায় নেই।শুভ কামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্র অংকন টি আপনি খুব সুন্দর করেছেন। তিনি একজন বীর সৈনিক এবং একজন বীর সন্তান। আপনি অনেক সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি চিত্র অংকন শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে প্রশংসা করার জন্য।

 3 years ago 

নেতাজী সুভাষ চন্দ্রের ছবিটি খুব সুন্দর রেখেছেনতো আপু। এই ছবিটি আমি টিভিতে দেখেছি একেবারে বাস্তব ছবির মতোই হয়েছে। খুব সুন্দর ভাবে আপনি দুপাশে দুটো পতাকা এঁকে পতাকার মাঝে ছবিটি এঁকেছেন খুব সুন্দর লাগছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দরভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ভারতভূমির বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্রাংকনটি জাষ্ট ওয়াও লাগছে দেখতে। আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ। সত‍্যি আপনি প্রশংসার দাবিদার রাখেন। আর্টটি সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন। শুভকামনা রইল আপনার জন‍্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভারতমাতার বীর সন্তানকে আপনি দারুণভাবে একেছেন দিদি।চমৎকার হয়েছে ,এছাড়া পতাকাটিও খুবই সুন্দর হয়েছে।👌সুন্দর উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।জয় হিন্দ

 3 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্য করে প্রশংসা করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য

 3 years ago 

আজকের দিনে নেতাজি ছাড়া কোন কিছু মাথাতেই আসছে না। সত্যি বলতে আমিও তাই আজ নেতাজীর ছবি এঁকে পোস্ট করেছি 🤗🥰। দুই বোনের পোস্ট বেশ মিলে গেছে ❤️।

আপনার ছবির থিম গুলো সব সময় আমার ভালো লাগে দিদি। ভালো একটা চেষ্টা ছিল। আর পুরো পোস্টটা পড়তেও অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ঠিকই বলেছো এইদিনটা এমনই একটি দিন নেতাজি ছাড়া সত্যিই কিছু মাথায় আসেনা। দেখলাম বোন তোমার পেন্সিল স্কেচটি সত্যিই খুব সুন্দর হয়েছে। সবদিক থেকেই আমার বোনটি খুব গুণী। অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য।

 3 years ago 

ওয়াও আপু।আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা অসাধারণ চিত্র এঁকেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59993.26
ETH 2312.53
USDT 1.00
SBD 2.49