নিউ টাউন কফি হাউজে ফটোগ্রাফি কালেকশন
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে কফি হাউজে টাঙানো কিছু ছবি ভাগ করে নিচ্ছি ।আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
ফটোগ্রাফি করতে আর ফটোগ্রাফি দেখতে অনেকেরই খুব ভালো লাগে। আমার ছোটোবেলা থেকে ফটোগ্রাফি শেখার খুব শখ ছিল ।তাছাড়া ছোটো থেকে ক্যামেরার প্রতি খুব আগ্রহ ছিল ।যতটা ফোনের প্রতি আগ্রহ ছিল তার থেকেও বেশি ক্যামেরার প্রতি বেশি আগ্রহ ছিল। কিন্তু ছোটবেলায় যখন ক্যামেরা চাইতাম বা যখন পাওয়ার ইচ্ছে ছিল তখন ক্যামেরা পাইনি। তা যে কোনো কারণেই হোক। কিন্তু ছবি তোলার যে নেশা বা ইচ্ছে সেটা আমার অনেক ছোটো থেকেই ছিল। আমি অনেক ফটোগ্রাফি এক্সিবিশনে গিয়েছি। যেখানে খুব ইউনিক কিছু ছবি এক্সিবিশন হত। ফটোগ্রাফি কিন্তু একটা আলাদাই আর্ট যেটা সবাই পারেনা । ছবি তুললে বা তুলতে জানলে ফটোগ্রাফার হওয়া যায় না ।ফটোগ্রাফার হতে গেলে নির্দিষ্ট কিছু ক্রিয়েটিভিটি বা নির্দিষ্ট কিছু অ্যাঙ্গেল যার জন্য লোকে সেটার প্রতি আকৃষ্ট হবে বা সেটা ভালোভাবে দেখবে ।তেমনি কিছু ছবি গতকাল কফি হাউজে দেওয়ালে টাঙানো দেখেছিলাম।
যে ছবিগুলি হয়তো আমরা প্রতিনিয়তই দেখি কিন্তু দেখলেও সেটা অতটা হয়তো গুরুত্ব দিই না। ঠিক সেই জিনিসটাই যখন একজন ক্রিয়েটিভ ফটোগ্রাফার তার ছবি তোলার মাধ্যমে ফুটিয়ে তোলে ।তখন কিন্তু সেই ছবি এক আলাদাই মাত্রা পায় ।যখন দেওয়ালে টাঙানো সেই ছবিগুলো দেখছিলাম বিশ্বাস করুন একভাবে এক একটা ছবির দিকে তাকিয়ে ছিলাম ।ভাবছিলাম এটাই ,এই ছবি আমরা প্রতিনিয়ত কিন্তু চারপাশে দেখতে পাই। তেমনি কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম ।আশা করি আপনাদের ভালো লাগবে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ফটোগ্রাফি একটা আর্ট এটা তো আমি বরাবরই স্বীকার করি। আসলে এখানে যে ফটোগ্রাফি গুলো তুমি শেয়ার করেছ স্বাগতা দি, এগুলো যদি আমি নিজে তুলতাম তাহলে হয়তো এত ভালো আসতো না বা আমার চোখে এত ভালোভাবে ধরা দিত না ব্যাপারগুলো। ফটোগ্রাফি করার জন্য আলাদা চিন্তাধারা এবং আলাদা চোখ থাকা লাগে।
আপনার মত আমিও ফটোগ্রাফি আমার একটি নেশা। ছোটবেলা থেকেই ফটোগ্রাফি করার অনেক শখ। ওই যে আপনার মত ক্যামেরা ছিল না। আমরা দৈনন্দিন জীবনের চারিপাশে যা দেখি তা নিয়ে এত গভীরভাবে চিন্তা করি না কিন্তু দেয়ালে টাঙ্গানো ফটোগ্রাফি গুলো লক্ষ্য করলে বোঝা যায় গভীরতা কত।
দিদি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নিউ টাউন কফি হাউজে ফটোগ্রাফি কালেকশন করে । আসলে প্রতিটা অ্যালবামের ফটোগ্রাফি দেখতে আমার কাছেও বেশ ভালো লেগেছে আপু। আসলে দেওয়ালে টাঙ্গানো প্রত্যেকটি ছবি আমার কাছে বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দিদি আমার তো মনে হয় ফটো গ্রাফি হচ্ছে একটি আর্ট। আর এই আর্টটি যে যার ক্রেয়েটিভিটি দিয়ে যত সুন্দর করে গুছিয়ে নিতে পারবে ততই মঙ্গলজনক। হুম ফটোগ্রাফি করতে অবশ্যই একজন ফটোগ্রাফারের ক্রেয়েটিভিটি থাকতে হবে। আর জানতে হবে ফটোগ্রাফি করার সঠিক এঙ্গেলগুলো। তবে আপনার ও কিন্তু ফটোগ্রাফিতে ক্রেয়েটিভিটি রয়েছে। যা দিয়ে আপনি আজ কফি হাউজের এতগুলো ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন।
দিদি এটা খুব সত্যি কথা ফটোগ্রাফি একটা আর্ট।এটা সবাই পারেনা।এটার পেছনেও শ্রম দিতে হয়।সত্যি ই দিদি ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি আপনাকে।
দিদিভাই, এ কথার সঙ্গে একদম শতভাগ সহমত পোষণ করছি। বেশ উপভোগ করলাম ছবিগুলো।
আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার বেশ ভালো লেগেছে সত্যি অনেক দক্ষতার সহিত ফটোগ্রাফি গুলো উঠিয়েছেন।নিউ টাউন কফি হাউজে ফটোগ্রাফি কালেকশন। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আপু।
জী দিদি আপনি ঠিক বলেছেন ফটোগ্রাফি একটি আর্ট যা সবার দ্বারা হয় না। একটি দৃশ্য বিভিন্ন এঙ্গেল থেকে ক্যাপচার করা যায়। যারা অরিজিনাল ফটোগ্রাফার তারা সাধারন একটি বিষয়কে অসাধারন করে তুলতে পারে। ধন্যবাদ দিদি।
ফটোগ্রাফি করা মোটেই কোনো সহজ কাজ নয়। আর এটা সবার দ্বারা সম্ভব নয়। ক্যামেরা নিয়ে শুধু ক্লিক করলেই ফটোগ্রাফার হওয়া যায় না। কারণ ফটোগ্রাফি একটি শিল্প। আর এটা শুধু ক্রিয়েটিভ মানুষেরাই করতে পারে। যাইহোক ফটোগ্রাফি গুলো খুব মনোযোগ সহকারে দেখছিলাম দিদি। প্রতিটি ফটোগ্রাফির মধ্যে ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। ফটোগ্রাফি গুলো সত্যিই অর্থবহ। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।