দোলযাত্রা উপলক্ষ্যে কেনাকাটা

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে দোলযাত্রা উপলক্ষ্যে কেনাকাটার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


WhatsApp Image 2024-03-16 at 23.57.23_9fdbf14e.jpg

লাস্ট দুদিন ধরে খুব ভালো ওয়েদার ।বিকেল বেলার পর থেকেই কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আজকেও আমরা বেরিয়েছিলাম । আজকে আমরা গিয়েছিলাম আমার বাপের বাড়ি মানে কলকাতার দিকে। যেখানে আমার জন্ম থেকে বড় হওয়া। তাই যখনই আমি এই কলকাতার দিকে আসি একটা আলাদা আনন্দ কাজ করে। এই আনন্দটা আমি মুখে বলে বোঝাতে পারবো না ।আর এই আনন্দটা সব মেয়েরাই হয়তো বোঝে, যে বাপের বাড়ি গেলে কতটা ভালো লাগে।

WhatsApp Image 2024-03-17 at 00.00.23_b1fae3c9.jpg


যাইহোক আজকে গিয়েছিলাম একটু মার্কেটিং করতে ।আমি এর আগে অনেকবার বলেছিলাম যে মেয়েদের পশপিং করতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার ও শপিং করতে ভীষণ ভালো লাগে ।মাঝে মাঝে ইচ্ছে হয় এটা ওটা কিনি ।অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিল যে শাড়ি কিনে নিয়ে আসি ।তাই আজকে শাড়ি কিনতে গিয়েছিলাম। যাই হোক শাড়ি কেনার গল্প আপনাদের সাথে কোনো এক পর্বে ভাগ করে নেবো।

WhatsApp Image 2024-03-17 at 00.00.23_e87780c5.jpg

আজকে আমরা গিয়েছিলাম হাতিবাগানের দিকে। গিয়ে দেখলাম যে আবিরের অনেক দোকান বসেছে। আর আমাদের কিছুদিন পরেই দোলযাত্রা। এই দোলযাত্রার আমাদের বাঙ্গালীদের কাছে খুব আনন্দের একটি উৎসব। আর এই বসন্তের উৎসবকে আমাদের বাঙালিরা প্রেমের উৎসব ও বলে। তাছাড়া বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়।

WhatsApp Image 2024-03-17 at 00.00.23_fa97c62a.jpg



বাঙালির মতে নিয়ম অনুযায়ী বিয়ের পরে মেয়েরা প্রথম বছরটা তাদের বাপের বাড়িতে দোল খেলে আর সেই জন্য কিছু কেনাকাটা করতে হয় ।যেমন আবির, শাড়ি এবং জামা কাপড় ।সেখান থেকেই আজকে বেরোনো।

WhatsApp Image 2024-03-17 at 00.00.23_a9c7fdfd.jpg

আজকে গিয়ে দেখলাম অনেক ধরনের পিচকিরি বেরিয়েছে। যেগুলো আমার খুব ভালো লেগেছে। এবং আমি কিছু রং কিনেছি, তার সাথে আবির কিনেছি ।তার মধ্যে কিছু পিচকিরি কিনেছি টিনটিনের জন্য ।কারণ বাচ্চা বয়সে এই জিনিসগুলো কিন্তু খুব মজার এবং ভালো ও লাগে।

WhatsApp Image 2024-03-17 at 00.00.23_0b7a619f.jpg

আর তাই আজকেও আমরা সেই দোল যাত্রার কিছু শপিং করে বাড়ি চলে এলাম ।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

আমাদের দিকেও ২/৩ দিন ধরে কমবেশি ঝড় বৃষ্টি হচ্ছে বৌদি। তাই ওয়েদারটা মোটামুটি ঠান্ডা। রোজার জন্য একেবারে পারফেক্ট একটা ওয়েদার। আমার মনে হয় সব মেয়েদেরই শপিং করতে খুব ভালো লাগে। আর মেয়েরা বাপের বাড়ির দিকে গেলে সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে। যাইহোক দোলযাত্রা উপলক্ষে বেশ ভালোই কেনাকাটা করেছেন বৌদি। ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে ক্যাপচার করেছেন। সব মিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম বৌদি। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

একদম ঠিক বলেছেন আপু বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে মেয়েদের ভেতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করে । আর ভিতরে অন্যরকম একটা অনুভূতি হয় সেটা সত্যি বলে বোঝানো যায় না । আপনি দোলযাত্রা উপলক্ষে আবির কিনেছেন সাথে পিচকিরিও কিনেছেন টিনটিনের জন্য শুনে খুবই ভালো লাগলো । আপনাদের এই আবীর খেলাটা আমার কাছে খুব ভালো লাগে । আর বিয়ের পরে মেয়েরা প্রথম আবিরের অনুষ্ঠান বাপের বাড়ি গিয়ে পালন করে তাহলে তো আপনার জন্য আরো বেশি আনন্দের । ভালো লাগলো আপু আপনার শপিং দেখে । আর শাড়ির শপিংও পরবর্তীতে দেখতে চাই ।

 2 months ago 

দোল যাত্রায় অংশ গ্রহনের জন্য আপনি তো দেখছি বেশ আনন্দিত। আসলে বিয়ের পরে বাপের বাড়িতে যাওয়ার জন্য এমনিতেই মন বেশ আনচান করে। তার উপর যদি কোন অনুষ্ঠান উপলক্ষ্যে যাওয়া যায় তাহলে তো কথাই নেই। আর দিদি আমিও কিন্তু শপিং করতে বেশ পছন্দ করি। বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

I hope you enjoyed your day friend all the photos very nice. Wish you and your family happy holi in advance.

 2 months ago 

এটা সত্যি কথা দিদি, আমিও বেশ উপলব্ধি করেছি এটা বিয়ের পর। কোন কারনে বা অনুষ্ঠান উপলক্ষ্যে যখন শশুড়বাড়ীতে যাওয়া হয় তখন সে খুবই উৎফুল্লা থাকে। আর তাই আমিও সুযোগ পেলে শশুড়বাড়ী যাওয়া মিস করি না, হি হি হি। বাঙালী মানেই তো দারুণ সংস্কৃতি, আশা করছি এবারের দোলযাত্রা দারুণভাবে উপভোগ করবেন। অনেক ধন্যবাদ

 2 months ago 

ঠিক বলেছেন বৌদি, বাপের বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা আর প্রতিটা মেয়ে এই ফিলিংসটা বুঝে যে মনে কতটা আনন্দ কাজ করে। বৌদি আপনি রং কিনেছেন আবির কিনেছেন এবং টিন টিন বাবুর জন্য কিছু পিচকিরি কিনেছেন জেনে অনেক ভালো এবং টিনটিন বাবু এগুলো পেয়ে নিশ্চয়ই অনেক খুশি হবে। আশা করছি এবারের দোলযাত্রা ভালোভাবে উপভোগ করবেন। অনেক ধন্যবাদ বৌদি দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

কয়েকদিন যাবৎ আমাদের দিকেও বাতাস বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা সত্যিই অনেক সুন্দর। আমাদের দেশে যে কোন উৎসবকেই প্রেমের উৎসব বানিয়ে ফেলে,হা হা হা। ধন্যবাদ আপু।

 2 months ago 

মেয়েদের দুইটা সবচাইতে খুশির কারণ এক হলো বাবার বাড়িতে যাওয়া আর দ্বিতীয়ত হলো শপিং করা। সেই দুইটা দেখছি একসঙ্গেই করেছেন দিদি হা হা। কদিন ধরে আমাদের দিকেও এই অবস্থা সন্ধ‍্যা হলেই ঝড় বৃষ্টি হচ্ছে। যদিও খারাপ লাগছে না। দোলযাএার জন্য রং আবির এবং টিনটিনের জন্য পিচকারি এখনই কিনে ফেলেছেন। বেশ ভালো করেছেন।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আমাদের এইদিকেও ওয়েদারটা এমনই,এই বৃষ্টি এই
মিষ্টি রোদ।আসলেই বাবার বাড়ির রাস্তায়ই অন্যরকম ভালো লাগা কাজ করে,আর যদি হয় শপিং তাহলে তো কোন কথায় নেই। রং দেখলেই মন ভালো হয়ে যায়।বাচ্চারা পিচকিরি অনেক পছন্দ করে।যাই হোক বেশ ভালো শপিং করেছেন।ধন্যবাদ

 2 months ago 

দিদি আর মাত্র কয়েক দিন ৷ তারপরই দোলযাত্রা শুরু ৷ রঙের খেলা হবে বাঙালি ঘরে ঘরে ৷ আপনি দোলযাত্র উপলক্ষে কেনাকাটা করেছেন দেখে অনেক ভালো লাগলো ৷ তবে মেয়েরা শপিং করতে আসলেই অনেক বেশিই পছন্দ করে ৷ আর বিয়ের পর বাবার বাড়ি যাওয়ার অনুভূতি আনন্দটা তো অন্যরকম ৷ যাই হোক , আপনার অনুভূতি এবং ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো দিদি ৷ ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

 2 months ago 

হ্যা দিদি এটা আমিও বিশ্বাস করি ৷ যে একটা মেয়ের বিয়ের পর তার বাপের বাড়ি যেতে যে কতটা ভালো লাগে ৷ সেটা শুধু একটা মেয়ের জানে ৷ যা হোক ভালো লাগলো দিদি হাতিবাগানে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছেন ৷ আর সামনে যেহেতু দোল উৎসব আরও দারুন একটা সময় কাটবে ৷
অগ্রিম দোলযাত্রা উৎসবের শুভেচ্ছা দিদি ৷

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67621.06
ETH 3787.11
USDT 1.00
SBD 3.50