এলোমেলো কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আগের সপ্তাহে বুধবার আমি দীঘা গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে। আর আমি এর আগে বলেছিলাম যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি ।শীতকালে প্রত্যেক বছরই আমাদের কোথাও না কোথাও যাওয়ার ট্যুর হয়ে থাকে । আগের দু'বছর যেখানে গিয়েছিলাম তখন আমরা ভাই বোনরা সবাই মিলে প্ল্যান করে গিয়েছিলাম ।কিন্তু এই বছর অলরেডি আমাদের একটা বড় ট্যুর রয়েছে ।তবুও দীঘা যাওয়ার প্ল্যানটা আমাদের বাড়ির সবথেকে ছোট ভাই এর। শুধুমাত্র ওর ইচ্ছাতেই আমরা সবাই মিলে দিঘাতে গিয়েছি এবং সেখানে তিনদিন থেকেছি ,খুব খুব আনন্দ করেছি। আমরা এর আগে ১১ বছর আগে দিঘাতে গিয়েছিলাম আবার ১১ বছর পর গেলাম। অনেক অনেক কিছু বদলে গেছে বলতে গেলে আমার কাছে পুরোটাই নতুন লাগছিল এই বার। যাই হোক এই বছর আমরা ওল্ড দিঘায় থেকে ছিলাম এবং যে হোটেলে দেখেছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে 'sea and sand' ।খুবই ভালো হোটেল তার সাথে খুব সাজানো গুছানো।সেখানে থেকে কিছু ফুলের ফটো তুলেছি তারই কিছু ছবি আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি । পরবর্তীতে এই তিনটে দিন আমরা কিভাবে কাটিয়েছি এবং কোথায় কোথায় ঘুরেছি সমস্ত কিছু আপনাদের সাথে পরে ভাগ করে নেব ।আশা করি আজকের ছবি গুলো সকলেরই খুব ভালো লাগবে ।



আলোকচিত্র: ১

WhatsApp Image 2022-12-20 at 11.20.23 PM.jpeg

গোলাপি জবা ফুল



আলোকচিত্র: ২

WhatsApp Image 2022-12-20 at 11.20.24 PM.jpeg

হলুদ গাঁদা


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2022-12-20 at 11.20.25 PM.jpeg

নয়নতারা ফুল


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2022-12-20 at 11.20.25 PM (1).jpeg

কমলা গাঁদা


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2022-12-20 at 11.20.26 PM (1).jpeg

ছোটো ঝাউ গাছ


আলোকচিত্র: ৬

WhatsApp Image 2022-12-20 at 11.20.26 PM.jpeg

পাতাবাহার গাছ


আলোকচিত্র: ৭

WhatsApp Image 2022-12-20 at 11.20.24 PM (1).jpeg

পিটুনিয়া ফুল


ডিভাইসVivo v5s
লোকেশনদীঘা ( sea and sand hotel)
ক্রেডিট@swagata21

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

Sort:  
 2 years ago 

আশা করি দিদি, ভালো আছেন? আজকে আপনার ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত হয়েছে।পিটুনিয়া ফুলের কালার এবং পাপড়ির গঠন নান্দনিকতা সত্যি অসাধারণ। আসলে ফুলের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। ফুল সৌন্দর্যের প্রতীক। এত দুর্দান্ত ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তর অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।

 2 years ago 

শীতকালে এইভাবে পরিবারের সবাই মিলে ঘোরাঘুরি করার মজাই আলাদা আপু। আপু যেখানে পরিবারের সবাই মিলে বড় ট্যুরের প্ল্যান করেছেন সেখানে কিন্তু আমাকেও নেবেন 😉। যাইহোক আপু দীঘা তে গিয়ে নিশ্চয় আপনারা খুব ইনজয় করেছেন। পিটুনিয়া ফুলটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপু। ফুলের কালার জাস্ট অসাধারণ। এবং গোলাপি রঙের জবা ফুল আমি এর আগে কখনো দেখিনি। কি মিষ্টি তার কালার 🥰🥰

 2 years ago 

দিদি আপনি পরিবারের সবার সাথে দীঘা গেলেন ঘুরতে জেনে খুব ভাল লাগলো।সত্যি কথা বলতে পরিবারের সবাই একসাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাই অন্য রকম। পরিবারের সবাই কে নিয়ে কোথাও গেলে আমার খুব ভাল লাগে।দিদি আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। পিটুনিয়া ও জবা ফুলের ফটোগ্রাফি বেশ লাগলো আমার। পিটুনিয়া ফুলের কালারটি অসাধারণ দিদি।আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে আমাদের দেখিয়ে দিলেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা রইলো দিদি আপনার জন্য। 🥰🥰

 2 years ago 

আপনি পরিবারের সবার সাথে দীঘা গেলেন ঘুরতে জেনে খুব ভাল লাগলো।আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে। ফুলের সৌন্দর্য অপরূপ। দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

সবাই মিলে দীঘাতে গিয়ে বেশ আনন্দই করেছেন। আর সেখানে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। গোলাপি রঙের জবা ফুলটি বেশ দারুন দেখাচ্ছে। বাড়ির সবার থেকে ছোট ভাইয়ের ইচ্ছেতে দীঘা গিয়েছেন। তার পাশাপাশি আরও বড় একটা ট্যুর হবে তা জেনেও খুব ভালো লাগলো। কারণ পরবর্তীতে আবারো ট্যুর নিয়ে সেই পোস্ট দেখতে পারবো।

 2 years ago 

দীর্ঘ ১১ বছর পরে আপনি এখানে গিয়েছেন সত্যি ভালো লাগার একটা বিষয় কাজ করে। আপনার শেয়ার করা ঝাউ গাছের ফটোগ্রাফি এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। এছাড়াও পাতাবাহার গাছের ফটোগ্রাফিটি দারুন ছিল।

 2 years ago 

এলোমেলো খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58363.73
ETH 2484.43
USDT 1.00
SBD 2.39