দুর্গা প্রতিমার ফটোগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে দুর্গা প্রতিমার ফটোগ্রাফি কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম । আশা করি সকলের ভালো লাগবে।
দুর্গাপূজো বাঙ্গালীদের কাছে শ্রেষ্ঠ উৎসব ।পুজোর সময় কলকাতাবাসী ঠাকুর দেখতে চায় না এটা কিন্তু হয় না ।রাস্তায় যতই ভিড় থাকুক ঠাকুর দেখতে সকলেই যায়।কলকাতার রাস্তায় নামলে তো মনে হয় যে সব লোক যেন বেরিয়ে গেছে। এটাই বাঙ্গালীদের কাছে আনন্দ আর এর নামই হলো উৎসব ।
সবথেকে বড় ব্যাপার কলকাতায় প্রত্যেকটি পুজো থিমের উপর নির্ভর করে হয় ।এই থিম দেখলে চোখ পুরো ছানাবড়া হয়ে যায় ।যে সকল শিল্পী প্রতিমা তৈরি করে এবং প্যান্ডেল তৈরি করে তাদের থিম ভাবনা গুলো ভাবলেই অবাক হয়ে যাই। এত সুন্দর চিন্তা ভাবনাকে ফুটিয়ে তোলে এটাই একটা আশ্চর্যের বিষয়। আর আরেকটা জিনিস সেটা হলো প্রতি বছর কিছু না কিছু নতুন ভাবনা চিন্তা থাকে । কোনো বছরের সাথে কোনো বছর মিলে যায় না।
প্রত্যেকটি থিমের সাথে নতুন কিছু মেসেজ আমাদের জন্য থাকে বা প্রত্যেকটি থিমের সাথে কোন শিল্প কাজকে তুলে ধরা হয় এটাই দেখার জন্য এত মানুষের ভিড় হয় আর এই ভিড়ের মধ্যেও এই সকল কাজ দেখলে মন ও সার্থক হয়ে যায়।
আজ দুর্গাপুজোর প্যান্ডেল গুলির মধ্যে কিছু প্রতিমা আমার খুব ভালো লেগেছিল ।যেগুলো আমার আগে কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তাই আজ সেগুলি আপনাদের কাছে তুলে ধরছি।
ডিভাইস | Vivo v21 |
---|---|
লোকেশন | (কলকাতা ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দুর্গা প্রতিমার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে দিদি। যারা প্রতিমা এবং প্যান্ডেল তৈরি করে, তারা সত্যিই বেশ ক্রিয়েটিভ। আর সেজন্যই প্রতি বছর নতুন নতুন জিনিস সবার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তাইতো তাদের ক্রিয়েটিভিটি দেখার জন্য এতো মানুষ ভিড় করে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। আপনার জন্য শুভকামনা রইল।
দিদি ভাই এবার দুর্গা পুজোর সময় দাদার সিরিজ পর্বে অনেক রকমের ও কারুকার্যের পুজোর প্যান্ডেল দেখার সৌভাগ্য হয়েছিল। এটা স্বীকার করতে হবে, প্রত্যেকটা প্যান্ডেল ছিল নজর করা ও চোখ ধাঁধানো। বিশেষ করে আলোকসজ্জার কাজ গুলো।
উৎসব মানেই আনন্দ।আর সেটা যদি দুর্গাপূজার হয় তাহলে তো কথাই নেই।বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা তাই ভিড় তো হবেই।আপনার তোলা প্রতিটি মায়ের ছবি অপূর্ব সুন্দর।দেখে মুগ্ধ হলাম, কাজগুলো অনেক নিখুঁত।ধন্যবাদ দিদি।