কলকা ডিজাইন ।।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আবারও একটি কলকার ডিজাইন পোস্ট করলাম। পুরোনো আভিজাত্য বজায় রেখে বাঙালি বিয়েতে কনের সাজে অনেকে কনে আজ ও সারা কপাল জুড়ে চন্দন এর নকশা করে। আজ তারই কিছু ডিজাইন করলাম।আশা করি সকলের ভাল লাগবে l।


WhatsApp Image 2022-06-12 at 11.36.56 PM.jpeg

WhatsApp Image 2022-06-12 at 11.36.59 PM (1).jpeg


উপকরণ



• কালো কাগজ
• সাদা পেন
• লাল টিপ

প্রথম ধাপ



• আমি কালো কাগজের উপর করলাম যাতে স্পষ্টভাবে ডিজাইন বোঝা যায়। প্রথমে কাগজের মাঝখানে একটি লাল রঙের টিপ বসিয়ে নিয়েছি।তারপর টিপের সাইড দিয়ে গোল গোল বিন্দি এঁকেছি।

WhatsApp Image 2022-06-12 at 11.39.14 PM.jpeg


দ্বিতীয় ধাপ


WhatsApp Image 2022-06-12 at 11.39.16 PM.jpeg


তৃতীয় ধাপ


WhatsApp Image 2022-06-12 at 11.44.58 PM.jpeg


চতুর্থ ধাপ


WhatsApp Image 2022-06-12 at 11.44.58 PM (1).jpeg


পঞ্চম ধাপ


• তারপর নিজের মত কিছু ডিজাইন দিলাম।

WhatsApp Image 2022-06-12 at 11.39.15 PM.jpeg


ষষ্ঠ ধাপ


WhatsApp Image 2022-06-12 at 11.36.59 PM.jpeg


সপ্তম ধাপ


WhatsApp Image 2022-06-12 at 11.36.56 PM.jpeg

WhatsApp Image 2022-06-12 at 11.36.59 PM (1).jpeg

ধন্যবাদ

Sort:  

আপু, পুরানো ঐতিহ্য মন্ডিত এই কলকা ডিজাইন দেখে অনেক ভাল লাগল। আপনার আকা ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে যা পুরনো ঐতিহ্য কি ফুটিয়ে তোলে। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।

 2 years ago 

দিদি আপনি খুবই সুন্দর কলকা ডিজাইন করেছেন I এই কলকা ডিজাইন বিয়ের সময় মেয়েদের কপালে করা হয় I খুবই সুন্দর লাগে দেখতে I আপনি আপনার সৃজনশীলতা দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন যা দেখে আমাদের খুব ভালো লাগলো I

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর একটি কলকা ডিজাইন করেছেন। কলকা ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে। দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনার ডিজাইনটি দেখে বোঝা যাচ্ছে যে আপনি এই কাজে অনেক পারদর্শী। আপনি অনেক ধৈর্য্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু।

 2 years ago 

কলকা ডিজাইন অনেক সুন্দর হয়েছে আপু ।আপনার এই সৃজশীলতাকে সত্যিই অনেক বিকাশ ঘটিয়েছেন ,অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্যে।

 2 years ago 

দিদি আপনার পূর্বের একটি পোস্টের মাধ্যমে জানতে পেরেছিলাম কলকা ডিজাইন এর বিষয়ে। বিয়েতে কনে সাজানোর সময় কপালে চন্দনের যে ডিজাইন পড়ানো হয় তার জন্য খুব চমৎকার করে একটি ডিজাইন শেয়ার করেছেন। আজকের কলকা ডিজাইনটিও আমার কাছে খুব ভালো লেগেছে। দিদি প্রত্যেকটা ধাপের খুব চমৎকার করে উপস্থাপন করেছেন। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার কলকা ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে। দেখতে কিছুটা আলপনা আলপনা ডিজাইন এর মতো লাগছে। আপনার হাতের কাজ অনেক ভালো তা দেখেই বোঝা যাচ্ছে।

আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দিদি আপনার কলকা ডিজাইন আর্ট দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। এধরনের কাজ করতে অনেক ধৈর্য্য সহকারে করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

বাহ আপনি খুব সুন্দর করে একটি কলকা ডিজাইন করেছেন। বেশ সুন্দর লাগছে আপনার হাতের কাজ সত্যিই প্রশংসনীয়। মনমুগ্ধকর একটা ডিজাইন ছিল। ভিতরে লাল রঙের টিপ দেওয়াতে বেশি ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে থাকে থাকে কলকা ডিজাইন টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপু।

 2 years ago 

দিদি মনি, আপনার কলকা ডিজাইন গুলো আমার ভিসন ভালো লাগে, আপনি খুব সুন্দর করে কলকা ডিজাইন আর্ট করতে পারেন, এর আগেও আপনার কলকা ডিজাইন দেখেছি মনে হয়, আপনার ডিজাইন গুলো অসম্ভব সুন্দর হয় দিদি মনি, আপনার আর্ট করা আরও সুন্দর সুন্দর কলকা ডিজাইনের অপেক্ষায় রইলাম, শুভকামনা রইলো আপনার জন্য দিদি মনি।

 2 years ago 

বিয়ে করে এখন আফসোস লাগছে। একেবারেই সাদামাটাভাবে করা হয়েগেছে। এভাবে সাজিয়ে নিয়ে আসলে কতইনা ভাল লাগতো। আর সাজানোর জন্য অবশ্যই দিদিকে উড়িয়ে নিয়ে আসা যেত। 🙂 🌺

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66822.94
ETH 3490.23
USDT 1.00
SBD 2.90