কলেজের সরস্বতী পুজো ও ঘোরাঘুরি//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে কলেজে সরস্বতী পুজো এবং অন্যান্য জায়গার পুজো মণ্ডপ গুলি আমরা আপনাদের সাথে ভাগ করে নেবো।


WhatsApp Image 2022-02-08 at 8.45.14 PM.jpeg

সরস্বতী পুজোর দিন পুজো শেষ হলে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম।এমনিতেই ঠাকুরমশাই আসতে অনেক দেরি করে ছিল বলে পুজো অনেকটা দেরিতে শেষ হয়েছিল। যাইহোক রেডি হয়ে বেরোতে বেরোতে আড়াইটা বেজে গেছিল। প্রথমেই মেট্রো করে আমাদের কলেজ গেলাম।কলেজ বলতে প্রথমেই আমি জয়পুরিয়া কলেজে গেলাম। যেখান থেকে আমি গ্র্যাজুয়েট হয়েছি।প্রত্যেক বছরই আমি এই কলেজে আসি।খুব সুন্দর করে এখানে পুজো করা হয়।এখানে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হলো এখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রী সবাই খুব বন্ধুর মতো ব্যবহার করে । দেখলে মনে হয় এই দিনটার জন্য সবকিছু ছাড়।


WhatsApp Image 2022-02-08 at 9.20.42 PM (2).jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.19.58 PM (2).jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.20.42 PM.jpeg

জয়পুরিয়া কলেজ থেকে বেরিয়ে গেলাম মনীন্দ্র কলেজে।ওখানে সকাল ও দুপুরের ব্যাচে দুটো পুজো করা হয়। ওখানে এত নাচ গান হচ্ছিল আমি কলেজে গিয়েও ঠাকুরের ফটো তুলতে পারিনি। তারপর ওখান থেকে বেরিয়ে হাতিবাগানের কাছাকাছি কয়েকটা ঠাকুর দেখলাম।


WhatsApp Image 2022-02-08 at 9.33.22 PM.jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.21.22 PM.jpeg


করোনা পরিস্থিতির জন্য সরস্বতী পুজোর প্যান্ডেল আগের মতো না হলেও কিছু কিছু জায়গায় ছোটোর মধ্যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করা হয়েছে,দেখেও চোখ জুড়িয়ে যাচ্ছে। এরপর আরো কয়েকটা পুজো প্যান্ডেল দেখলাম।রাস্তার উপরেই একটা পুজো প্যান্ডেল দেখলাম সত্যিই এত সুন্দর লাগলো।কি সুন্দর ভাবে রাস্তার দু'ধারে দেওয়ালে আঁকা হয়েছে।আঁকা গুলো খুব সুন্দর,তার সাথে ঠাকুর ও।


WhatsApp Image 2022-02-08 at 9.23.23 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.23.23 PM (2).jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.32.54 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.32.54 PM.jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.32.54 PM (2).jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.23.22 PM.jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.23.22 PM (1).jpeg


এর পর কিছুটা এগিয়েই ফুটপাতের ওপর প্যান্ডেল করা হয়েছে নিজের হাতে ক্যানভাসের উপর আঁকা। এক কথায় দারুন লেগেছে। সবথেকে আকর্ষনীয় যেটা সেটা হল ছোটো ছোটো কাপড়ের টুকরো দিয়ে প্যান্ডেলটি করা হয়েছে। তার সাথে মাটির থালার উপর আঁকা ছবি। এছাড়াও শোলার গ্লাসের মধ্যে আঁকা। ফুটপাতের উপর এত সুন্দর প্যান্ডেল আমার দেখা এই প্রথম।



WhatsApp Image 2022-02-08 at 9.19.53 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.19.54 PM.jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.19.53 PM (2).jpeg

WhatsApp Image 2022-02-08 at 10.13.29 PM.jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.19.55 PM (2).jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.19.55 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.19.54 PM (2).jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.19.56 PM.jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.19.59 PM.jpeg




হাতিবাগানের রাস্তার ওপরই অনেক বড় ঠাকুর দেখলাম।আর কাছাকাছি যা ঠাকুর ছিলো দেখে নিলাম।


WhatsApp Image 2022-02-08 at 9.19.58 PM.jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.19.57 PM (2).jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.19.56 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-08 at 10.03.44 PM.jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.19.57 PM.jpeg

WhatsApp Image 2022-02-08 at 9.47.38 PM.jpeg




যেহেতু আমি অনেকটাই দেরি করে বেরিয়ে ছিলাম। তাই বেশিক্ষণ বাইরে থাকিনি। সন্ধ্যে হতেই আমার খুব ঠাণ্ডা লাগছিল। আর তারমধ্যে খিদেও পেয়ে গেছিল। আর আমি সেদিনই ভেজ রেস্টুরেন্ট কোথাও খুঁজে পাচ্ছিলাম না।যাইহোক যাও একটা রেস্টুরেন্টে পেলাম সেখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল না। সেখানে যাবো না বলেই কতগুলো জায়গা খুজলাম, তাও পেলাম না।বাধ্য হয়ে সেই রেস্টুরেন্টে যেতে হলো।ওখানে গিয়ে মিক্স ফ্রাইড রাইস আর পনির বাটার মশালা অর্ডার করলাম, কিন্তু হ্যাঁ রেস্টুরেন্টে পিয়াজ রসুন একেবারেই ঢোকেনা। অর্ডার করার কিছুক্ষণ পরেই খাবার চলে এল। খাবারের টেস্ট একদম মোটামুটি ছিল।


WhatsApp Image 2022-02-08 at 9.49.36 PM.jpeg

খেয়ে বাড়ি চলে এলাম।আমাদের বাড়ির সামনেই বিশাল বড়ো করে পুজো হয়।অনেক বড়ো অনুষ্ঠান হয়।সেখানেও পুজো দেখলাম।আজ সেই পুজোর কথা বললাম না।সেই পুজোর ছবি পরবর্তীতে আপনাদের সাথে ভাগ করে নেবো।




ধন্যবাদ



Sort:  
 2 years ago 

মা সরস্বতী কে প্রথমে প্রণাম।খুবই সুন্দর সব ঠাকুর গুলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 

শাড়িতে আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে আপু,অনেক আনন্দঘন মুহূর্ত কাটালেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দরভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য।

 2 years ago 

দিদি আপনি কলেজের সরস্বতী পুজোতে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কলেজে সরস্বতী পুজোতে ভালো সময় কাটিয়েছেন দিদি । আপনাকে শাড়িতে সুন্দর দেখাচ্ছে দিদি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার কাটানো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে নেওয়ার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য।

 2 years ago 

শুরুতেই মা সরস্বতী এর চরণে প্রণাম জানাই 🙏

দিদি এত এত সুন্দর সব এক একটা প্যান্ডেল। কোনটা রেখে কোনটা দেখবো গো! চোখ ধাঁধিয়ে যাচ্ছে একদম। কি অপূর্ব ভাবে সাজিয়েছে। চোখ ধন্য হয়ে গেল যেন ।

আর হ্যা তোমাকে শাড়িতে কি মিষ্টি লাগছে গো দিদি ❤️🥰। আমার তো মনে হয় যে যে দেখেছে সবার রাতের ঘুম হারাম করে দিয়েছো 🤗🥰।

 2 years ago 

আমিও এইভাবে কোনোদিন সরস্বতী পুজোর প্যান্ডেল দেখিনি। আমিও যখন প্যান্ডেল গুলো দেখছিলাম খুবই ভালো লেগেছে আমার ও।

আর হ্যা তোমাকে শাড়িতে কি মিষ্টি লাগছে গো দিদি ❤️🥰। আমার তো মনে হয় যে যে দেখেছে সবার রাতের ঘুম হারাম করে দিয়েছো 🤗🥰।

হাহাহাহা ভালো বলেছো ❤️❤️❤️.. ভালোবাসা নিও

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 54852.52
ETH 2440.67
USDT 1.00
SBD 2.18