পহেলা বৈশাখে কাটানো কিছুটা সময়//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আপনাদের সাথে পহেলা বৈশাখে কাটানো কিছু মুহূর্তের কথা ভাগ করে নিলাম।


পহেলা বৈশাখ দিনটি বাঙালির কাছে ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন।বাংলা সনের প্রথম দিন হল পহেলা বৈশাখ অথবা বাংলা নববর্ষ। বাংলাদেশ এবং ভারতের কিছু অঞ্চলে এই দিনটি পালিত হয়ে থাকে। এজন্য অনেকেই এই দিনটিকে সার্বজনীন লোক উৎসব বলে থাকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হিসেবে বাঙালি জাতি এ দিনটি পালন করে থাকে। অতীতের সকল দুঃখ কষ্ট এবং বেদনার গ্লানি ভুলে নতুন বর্ষ বরণ করে নেয়।এই দিনটি আমাদের বাঙ্গালীদের মধ্যে অনেকেই অনেক রকম ভাবে পালন করে থাকে । পহেলা বৈশাখ এই দিনটি ছোটবেলা থেকে আমার খুবই ভালো লাগে এই পহেলা বৈশাখ উপলক্ষে নতুন বছরের সূচনা হয় সেখান থেকেই মানুষ নতুনভাবে তাদের জীবনটাকে শুরু করে বা চিন্তা-ভাবনা করে ।এই পহেলা বৈশাখ উপলক্ষে চৈত্র সেল শুরু হয় সেখান থেকে মানুষের কেনাকাটার ধুম পড়ে যায়। সত্যিকথা বলতে দুবছর সেভাবেই মানুষ কেনাকাটা করেনি কিন্তু এই বছর এক অন্যরূপ দেখতে পাওয়া গেছে ব্যবসায়ীদের মনে অনেকটা আনন্দ ফুটে উঠেছে।

এই বছর পয়লা বৈশাখটা আমার কাছে একটু অন্যরকম ভাবে কেটেছে ।প্রত্যেক বছরই মায়ের সাথে বিকেল হলে বের হই। কিন্তু এই বছর আমার বোন পড়াশোনার জন্য হোস্টেলে থাকায় পহেলা বৈশাখ উপলক্ষে কিছুদিনের জন্য বাড়িতে এসেছিল ।তাই ওকে নিয়ে বেরোতে হয়েছে। ওই দিনটি দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করে ভাবলাম যেহেতু বোন এসেছে তাই কি করা যায় তো সিনেমা দেখতে গিয়েছিলাম ।হঠাৎ করেই টিকিট কাটা হয়েছিল ।আমরা হচ্ছি হুজুগে বাঙালি ।ভাবনার সাথে সাথে কাজ করে ফেলি। সিনেমার সময় চারটে পঞ্চাশ সেখানে আমরা পৌঁছেছি সাড়ে পাঁচটায় অনেকটাই দেরি হয়ে গেছিল ঢুকতে। যতই ঢুকতে দেরি হোক এত সুন্দর সিনেমা দেখে মন ভরে গিয়েছিল। এত সুন্দর সিনেমা হয়েছে সত্যিই না দেখলে বুঝতেই পারতাম না। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে ।ইচ্ছে করছিল আর একবার যদি দেখতে পারতাম।

WhatsApp Image 2022-04-18 at 11.41.44 PM.jpeg

WhatsApp Image 2022-04-18 at 11.41.44 PM (2).jpeg

WhatsApp Image 2022-04-18 at 11.40.15 PM.jpeg

WhatsApp Image 2022-04-18 at 11.40.17 PM (2).jpeg


যাইহোক সিনেমা দেখে ভাবলাম কোথাও গিয়ে খাওয়া-দাওয়া করবো। আর এই পয়লা বৈশাখের জন্য যে কোনো রেস্টুরেন্টেই প্রচুর ভিড় থাকে ।কোথাও গিয়ে নাম লেখালে সেখানে মিনিমাম দুই ঘণ্টা অপেক্ষা করতেই হয় ।তো আমি ভাবলাম যেহেতু আমি উত্তর কলকাতার দিকে থাকি তাই ভাবলাম ওখানে যাব না। কারণ দু'বছর আগে ওখানে গিয়ে আমি ভীষণভাবে ভুক্তভোগী। তাই ভাবলাম একটু ব্যাক সাইডে কোথাও যাওয়ার ।এইভেবে একটি রেস্টুরেন্টে গেলাম। কিছুক্ষণ পর বলতে গেলে এক ঘন্টা পর বুঝতে পারলাম ওটা একটা বিশাল বড় ভুল। একঘন্টা পর বুঝতে পারলাম যে আরো দু ঘন্টা দাঁড়ালে হয়তো সিট পেতে পারি। তাই বাধ্য হয়ে আবার উত্তর কলকাতার দিকে যেতে হল সেখানে গিয়ে এক ঘণ্টা লাইন দিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম ।

WhatsApp Image 2022-04-18 at 11.40.16 PM (3).jpeg

WhatsApp Image 2022-04-18 at 11.40.16 PM (1).jpeg

WhatsApp Image 2022-04-18 at 11.44.39 PM (1).jpeg

WhatsApp Image 2022-04-18 at 11.44.39 PM.jpeg

WhatsApp Image 2022-04-18 at 11.44.39 PM (2).jpeg

আর সেখানে এতটাই খাওয়া-দাওয়ার টেস্ট ভালো ছিল। এতক্ষণ অপেক্ষা করার পরও আর কিছু মনে হয়নি। কিন্তু হ্যাঁ রাত্রে অনেকটাই বাড়ি ফিরতে দেরি হয়ে গেছিল। সবমিলিয়ে পয়লা বৈশাখের দিনটি খুব খুব ভালো কেটেছিল।


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

শুরুতেই আপনাকে জানাই পহেলা বৈশাখ শুভেচ্ছা, শুভ নববর্ষ দিদি, আপনি অনেক সুন্দর একটি মূহুর্ত অতিবাহিত করেছেন দিদি, আপনার পোস্টি পরে অনেক ভালো লাগলো, আমি চাই আপনার প্রতিটি দিন এভাবেই কাটুক এই কামনায় করি, শুভকামনা রইলো আপনার জন্য দিদি।

 2 years ago 

পহেলা বৈশাখ খুবই আনন্দের সাথে পালন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে পহেলা বৈশাখ উদযাপন করেছেন। খাওয়া-দাওয়া এবং সিনেমা দেখার মুহূর্তগুলো অনেক আনন্দের ছিল, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রথমেই আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই শুভ নববর্ষ আপু 🖤।

আসলেই এই দিনটি আমাদের বাঙ্গালীদের কাছে অন্যরকম একটি দিন। যদিও এবার মেলায় ঘোরাঘুরি সুযোগ হয়নি, কিন্তু আপনার অনুভূতি জেনে বেশ ভালো লাগলো আমার। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

পহেলা বৈশাখ মানে সবার মধ্যে এক নতুনত্ব বিরাজ করা ।আপনি পহেলা বৈশাখে গিয়ে অনেক আনন্দ করেছেন আপনার পোস্টটি দেখে তা বোঝা যাচ্ছে ।যদিও আমি এখনো এইবার পহেলা বৈশাখে যায়নি কিন্তু আপনার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো ।অনেক দূর এগিয়ে যান দোয়া করি

 2 years ago 

একদম ঠিক বলেছেন গত দুইটা বছর কখন মহামারীর কারণে আমাদের প্রত্যেকের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গিয়েছিলো। এবছর কোভিড এর প্রকোপ একটু কম থাকায় সবখানেই কেনাকাটা ঘোরাঘুরি একটু বেশি হয়েছে। আপনিও তার ব্যতিক্রম না দেখেই বুঝতে পারছি পহেলা বৈশাখের বিকেলবেলায় বেশ ঘোরাঘুরি আনন্দ এবং খাওয়া দাওয়া করেছেন। আপনার আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পহেলা বৈশাখ উপলক্ষে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। সিনেমা দেখা, খাওয়া-দাওয়া, গল্পগুজব সব মিলিয়ে দুরন্ত সময় পার করেছে। বলতে গেলে মনের মতন করে পয়লা বৈশাখ উদযাপন করেছেন। আনন্দের মুহূর্তগুলো আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

পহেলা বৈশাখের দিন সিনেমা দেখাও নি সেটা শুনে খুবই ভালো লাগলো। দুই বোন মিলে সিনেমা দেখার আনন্দই আলাদা। সিনেমা দেখার পর আবার খাওয়া-দাওয়া। নিশ্চয়ই অনেক বেশি উপভোগ করেছেন। আপনার পুরো পোস্ট পড়ে অনেক ভালো লাগলো ‌‌। আমাদের মাঝে মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পহেলা বৈশাখে খুব সুন্দর মুহূর্ত পার করেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো। এরকম মুহূর্ত উপভোগ করতে সবাই ভালোবাসে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ বৈশাখের প্রথম দিনে একসাথে সিনেমা দেখা এবং খাওয়া-দাওয়া দুটোই বেশ জমিয়ে করেছেন। আপনাদের দুজনকে একসাথে দেখতে আমার আবার খুব মিষ্টি লাগে।

 2 years ago 

আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা দিদি। আপনি পহেলা বৈশাখ খুবই আনন্দের সাথে পালন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে পহেলা বৈশাখ উদযাপন করেছেন। খাওয়া-দাওয়া এবং সিনেমা দেখার মুহূর্তগুলো অনেক আনন্দের ছিল, শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60872.67
ETH 2913.85
USDT 1.00
SBD 2.32