মেলায় ঘোরাঘুরি।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে মেলায় কাটানো কিছু মুহূর্ত ভাগ করে নিলাম।


আমার মেলায় যেতে বরাবরই খুবই ভালো লাগে ।সেটা যে কোনো ধরনের মেলাই হোক না কেন। বেশ কিছুদিন ধরেই আমার বাড়ির সামনে খুব জমজমাট করে মেলা হচ্ছিল ।খুব কম জায়গার মধ্যে খুব সুন্দর একটি মেলা বসেছে ।যেহেতু বাড়ির খুব কাছে তাই আজকে একবার ঘুরে আসলাম ।যাতায়াতের পথে প্রায় মেলাটা চোখে পড়ছিল কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না । আর এই মেলাটি জন্মাষ্টমী উপলক্ষে সাত দিনের জন্য বসেছে। রাস্তাঘাটে যাতায়াতের পথে বারবারই দেখতে পাচ্ছিলাম তাই আজকে খুব কম সময়ের জন্য একবার মেলায় গিয়েছিলাম।

WhatsApp Image 2022-08-13 at 3.41.55 PM (1).jpeg



এই প্রথম আজকে মেলায় ঢুকে ভাবলাম সব রকম খাবারই টেস্ট করবো,মেলায় গিয়ে আমি খুব একটা খাই না কিন্তু আজকে হঠাৎ করে খেতে ইচ্ছা করছিল। প্রত্যেকটা স্টল থেকে আমি খাবার খেয়েছি । প্রথমেই মেলায় ঢুকেই একটু ঘোরাফেরার পর ফুচকা খেয়েছি । তারপর রোল খেয়েছি, যেটা আমি একেবারেই খাই না আর সত্যি কথা বলতে খাবারটা একটুও ভালো ছিল না। তাই কিছুটা খেয়ে আমাকে ফেলে দিতে হয়েছিল। এরপর একটু এগিয়ে ঘুগনির দোকান দেখতে পেলাম। এটাও আমি খাই না কিন্তু কালকে কেন জানি না সবকিছুই খেতে ইচ্ছা করছিল। তো সেই দোকানে গিয়ে দেখলাম খুবই ভিড় ,তাই ভাবলাম হয়তো খেতে ভালোই হবে তাই জন্য এত ভিড়, ঘুগনি নেওয়ার সাথে সাথে বুঝলাম একটুও টেস্ট নেই। শুধু উপর দিয়ে একটু সাজিয়ে দিয়েছে বলে দেখতেই ভালো লাগছে। তাই জন্য খেয়ে নিলাম খাবার শেষে এতটাই ঝাল লেগে গেল যে জল খেয়েও হল না।


WhatsApp Image 2022-08-13 at 3.41.52 PM.jpeg

WhatsApp Image 2022-08-13 at 3.41.51 PM (2).jpeg

WhatsApp Image 2022-08-13 at 3.41.51 PM.jpeg


আবার পাশের দোকানে গিয়ে গজা ,জিলিপি স্টলে গিয়ে সেখান থেকে জিলিপি খেলাম। জিলিপি খাওয়ার সাথে সাথে ঝাল লাগাটা একটু কমলো ।এরপরই একটি কানের দুলের দোকানে ঢুকলাম ,এর আগে কখনো মেলা থেকে কানের দুল কিনিনি কিন্তু আজকে বেশ ভালো লাগলো বলে দুটো কানের দুল কিনে নিলাম । এরপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম মেলায় ঘুরতে ঘুরতে কয়েকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তাদের সাথে কথা বললাম। সব মিলিয়ে বেশ ভালোই লাগলো মেলায় ঘুরতে । আর কালকের মেলায় ঘুরে কোনো কিছু না ভেবে কেনাকাটি করে খাওয়া-দাওয়া করে সব মিলিয়ে খুব সুন্দর ভাবে মেলায় আনন্দ উপভোগ করলাম ।


WhatsApp Image 2022-08-13 at 3.41.48 PM.jpeg

WhatsApp Image 2022-08-13 at 3.41.55 PM.jpeg

WhatsApp Image 2022-08-13 at 3.41.48 PM (1).jpeg

WhatsApp Image 2022-08-13 at 3.41.50 PM.jpeg


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

দিদি নমস্কার
দিদি মিলন মেলায় গিয়ে আপনি খুব চমৎকার খাবারে ছবি তুলেছেন ৷বিশেষ করে ফুসকার হাতে নেওয়া ছবিটা সত্যি অসাধারণ ছিল ৷এছাড়া তুলশির মালার দোকান বেশ চমৎকার ৷
আর শুনে খুব ভাল লাগলো যে জম্নষ্টমী উপলক্ষে সাত দিন আগে মেলাটা বসে শুনে খুব ভাল লাগলো

2CwnDyeL7SRXDBVj6NtmCD5H6MtSGL67PPVU3VFHdaaQVzspwNagd33qJXHZtkKCcQVsBeHHpFqxaUJzr7R4XU97XhMwwSJgmMNYQTkfVo7SmPWyA4YsVNnvEuaUbJDFNe1uveTDcv5gfdq51Jb6dQUsZAAexYCgYptUZveNdavxpTBxBj63p.jpeg

 2 years ago 

কলকাতায় যে কোথায় ভালো ফুচকা পাওয়া যায়, আজও বুঝলাম না দিদি। তোমার হাতের টা দেখে লোভ তো লাগছে, কিন্তু কেমন যে খেতে, নাহ খেলে বুঝি কিভাবে, 🤭

 2 years ago 

কোথায় ভালো ফুচকা পাওয়া যায় (কঠিন প্রশ্ন 🤭)।
পুরো মেলায় সব খাবারের স্টলের তুলনায় হাতেরটা ভালো ছিল।
তুমি একবার স্কটিশ কলেজের সামনে ফুচকা ট্রাই করতে পারো ভালো লাগবে।

 2 years ago 

দিদি আপনার হাতে এক প্লেট ফুচকা দেখে লোভ লাগছে। অনেকদিন হলো ফুচকা খাওয়া হয়না। মেলায় কম দামে ভালোই কসমেটিকস পাওয়া যায় দিদি। এই প্রথম কিছু কিনলেন মেলা থেকে জেনে ভালো লাগলো।

 2 years ago 

দিদি এইটা সত্য কথা যে, এখনকার মেলায় আর আগের দিনের মতো ফিল খুঁজে পাই না । তবে মেলা যে কারণেই হোক না কেন । মেলায় ঘোরার মাঝে আলাদা একটা অনুভূতি কাজ করে । জন্মাষ্টমী উপলক্ষে মেলায় যে বেশ ভালই মজা করেছেন তা কিন্তু আপনার পোষ্টের খাবারের ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে । বেশ লোভনীয় ছিল ।

শুভেচ্ছা রইল ছোট দিদি ।

 2 years ago (edited)

বাহ্ বেশ জমজমাট মেলা হচ্ছে দেখি। আপনার ফুচকা খাওয়া দেখে আমার খুব আফসোস হলো দিদি, এইবার ভেবেছি ইন্ডিয়া গিয়ে ফুচকা খাব, কিন্তু তারাহুরো করতে গিয়ে মিস হয়ে গেছে। আপনি যে মোটামুটি সব সব ধরনের খাবার দোকান থেকে খেয়েছেন এই ব্যাপারটা দারুন লাগলো দিদি।

 2 years ago 

আপু মেলায় ভ্রমণ করার মজাই আলাদা। আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে আপনি জন্মাষ্টমী উপলক্ষে মেলায় ভ্রমন করে দারুন আনন্দ করেছেন এবং মেলা ভ্রমণের সময়টুকু অনেক আনন্দের সাথে উপভোগ করেছেন। পাশাপাশি মেলায় বেশ ভালো ভালো খাবারের ছবিগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু মেলার দৃশ্যগুলো আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। মেলা আপনার বাড়ির পাশে বসে তা জেনে খুবই ভালো লাগলো। মেলা ছোট জায়গায় হলে ৭ দিন থাকে ঐ মেলা। ব্যস্ততার কারণে আপনি খুব একটা বেশিক্ষণ মেলাই ঘোরাঘুরি করতে পারেননি।

 2 years ago 

একা একা মেলায় ঘুরে ফুসকা খেয়েছো। আবার ছবি দিয়েছো আমাকে লোভ দেখানোর জন্য।

 2 years ago 

তুমি তো ফুচকা খাও না 😒😒

 2 years ago 

মেলা ঘুরার আনন্দই আলাদা। ভীষণ ভালো লাগে। মুহূর্তগুলো কাটাতে। মেলায় আপনি এই সুযোগে বেশ কিছু সুন্দর ছবি তুলেছেন তা দেখার সুযোগও ঘটলো আমাদের।

 2 years ago 

বাড়ির কাছে মেলা হলে ঘুরতে খুবই ভালো লাগে। এই আনন্দটুকু মিস করা যায় না। মিলন মেলায় গিয়ে ফুচকাও খেয়েছেন দেখলাম খুব ভালো লাগলো দিদি।। চমৎকার কতগুলো ফটোগ্রাফ শেয়ার করেছেন যেগুলো দেখে অনেক অনেক সুন্দর ছিল। ধন্যবাদ দিদি ভালো থাকবেন সব সময় এই কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63457.41
ETH 3119.12
USDT 1.00
SBD 3.94