সুরের জগতে নক্ষত্রপতন এর উদ্দেশ্যে সংগীতের ম্যান্ডেলা আর্ট।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,



আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ আমি প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা যুগের অবসান তার সাথে সুরেলা জগতের কিছু স্মৃতি এবং আমার আঁকা একটি সংগীতের ম্যান্ডেলা আর্ট আপনাদের সাথে ভাগ করে নিলাম।


আমি সত্যিই বুঝতে পারছি না কিভাবে শুরু করবো, আর শেষ করবো !আজ যা বলবো তার সত্যিই কোনো শেষ নেই।


সুরের জগতের নক্ষত্র পতন। সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।''যেতে নাহি দিব কিন্তু তবু''। সরস্বতী পুজো না মিটতেই শোকোস্তব্ধ হয়ে গেল গোটা দেশ। চলে গেলেন সরস্বতীর বর কন্যা লতা মঙ্গেশকর। সঙ্গীত জগত হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে।


আজ সকাল ৮টা ১২ মিনিটে সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের জীবনাবসান ঘটে।তিনি হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান গেয়েছেন। তার গাওয়া মোট গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি। ভারতে ৩৬টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষাতেও তিনি গান গেয়েছিলেন।১৮৮৯ সালে ভারত সরকার তাকে "দাদাসাহেব ফালকে" পুরস্কারে ভূষিত করেন।পরবর্তীকালে তার অবদানের জন্য ১৯৯৯ সালে 'পদ্মভূষণ' ও ২০০১সালে ভারতের সর্বোচ্চ সম্মান 'ভারতরত্ন' উপাধিতে ভূষিত করা হয় তাঁকে।


ছোটবেলা থেকেই পুরনো দিনের গান গুলো শুনেই বড় হয়েছি।যেখানে লতা মঙ্গেশকর,আশা ভোঁসলে, থেকে শুরু করে কিশোর কুমার সকল শিল্পীর গান শুনতাম।নতুন গানের ভিড়েও সেই গান গুলোর প্রতি একটা আলাদাই ভালোবাসা কাজ করতো এবং এখনও করে। তার যে সুর তা আজও কানে বাজে।আজও যতই শুনি না কেন গান গুলো যেন প্রত্যেক মুহূর্তে জীবন্ত।

আজ আমি আপনাদের সঙ্গে সংগীতের একটি ম্যান্ডেলার আর্ট ভাগ করে নিচ্ছি।


WhatsApp Image 2022-02-07 at 12.02.25 AM.jpeg




অংকন পদ্ধতি:


উপকরণ


• একটি সাদা কাগজ
• একটা পেন্সিল
• রবার
• কালো রঙের জেল পেন
• নীল জেল পেন
• একটা স্কেচ পেন



প্রথম ধাপ


• প্রথমে একটি সাদা খাতা, পেন্সিল,রবার,একটা নীল ও কালো জেল পেন নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-02-06 at 11.31.07 PM.jpeg


দ্বিতীয় ধাপ



• এরপর একটা মিউজিকের সাইন একে নিলাম।

WhatsApp Image 2022-02-06 at 11.26.58 PM.jpeg


তৃতীয় ধাপ



•এবার কম্পাস দিয়ে একটা গোল এঁকে নিলাম।

WhatsApp Image 2022-02-06 at 11.26.58 PM (1).jpeg


চতুর্থ ধাপ



•আরও একটা গোল করে নিলাম।

WhatsApp Image 2022-02-06 at 11.26.58 PM (2).jpeg


পঞ্চম ধাপ



•এই ভাবে আরো কয়েকটা গোল করে নিলাম।

WhatsApp Image 2022-02-06 at 11.26.59 PM.jpeg


ষষ্ঠ ধাপ


•সংগীতের সাইন এর পাশ দিয়ে দাগ কেটে নিলাম।

WhatsApp Image 2022-02-06 at 11.27.00 PM (2).jpeg


সপ্তম ধাপ


• এইভাবে পেন্সিল দিয়ে পুরোটা কমপ্লিট করলাম।

WhatsApp Image 2022-02-06 at 11.27.00 PM (1).jpeg


অষ্টম ধাপ



•এরপর নীল রঙের পেন দিয়ে সংগীতের সাইনটা ডিপ করলাম ।

WhatsApp Image 2022-02-06 at 11.27.00 PM.jpeg

WhatsApp Image 2022-02-06 at 11.26.59 PM (2).jpeg



নবম ধাপ


•যেগুলো নীল রং করতে হবে সেগুলো নীল করে দিলাম।



WhatsApp Image 2022-02-06 at 11.27.01 PM.jpeg


দশম ধাপ


•এবার কালো পেন দিয়ে ডিপ করে নিলাম। তার সাথে সাইড দিয়ে ম্যান্ডেলার ডিজাইন দিলাম।

WhatsApp Image 2022-02-06 at 11.27.01 PM (3).jpeg



একাদশ ধাপ


•এইভাবে পুরো ম্যান্ডেলা আর্টটি কমপ্লিট করে নিলাম।

WhatsApp Image 2022-02-06 at 11.28.27 PM.jpeg


স্কুল জীবনে যখন প্রথম 'বন্দেমাতরম' গাইলাম সকলের সাথে ১৫ই আগস্ট এর প্রোগ্রামে।সেদিন চোখ বুজে চড়া গলায় গাইবার সময় গায়ে যে কাটা দিয়েছিল তা আজও টাটকা। গান শুনতে আমি খুবই ভালোবাসি কিন্তু গানের জগতের সাথে সরাসরি যুক্ত না থাকলেও আমার জগৎ গানে পরিবেষ্টিত অনেক অংশে।ঘন্টার পর ঘন্টা তাঁর গান শুনে যেতে পারি আজও।





বসন্ত পঞ্চমীর অন্তিম লগ্নে আজ সুর সম্রাজ্ঞী চলে যাওয়ায় মনের মধ্যে চলছে বিদায়ী বাঁশির মূর্ত বেদনা।তিনি অবিনশ্বর।



WhatsApp Image 2022-02-06 at 11.26.57 PM (1).jpeg



আজও যখন রাস্তায় বেরিয়ে ছিলাম।তখন দেখলাম উনার স্মৃতির উদ্দেশ্যে দেবী সরস্বতীর সামনে ওনাকে সম্মান জানানো হচ্ছে।

তুমি রবে নীরবে



ধন্যবাদ

Sort:  
 3 years ago (edited)

মানুষের মৃত্যু যে কখন হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। তার গানের সংগীতে আমাদের শ্রোতাদের মনে সারা জীবন বেঁচে থাকবে। আপু আপনার ম্যান্ডেলার আর্টটি অনেক সুন্দর হয়েছে। আপনার ম্যান্ডেলার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।৷ সত্যি সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। সুরের জগতে নক্ষত্রপতন এর উদ্দেশ্যে সংগীতের ম্যান্ডেলা আর্ট সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন। সত্যি অসাধারণ হয়েছে আপু। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।💞💞💞

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

দিদি এক কথায় যদি বলতে হয় তাহলে বলব মা সরস্বতী পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আমাদের মর্তের সরস্বতী কে সাথে করে নিয়ে গেলেন এবার। কেউ চিরকাল বাঁচবে না এটাই চরম সত্য। কিন্তু লতাজি বেঁচে থাকবেন শতকোটি মানুষের হৃদয়ে তার কন্ঠ দিয়ে, তার গান দিয়ে।

এই মহান এবং গুণী শিল্পীকে স্মরণ করে খুব সুন্দর একটি আর্ট করেছো দিদি। খুব ভালো লেগেছে 🙏

 3 years ago 

হ্যাঁ দিদি লতাজি সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন তাঁর নিজের সত্তাতে।
অনেক ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

ভারতবর্ষে আজ বড় দুঃখের দিন।এক মহা তারকার পতন হলো।

 3 years ago 

শিল্পীর মৃত্যু হয়না।শিল্পী তাঁর সৃষ্টিতে বেঁচে থাকেন সারাজীবন। জন্ম হলে, মৃত্যু হবেই,এটা অবশ্যম্ভাবী। কিন্তু লতাজি সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন তাঁর নিজের সত্তাতে।

 3 years ago 

আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্টটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

দিদি আজ ভারতবর্ষ জুড়ে দুঃখের দিন। সকালে উঠে খবর টা শুনে খুব খারাপ লাগছে। এক মহান তারকার পতন হলো। তরপর ও তিনি বেচেঁ থাকবেন তার সকল শ্রোতা দের মনে তার গানের মাধ্যমে। আর আপনার ম্যান্ডেলা আর্ট টি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দিদি।

 3 years ago 

শিল্পীর মৃত্যু হয়না।শিল্পী তাঁর সৃষ্টিতে বেঁচে থাকেন সারাজীবন। হ্যাঁ দিদি আপনি ঠিকই বলেছেন লতাজি সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন তাঁর নিজের সত্তাতে।

 3 years ago 

আসলেও লতাজির যাওয়াতে খুব দুঃখ লেগেছে তার গান আমার মনে থাকে।তিনি প্রতিটা ভক্তের মনে থাকবেন চির দিন।

দারুন মেন্ডেলা ছিল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই সুরেশ সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের এভাবে মৃত্যু সবাইকে একটু কষ্ট দিয়েছে। আপনি তাঁকে স্মরণ করে খুব সুন্দর একটি সুরের ম্যান্ডেলার আর্ট করেছেন। আপনার মান্ডালার আর্টটি খুব নিখুঁত এবং ধৈর্য সহকারে করেছেন। তা আপনার আর্টের ধাপগুলো দেখেই বোঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর ভাবে একটি মন্তব্যের জন্য।

সংগীতের ম্যান্ডেলা আর্টটি অনেক সুন্দর হয়েছে এক কথায় অসাধারণ গান শুনতে আমার খুবই ভালো লাগে এই ম্যান্ডেলার টি দেখেও আমার কাছে অনেক ভালো লাগছে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন চিত্রটি সম্পর্কে শুভকামনা রইল আপনার জন্য দিদি

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57500.86
ETH 2337.17
USDT 1.00
SBD 2.36