প্রকৃত শিক্ষা সম্পর্কে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা ভাগ করে নেবো।আসলে আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছিপড়াশোনা ,পরীক্ষা ও প্রত্যাশিত কিংবা অপ্রত্যাশিত ফলাফল।প্রত্যেক মানুষের সঠিক ভাবে জীবনযাপনের জন্য কয়েকটি মৌলিক চাহিদা সুরক্ষিত করা উচিত।



WhatsApp Image 2022-07-22 at 11.58.36 PM.jpeg


এই মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রত্যেক মানুষের শিক্ষার অধিকার জাতীয় ভাবে সুনিশ্চিত করতে সরকার দারুণভাবে অঙ্গীকারবদ্ধ।কোনো শিশু যাতে স্কুল থেকে মাঝ পথে ঝরে না পড়ে তার জন্য সরকার খাদ্যের বিনিময়ে শিক্ষা প্রকল্প চালু করেছে।আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন রকমের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে সরকার।দেশকে নিরক্ষর মুক্ত করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার একজোট হয়ে কাজ করে চলেছে।


শিক্ষা মানুষের মনের অন্ধকার দূর করে।কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বিবেচনা করার মানসিকতা তৈরি হয় সঠিক শিক্ষায় শিক্ষিত হলে।অর্থাৎ মানুষের মনের বিকাশ ঘটানোর জন্য শিক্ষার প্রয়োজনীয়তা অনিবার্য।কিন্তু দুঃখের কথা আজকে আমাদের সমাজে শিক্ষা লাভের উদ্দেশ্য ভিন্ন রকম হয়ে গেছে।


একটা অদৃশ্য প্রতিযোগিতা চলে এসেছে শিক্ষা অর্জনের ক্ষেত্রে।ফলে জ্ঞান অর্জনের থেকে যে কোনো উপায়ে অন্যের থেকে ভালো রেজাল্ট করে প্রতিযোগিতায় সামনের দিকে থাকাই এখন শিক্ষা লাভের মূল লক্ষ্য হওয়া উচিত।



শিক্ষা সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,

“তাকেই বলি শ্রেষ্ট শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।”

কিন্তু জীবন গড়ে তোলার উদ্দেশ্য হলো অর্থ উপার্জন নয় বরং চারিত্রিক দিক দিয়ে নিজেকে সম্পূর্ণ করা।যা একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।পরীক্ষায় ভালো রেজাল্ট করা অবশ্যই আবশ্যক কিন্তু একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়।পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট কৃতিত্ব এর ব্যাপার।কিন্তু একটিমাত্র পরীক্ষা কোনো ছাত্র বা ছাত্রীর প্রতিভা বা ভবিষ্যতকে নির্ধারন করতে পারে না।এই প্রসঙ্গে বিখ্যাত উদ্ভাবক টমাস আলভা এডিসন বলেছেন,

"আমি পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নই, কেননা পরীক্ষার কয়েকটা খাতার পৃষ্ঠা আমার ভবিষ্যত নির্ধারণ করতে পারে না।"

তাই আমাদের আনন্দের সাথে পড়াশোনা করতে হবে।কোনো কারণে পরীক্ষার রেজাল্ট খারাপ হলেও জীবনের সব কিছু নির্ধারিত হয়ে যায় না।তাই সেই হতাশা থেকে বেরিয়ে নতুন উদ্যমে নিজের সেরাটা দিতে হবে।কারণ আজ যারা আপনাকে দেখে হাসছে তারা কালকে আপনার জন্য হাততালি দেবে,নির্ণয় আপনার।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

কথাগুলো বেশ ভালো লাগলো।ভালো রেজাল্ট কখনো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে না।সবার আগে মানুষ হতে হবে।ভালো ছিলো লেখাগুলো।ধন্যবাদ

 2 years ago 

প্রত্যেকটা ভালো ছাত্র ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ হওয়ার জন্য একটা গুন লাগে, আর এই গুন আমাদের প্রত্যেকেরই অর্জন করা উচিত। ভালো ছাত্র হওয়ার আগে আমাদের ভালো মন-মানসিকতা অর্জন করতে হবে। আসলে ভাল রেজাল্টই প্রকৃত ভালোমানুষ তৈরি করে না। মানুষের সুশিক্ষাকেই আগে মানুষ রূপে তৈরি করে। তাই শুধু ভালো রেজাল্ট নয়। ভালো মানুষ হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কথাগুলো খুবই ভালো লেগেছে।

 2 years ago (edited)

সব জায়গাতেই একই অবস্থা দিদি । শিক্ষা আর আগের মত নেই । সব অনেকটা নিছক শুধুমাত্র কিছু কাগজের সার্টিফিকেট এর জন্য সবাই পায়তারা করছে । তবে দিনশেষে ফলাফল শূন্য । তবে আপনি শেষের দিকের যে লাইনগুলো লিখেছেন, সেটার সঙ্গে আমি যুক্তিযুক্ত মনোভাব পোষণ করছি । শিক্ষা তেমনটাই হওয়া উচিত , যেটা থেকে মানবিক গুনে শিক্ষিত হওয়া যাবে এবং হেসে খেলে জ্ঞান অর্জন করা যাবে ।

তবে এমন শিক্ষা ব্যবস্থা আদৌ কি সম্ভব, ভাবলেই চিন্তায় পড়ে যাই । বেশ ভালোই লিখেছেন দিদি ।

 2 years ago 

আপু প্রকৃত শিক্ষা সম্পর্কে আপনার নিজস্ব মতামত দারুন ভাবে উপস্থাপন করেছেন।শিক্ষা তেমনটাই হওয়া উচিত , যেখান থেকে সার্বিক দিক থেকে শিক্ষিত হওয়া যাবে এবং পাশাপাশি সহজভাবে জ্ঞান অর্জন করা যাবে।

 2 years ago 

লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো জীবনে পরীক্ষাটা পাস করাই বড় কথা নয় কিংবা পরীক্ষার ভালো করাই বড় কথা নয়। বিল গেটস কিন্তু তার একাডেমিক লাইফ সম্পন্ন করতে পারেননি কিন্তু তার প্রতিষ্ঠানে বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ের সেরা সেরা মেধাবীরা জব করে।

দারুন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমার তো মনে হয় এখন আমরা কাগজে কলমেই শুধু শিক্ষিত কিন্তু সুশিক্ষার বড্ড অভাব। বিবেক আর নৈতিকতার শিক্ষা বর্তমানে খুব জরুরী হয়ে পরেছে।
লেখা গুলো পড়ে খুব ভালো লাগলো।

 2 years ago 

সময়ের সাথে যেন দিদি শিক্ষার ব্যবস্থাও পাল্টে গেছে ।এখন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শুধু টাকা উপার্জন করা ; আগে শিক্ষার উদ্দেশ্য ছিল নিজেকে পরিবর্তন করা । পড়ালেখা করে নিজেকে পরিবর্তন করার মাধ্যমে প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব । ধন্যবাদ দিদি খুব সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য ।

 2 years ago 

দিদি আপনার দৃষ্টিভঙ্গি দেখে সত্যি অনেক ভালো লাগলো। আসলে দৃষ্টিভঙ্গি হচ্ছে, কোন বিষয়কে আমরা যেভাবে নেব, যে কোন মাইন্ড সেটআপ করব সেভাবেই কিন্তু আমরা আউটপুট পাবো। সেই বিষয়টিকে খুবই চমৎকার হবে আপনি বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ দিদি আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60716.93
ETH 2594.61
USDT 1.00
SBD 2.55