।।সপ্তপদী বাঙালি রেষ্টুরেন্ট এর অন্দরমহলের ফটোগ্রাফি।।
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজকে আমি কয়েকটি সুন্দর ফটোগ্রাফি ও পেইন্টিং এর উপর তোলা আমার কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।এই ফটোগ্রাফি গুলো আমি সপ্তপদী বাঙালি রেষ্টুরেন্ট গিয়ে তোলা হয়েছে।এই রেষ্টুরেন্ট টি সল্টলেক এ অবস্থিত।যদিও কলকাতার অন্য জায়গায় এর আরো শাখা রয়েছে।তবে এটি আমার বাড়ির একদম কাছে তাই গিয়েছিলাম।
এখানকার খাবারের ফটোগ্রাফি ও স্বাদ সম্পর্কে পরে একদিন আলোচনা করবো আপনাদের সাথে।আজকে শুধু এই রেষ্টুরেন্ট এর ভিতরে ডেকোরেশন এর কাছে যে ছবি গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো।সপ্তপদী একটি বিখ্যাত বাংলা সিনেমা।বাংলা সিনেমা জগতে মহানায়ক নামে খ্যাত , বাঙ্গালীর চিরকালীন আইকন উত্তম কুমার ও আরেক কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন অভিনয় করেছেন।ওই সময়ে এতো আধুনিক অভিনয় আসলে বিরল।এই সপ্তপদী সিনেমা হলো এই রেষ্টুরেন্ট এর টিম।
ডিভাইস | Vivo v21 |
---|---|
লোকেশন | (কলকাতা ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সপ্তপদী বাঙালি রেষ্টুরেন্ট এর অন্দরমহলের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। উত্তম কুমার ও সুচিত্রা সেনের ফটোগ্রাফিটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সপ্তপদী বাঙালি রেষ্টুরেন্ট এর অন্দরমহলের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। দিদি আপনি ঠিক বলেছেন পেইন্টিং গুলো বিখ্যাত শিল্পীর করা। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সপ্তপদি বাঙালি রেস্টুরেন্টের অন্দরমহলের পেইন্টিং গুলো সত্যি ই অনেক সুন্দর লাগছে। পেইন্টিং গুলো দেখেই বোঝা যাচ্ছে কোন বড় ধরনের শিল্পী এগুলো আর্ট করেছে যদি ওদের নাম গুলো লেখা থাকতো তাহলে কিন্তু ভালো হতো। প্রত্যেকটা পেইন্টিং এর ভিতরে তাদের ভালোবাসা প্রকাশ পেয়েছে। রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিয়ে পোষ্টের অপেক্ষায় রইলাম আপু।
সপ্তপদী বাঙালি রেস্টুরেন্টের অন্দরমহলের পেইন্টিং গুলো দেখে সত্যিই অসাধারণ লাগছে।এতো সুন্দর ছবি দিয়ে রেস্টুরেন্টে সাজানো না যানি এই রেস্টুরেন্টের ভিতরটা আরো কত সুন্দর। আমার মনে হয় অনেক বড় মাপের কোন শিল্পী এগুলো পেইন্টিং করেছে। খুবই ভালো লেগেছে প্রত্যেকটি ফটোগ্রাফি ধন্যবাদ দিদি আপনাকে।
খুব সুন্দর সুন্দর পেইন্টিং করেছে দেখছি। খুব নিখুঁতভাবে তারা পেইন্টিং গুলো করেছে। সেকালার স্বামী-স্ত্রীর পবিত্র সম্পর্ক ভালোবাসা নিয়ে যে পেইন্টিংটি করা হয়েছে সেটা খুবসুন্দর হয়েছে। সপ্তপদী সিনেমাটা দেখা হয়নি, নিশ্চয়ই সেই সিনেমাতেও এ সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখতে পাবো। যাই হোক আপনার পরবর্তী সপ্তপদী রেস্টুরেন্টের ফটোগ্রাফির অপেক্ষায় রইলাম।
অনেক সুন্দর করেইতো রেষ্টুরেন্ট এর ভেতরে ডেকোরেশন করেছে। এ যেনো চাকচিক্যে পরিপূর্ণ। এমন যায়গা গুলোতে পরিবেশ দেখেই মন ভালো হয়ে যায়। খাবার তো বাদই দিলাম। যাক খাবার কেমন হয়েছিলো তা জানার আগ্রহে থাকলাম দিদি।
দিদিভাই, পেইন্টিং গুলো জাস্ট অসাধারণ। এটা নিঃসন্দেহেই বোঝা যাচ্ছে যে অনেক গুণী শিল্পী এই পেইন্টিং গুলো করেছে। দুই নাম্বার ছবিটা আমার কাছে ভালোই লেগেছে, বিশেষ করে সামনে মোটরবাইকের হেডলাইটটা দেওয়াতে ছবিটার সৌন্দর্য যেন আরো বেশি ফুটে উঠেছে। অপেক্ষায় থাকলাম এই সপ্তপদী রেস্টুরেন্টের খাবারের ফটোগ্রাফি ও স্বাদ সম্পর্কে জানার জন্য।
শুভেচ্ছা রইল আপনার জন্য 🙏