ফুড ফোটোগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
আজকে আবারও আপনাদের সঙ্গে ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।নতুন নতুন খাবার খেতে বা নতুন নতুন খাবার টেস্ট করতে সকলের খুব ভালো লাগে ।আর বাঙালি হচ্ছে খুবই খাদ্য রসিক। আমাদের বাঙ্গালীদের বইমেলা বা শিল্প মেলা বা অন্যান্য মেলার থেকে খাবার স্টলে সবচেয়ে বেশি ভিড় থাকে। সত্যি বলতে শীতকালে যেসকল মেলাগুলো হয় সব মেলাগুলোর থেকে খাদ্য মেলাতে লোকে ভিড় বেশি জমায় ।তাই জন্য দিন যত দিন যাচ্ছে কলকাতার নানান জায়গায় এই খাদ্য মেলার গুরুত্ব তত বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আজকে সেই নতুন নতুন খাবার যা আমার কাছে এক কথায় খুবই ভালো লেগেছে। সেই ছবিগুলি আপনি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে ।
ক্রিসপি সসেজ
যেহেতু প্রায়ই আমি সন্ধ্যেবেলা বেরোই। সেহেতু হঠাৎ করেই একটি নতুন ক্যাফেতে ঢুকেছিলাম। আর সেখান থেকেই সসেজটি নেওয়া। কারণ আমার সসেজ খেতে খুবই ভালো লাগে । এর আগে আমি এইভাবে ক্রিসপি সসেজ খাইনি। নতুন খাবার দেখেই ট্রাই করেছিলাম।আর এটি খেতেও খুব টেস্টি হয়েছিল।
চিংড়ি মাছ খেতে কে না ভালোবাসে। আমি তো খুবই ভালোবাসি। ঘরে সেভাবে কোনোদিন ডাব চিংড়ি বানিয়ে খাইনি, তার জন্য একটি বাঙালি রেস্টুরেন্টে গিয়েছিলাম আর সেখানে ডাব চিংড়ি দেখতে পেয়ে সবার আগে ডাব চিংড়ি অর্ডার করেছিলাম। এই ডাব চিংড়ি একটু মিষ্টি ছিল। তাছাড়া সব মিলিয়ে খুবই ভালো খেতে ছিল।
চিকেন টেংরি কাবাব
চিকেন টেংরি কাবাব আমার খুবই প্রিয়। আর এই টেংরি কাবাব সব জায়গায় কিন্তু খেতে ভালো হয় না। কিন্তু আমি বেঙ্গল ধাবাতে এই আইটেমটি নিয়েছিলাম ।খুব সুন্দর খেতে ছিল।
ভাপা ইলিশ
ছবি দেখে বুঝতে পারছেন এটি ইলিশ ভাপা। ইলিশ মাছ আমার খুব প্রিয়। ইলিশ মাছের সিজন থাকলে যেমন এখন চলছে ,আমি প্রায় ইলিশ মাছ খাই । আর এই ইলিশ ভাপা রেস্টুরেন্ট থেকে অর্ডার করলেও খেতে পুরো ঘরের স্বাদের মতো ছিল । সব মিলিয়ে টেস্ট খুব ভালো ছিল।
ফ্রাইড আইসক্রিম
আইসক্রিম খেতে আমি খুবই ভালোবাসি। বেশিরভাগ সময় কোলড্রিংসের থেকে বেশি আমি আইসক্রিম খাই। একদিন একটি শপিংমলে যাবার পর হঠাৎ করে ইচ্ছা হল ফ্রাইড আইসক্রিম খাওয়ার ।নতুন কিছু খাবার ট্রাই করতে আমার সব সময় ভালো লাগে ,তাই এই আইসক্রিম নেওয়া। এই আইসক্রিম তৈরি করার প্রসেসটা একদমই আলাদা । মোটামুটি ভালোই খেতে হয় । কিন্তু আমার কাছে এই ফ্রাইড আইসক্রিমের থেকে নরমাল আইসক্রিমই বেশি ভালো লাগে ।
ডিভাইস | redmi note9 |
---|---|
লোকেশন | (কলকাতা ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
অনেক সুন্দর সুন্দর এবং খুবই সুস্বাদু অনেকগুলো খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটি খাবারের বর্ণনাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে।ইলিশ ভাপা আমারও খুবই প্রিয় একটি খাবার। খুবই লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব মজার মজার খাবারের ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন দিদি। সত্যি অসাধারণ লাগলো। সবগুলো খাবার খুব লোভনীয় লেগেছে।ধন্যবাদ দিদি ফুড ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ওয়াও আপু আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল।কিন্তু আপনি চিংড়ি মাছের কথা বলেছেন চিংড়ি মাছ আসলে সবারই অনেক প্রিয় আমার তো ফেভারিট একটি মাছ চিংড়ি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
আপু বাঙ্গালী বলে কথা যেখানে খাদ্য দেখবে সেখানে বাঙালিদের ভিড় বেশি। বাঙালিরা এত খাবার প্রিয় এত ভোজন বিলাসী মজার মজার খাবার খেতে বেশ পছন্দ করেন। আপনি তো দেখছি খাবারের লোভ লাগায় দিলেন আমাদেরকে সবাইকে। এত লোভনীয় খাবারের ফটোগ্রাফি গুলো আপনি শেয়ার করলেন সত্যি কথা বলতে জিভে জল এসে গেছে। প্রতিটি খাবারের ফটোগ্রাফি আপনি খুব সুন্দর ভাবে নিয়েছেন।
ঠিকই বলেছেন আসলে বাঙালি হচ্ছে খুবই ভোজন রসিক। অসাধারণ কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। খাবারের ফটোগ্রাফি গুলো খুব লোভনীয় ছিল। ফটোগ্রাফি গুলো দেখে খেতে ইচ্ছে করছে। সবগুলো খাবারের ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন আপনি। সুস্বাদু লোভনীয় খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমরা বাঙালিরা খাবার খেতে সব সময় পছন্দ করি। আর মজার মজার খাবার খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে আইসক্রিম, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো বাঙালির পছন্দের খাবার। ছবিগুলো দেখেই খেতে ইচ্ছে করছে। বিভিন্ন মেলায় গেলে কিংবা কোথাও গেলে খাবারের দিকে আমাদের নজর আগে যায়। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।
দিদি এত সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি দেখলে তো এখান থেকে নিয়ে খেতে মন চাইবে। কিছু আনকমন খাবারের ফটোগ্রাফি আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। ডাব চিংড়ি, এটা তো কখনো দেখিনি। আবার নাকি ফ্রাইড আইসক্রিম। হিহিহি। আমার তো বেশ ভালই লাগছে খাবারের আইটেমগুলো। ধন্যবাদ দিদি এত আনকমন খাবার গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
দিদি ভাই, সব খাবারগুলোই বেশ লোভনীয় ছিল, তবে আমার কাছে বেশি ভালো লেগেছে ভাপা ইলিশ। কারণ ইলিশ মাছ আমার এমনিতেই খুবই পছন্দের। এই মাঝরাতে বলা যায় পেটের ভিতরে মোচড় দিয়ে উঠেছে খাবারের ছবি গুলো দেখে।
নতুন যে খাবারগুলো আপনার কাছে ভালো লেগেছে সেই খাবারের ফটোগ্রাফি গুলো দেখে আমারও অনেক ভালো লাগলো। সত্যিই দিদি খাবার গুলো অসাধারণ ছিলো দেখে লোভ লেগে গেলো।প্রত্যেকটি খাবারের বিস্তারিত জেনে আরও বেশী ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর ও লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি আপনাকে।