পালক পনির রেসিপি ।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে একদম ভিন্ন ধরনের একটি রেসিপি ভাগ করে নিলাম। পালক পনির খুবই সুস্বাদু একটি ডিশ।রুটি বা পরোটার সাথে খুব সুন্দর লাগে। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে।



WhatsApp Image 2022-05-22 at 11.51.43 AM.jpeg


চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি।


পালক পনির রেসিপি তৈরী করার পদ্ধতি


উপকরণের নামপরিমাণ
১. পালং শাক২ আটি
২. তেলপরিমান মতো
৩. পনির৩০০ গ্রাম
৪ আদা১ টি
৫.টমেটো২ টো
৬. পিঁয়াজ২ টো
৭. গোটা জিরে১ চামচ
৮. দারুচিনি২টো
৯ এলাচ৩-৪ টে
১০. বাটার১ চামচ
১১. হলুদ গুঁড়া১ চামচ
১২. লঙ্কা গুড়ো১ চামচ
১৩. জিরে গুঁড়ো১ চামচ
১৪ . টক দই৩-৪ চামচ
১৫. চিনি১ চামচ

রন্ধন প্রণালী :



প্রথম ধাপ


• প্রথমে দু আঁটি পালংশাক গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম।এরপর সেটা ভালো করে মিক্সিং করে নিলাম।

WhatsApp Image 2022-05-22 at 11.21.02 AM.jpeg


দ্বিতীয় ধাপ


• ৩০০ গ্রাম মতো পনির নিয়ে নিলাম।এরপর সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।

WhatsApp Image 2022-05-22 at 11.55.57 AM.jpeg


তৃতীয় ধাপ


• তারপর একটি পাত্রে দুটো টমেটো কুচি,একটা আদা কুচি,১টা পেঁয়াজ কুচি, ও কয়েকটা রসুন নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-05-22 at 11.12.41 AM.jpeg


চতুর্থ ধাপ


• এরপর একটা কড়াইতে অল্প তেল নিয়ে সেখানে ফোড়ন হিসেবে অল্প জিরে, দারচিনি এলাচ, ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-05-22 at 11.17.33 AM.jpeg


পঞ্চম ধাপ


• এরপর আরেকটি কড়াইতে বাটার নিয়ে নিলাম। তারপর তাতে পনির গুলো দিয়ে দিলাম। এবং হালকা ভাজাভাজা হয়ে গেল তুলে নিলাম।

WhatsApp Image 2022-05-22 at 11.58.26 AM.jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর যে কড়াইতে পিয়াজ বেটেছিলাম সেখানে টমেটো দিয়ে দিলাম,সাথে সাথে আদা পেস্ট, অল্প হলুদ গুঁড়ো , এক চামচ জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,এক চামচ নুন, তার সাথে অল্প জল দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-05-22 at 11.19.25 AM.jpeg


সপ্তম ধাপ


• কিছুক্ষণ পর তিন চামচ টক দই দিলাম।এরপর ভালো করে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষন ধরে ।

WhatsApp Image 2022-05-22 at 12.00.18 PM.jpeg


অষ্টম ধাপ


• ভালো করে কষানো হয়ে গেলে যে পালং শাকটা বেটে ছিলাম মিক্সিতে সেটা ঢেলে দিলাম। এবং বেশ কিছুক্ষণ ধরে টানিয়ে নিলাম।

WhatsApp Image 2022-05-22 at 12.01.52 PM.jpeg


নবম ধাপ


• এরপর ভেজে রাখা পনির গুলো দিয়ে দিলাম।তার সাথে এক চামচ চিনি দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-05-22 at 12.03.47 PM.jpeg


দশম ধাপ


• এবার বেশ কিছুক্ষণ ধরে টানিয়ে নেওয়ার পর উপর দিয়ে পনির ঝিরিঝিরি করে দিয়ে দিলাম। ব্যাস এইভাবে তৈরি হয়ে গেল পালক পনির।

WhatsApp Image 2022-05-22 at 12.04.51 PM.jpeg

WhatsApp Image 2022-05-22 at 12.04.53 PM.jpeg




ধন্যবাদ



Sort:  
 2 years ago 

পালং শাক এবং পনির দিয়ে আপনি খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন দিদি। প্রথমে টাইটেল দেখে ভেবেছিলাম স্পেশাল কিছু দিয়ে এই রেসিপিটি তৈরি করেছেন। এখন দেখছি পালং শাক দিয়ে তৈরি করেছেন। প্রথমত এটা দেখি অবাক হয়ে গিয়েছি। পালং শাকের এমন সুস্বাদু রেসিপি আমি এর আগে কখনো দেখিনি। একদিন ট্রাই করে দেখতেই হবে দেখছি। ধন্যবাদ দিদি এত সুন্দর এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পালং শাক পনির দিয়ে আপনি খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন দিদি। আপনার এই রেসিপি আমি এই প্রথম দেখলাম। পালংশাকের অনেক রেসিপি খেয়েছি কিন্তু পনির দিয়ে কখনো খাওয়া হয়নি। পনির একটি উৎকৃষ্ট মানের খাবার। পনির আমাদের শরীরের জন্য বেশ উপকারী। এত সুন্দর একটি রেসিপি আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একবার এইভাবে রেসিপিটি করে দেখবেন খুব ভালো লাগবে। ধন্যবাদ দিদি।

 2 years ago 

দিদি নমস্কার
আশা করছি আপনি খুব ভালো আছেন ৷আর শুভ জন্মদিন দিদি ৷আপনার পালং শাখের পানির রেসিপি টা আমার কাছে অনেক ভালো লেগেছে ৷আর আমি এই প্রথম দেখলাম পালং শাখ পানি রেসিটা ৷ধাপ গুলো ও খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ৷
ধন্যবাদ দিদি

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রান্নার ধাপগুলো সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়েছি। এত সুন্দর রান্না কিভাবে করা সম্ভব চিন্তার বিষয়। রান্নার ধাপ গুলো আমার খুব ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

পালং শাক দিয়ে পনিরের রেসিপি টা খুবই লোভনীয় হয়েছে। এভাবে কখনো রান্না করে দেখি নি। তবে দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি দেখে শিখে নিয়েছে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অবশ্যই করে দেখবেন ভালো লাগবে।

 2 years ago 

এই পালক পনিরটি কখনোই খাওয়া হয়নি।সবসময় দেখেই এলাম।আজ রেসিপিটি জানা হলো,মজাদার ই মনে হচ্ছে দেখতে।

 2 years ago 

একবার করে দেখো ভালো লাগবে।

 2 years ago 

আপু এভাবে কখনো পনির খাওয়া হয়নি।কেমন খাবার খেতে তাও জানি না।তবে মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার কাছে হয়তো এটি খুবই কমন একটি রেসিপি কিন্তু আমার কাছে এই খাবারটি খুবই ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি আমি আগে কখনো খাইনি। এবং আজ প্রথম আপনার পোষ্টের মাধ্যমে এতো সুস্বাদু একটি রেসিপি দেখতে পেলাম। দেখে খুবই ভালো লাগলো এবং রেসিপিটি দেখে বুঝতে পারছি খেতে অনেক অনেক মজার হয়েছে। এত মজার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।

 2 years ago 

দারুণ রেসিপি তৈরি করেছেন দিদি।এই রেসিপিটির নাম শুনেছি কিন্তু কখনো খাওয়া হয় নি।আপনার রান্না করা দেখেই লোভ লেগে গেল। এত সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখেই ভালো লাগতেছে।

 2 years ago 

আপনার আজকের রেসিপি টা আমার কাছে খুব ভালো লেগেছে আপু। কখনো এই রেসিপিটি খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। আপনি বলেছেন রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে সেরকমই মনে হচ্ছে বাসায় ট্রাই করে দেখতে হবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.026
BTC 58216.02
ETH 2614.69
USDT 1.00
SBD 2.45