লোগোর নকশা অংকন: বাড়ি ভাড়া দেওয়ার জন্য লোগো তৈরি
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লক কমিউনিটির সকল সদস্যরা আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহতালা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন। এটি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে করা প্রথম পোষ্ট আমার। ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার হিসেবে খন্ডকালীন ফ্রিল্যান্সিং চাকরি করি। আজকে আমি আপনাদের সাথে একটি লোগোর নকশা অংকন প্রক্রিয়া শেয়ার করছি. চলুন তাহলে আজকে আমরা একটি বাড়ি ভাড়া দেওয়ার জন্য লোগো তৈরি করি।
প্রথম ধাপঃ লোগোর বর্ণনা
আমরা বাড়ি ভাড়া দেয়ার জন্য যে লোগোটি তৈরি করব সেটাতে সমুদ্র বা ঢেউয়ের একটা ছাপ থাকবে।
এখানে তিনটি মূল বিষয় রয়েছে-:
- এটি একটি উপকূলীয় ভাড়া বাড়ি
- ব্যবসার নাম’ওয়ান ওশান ভিউ"
- এটি সমুদ্র, ঢেউ এর সাথে সম্পর্কিত হতে হবে
দ্বিতীয় ধাপঃ ধারণা তৈরি
লোগোর নাম ’ওয়ান ওশান ভিউ" | সমুদ্র |
---|---|
সংখ্যাসূচক অক্ষর "1" | ঢেউ |
অক্ষর"O" | |
"O এবং 1”"অক্ষরের সংমিশ্রণ |
তৃতীয় ধাপঃ স্কেচ
ধারণাগুলোকে পৃষ্ঠায় অংকন করা এবং বিভিন্ন সংমিশ্রণ চেষ্টা করা করা।
চতুর্থ ধাপঃ
স্কেচ অনুযায়ী গ্রাফিক সফটওয়্যার এর সাহায্যে ভেক্টরাইজড লোগো তৈরি করা।
পঞ্চম ধাপঃ চূড়ান্ত নকশা
সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ. সম্পূর্ণ ব্যাপারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন. আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কিছুর সাথে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।
বাড়ির লোগোর ভালোই হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন যাতে সামনে এর থেকেও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারে ।
ভাইয়া আপনার লোগো নকশার অঙ্কনকে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনার বর্ণনাগুলো খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যটির জন্য। আপনাদের মন্তব্যই আমার নতুন নতুন অনুপ্রেরণার উৎস।