Logo প্রতিযোগিতা( ডিজিটাল আর্ট)| Tron Fan Club এর জন্য লোগো ডিজাইন || [🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊] ||

আসসালামু আলাইকুম বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।

TFC .0.2 mockpu(2).png

আজকে আমি যে লোগোটি ডিজাইন করতে যাচ্ছি সেটি আমাদের আপকামিং নতুন কমিটি "Tron Fan Club" এর জন্য। লোগোটি আমি কনটেস্টের উল্লেখিত রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করার চেষ্টা করব। আশা করছি যে লোগোটি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। চলুন শুরু করি তাহলে আজকের লোগো ডিজাইন।


ব্যবহৃত সফটওয়্যারইঙ্কস্কেপ


লোগো ডিজাইন এর বর্ণনা



1.png

প্রথমে আমরা “Tron” এর অফিশিয়াল যে লোগোটি রয়েছে সেদিন বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিব। আমরা চেষ্টা করব যতদূর সম্ভব এই স্ট্রাকচারটা সাথে আমাদের লোগোর সাদৃশ্য রাখার।

2.png

আমি চিন্তা করেছি "Tron Fan Club" এর যে প্রথম তিনটি লেটার রয়েছে এই তিনটি লেটার দিয়ে লোগোর ডিজাইন তৈরি করব।

3.png

প্রথমে আমরা "T" অক্ষরটিকে ডিজাইন করব। এজন্য আমরা "Tron" অফিশিয়াল লোগোটির সাথে মিলিয়ে একটি হরাইজন্টাল সেপ তৈরি করে নিব উপরের দিক থেকে।

4.png

এখন আমরা "T" এর ভার্টিক্যাল লাইনটিকে একটু অ্যাঙ্গেল করে নিচের দিকের সাথে লিয়ে দিব। আমাদের প্রথম লেটার "T" এর ডিজাইন তৈরি হয়ে গেল।

5.png

এখন আমার এই "T" এর সাথে মিলিয়ে "F" অক্ষরটি ডিজাইন করব। এটি একটি কমপ্লেক্স লেটার ডিজাইন হবে, যেখানে দুটি অক্ষর একত্রে থাকবে।

6.png

এবার আমরা পেন টুলের সাহায্যে "Tron" লোগোটির সেপ এর সাথে মিলিয়ে "C" লেটারটি তৈরি করব।

7.png

এ পর্যায়ে এদের একত্রিত করলে কিছুটা এমন দেখাবে। এবার আমরা "Tron" এর যে বেসিক স্ট্রাকচারটা পিছনে তৈরি করে নিয়েছিলাম সেটিকে ডিলিট করে দিব।

8.png

এবার আমরা সার্কেল টুলের সাহায্যে ডিম্বাকৃতির দুটি সেপ তৈরি করব।

9.png

10.png

এবং একটিকে অপরের উপরে বসিয়ে ডিফারেন্স টুলের মাধ্যমে কেটে ফেলবো।

11.png

তারপর সেপটিকে লেটার দুটির উপরে বসিয়ে দিব। আমাদের লোগো ডিজাইনের কাজ প্রায় শেষ এখন শুধু কালার ইউজ করার পালা

12F.png

কালার এর জন্য আমি "Tron" অফিশিয়াল ওয়েবসাইট যে কালার প্লেট ইউজ করেছে সেটিই অনুসরণের চেষ্টা করেছি।

TFC.0.2.png


TFC.0.3.png


লোগোর পিএনজি ফাইল ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সম্পন্ন ।


TFC .0.2 mockpu(1).png


04.png

ফাইনাল লোগো


আজকের লোগোটি কেমন লাগলো তা অবশ্যই আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য।

@svshuvo

Sort:  
 3 years ago 

আপনার লগোর প্রশংসা না করে পারছিনা। নিখুঁত কাজ আপনার। আর ধৈর্য তো হাই লেভেল এর। আমি টুকটাক কাজ পারলেও মাথায় আইডিয়া আসেনা।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করবেন ভালো ভালো মানের লোগো স্টাডি করার, তাহলে ইনশাল্লাহ আপনিও অনেক উন্নত মানের লোগোর ডিজাইন তৈরি করতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কাজ অসাধারণ এবং নিখুঁত। এই লোগোটি একেবারে সেরা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস রয়েছে আপনার লোগোটি অবশ্যই নির্বাচিত হবে। ধন্যবাদ চমৎকার একটি ক্রিয়েটিভ কাজ কমিউনিটির স্বার্থে শেয়ার করার জন্য। আপনার কাজের প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। খুবই চমৎকার আপনি কাজ করেছেন। ধন্যবাদ এবং শুভকামনা রইল আবারো।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত প্রশংসনীয় এবং উৎসাহ পূর্ণ একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে অনেক সুন্দর হয়েছে।যা আসলে প্রসংশা করলে কম হবে।আপনার ধৈর্য আছে বলা ছলে।সুভকামনা আপনার জন্য ভাই।ভালবাসা নিবেন।

ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য এবং উৎসাহের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63330.55
ETH 2645.93
USDT 1.00
SBD 2.82