DIY ||এসো নিজে করি 🌄 🌄 পাহাড়ের আড়াল হতে সূর্য উদয়ের দৃশ্য অংকন 🌄🌄।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]

আসসালামু আলাইকুম বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।



all(6).png



আজকে আমি পাহাড়ের আড়াল হতে সূর্যের রশ্নি নিঃসরণের একটি দৃশ্য অংকন করছি। চিত্রটিতে আমি পাহাড়, রাস্তা এবং পাহাড়ের আড়াল হতে সূর্য উদয়ের একটি প্রাকৃতিক দৃশ্য উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করছি আজকের পেন্সিল স্কেচ টি সবার ভালো লাগবে। শুরু করা যাক তাহলে আজকের ড্রইং।



0101010.png

অঙ্কনের জন্য ব্যবহৃত জিনিস:
01পেন্সিল
02রাবার
03স্কেল
04কম্পাস
03কটন বার্ড

0101010.png



selfie.png



down.png

চিত্রটি অংকনের বর্ণনা নিচে তুলে ধরছি:

up.png

১ম ধাপঃ

path19368.png

all.png


কম্পাসের সাহায্যে প্রথমে একটি বৃত্ত এঁকে নিব এবং বৃত্তের ভিতর কয়েকটি পাহাড় অঙ্কন করব।


২য় ধাপঃ

path19368.png

all(1).png


এরপরে পাহাড়ের উপরে পেন্সিল এর সাহায্যে কতগুলি আঁকাবাঁকা রেখা টেনে দিব। যাতে করে পাহাড়ের ফাটল এবং ডিটেলস গুলো বোঝা যায়।


৩য় ধাপঃ

path19368.png

all(2).png


এবার কটনবার্ড এর সাহায্যে আলতো করে ঘষে পাহাড়ের উপর কিছুটা কালো ছাপ দিয়ে দিব।


৪র্থ ধাপঃ

path19368.png

all(3).png


এরপরে পাহাড়ের পিছনে একটি অর্ধবৃত্ত অংকন করব এবং এর চারপাশ দিয়ে কিছু রেখা টেনে দিব। যাতে করে সূর্য হতে প্রতিফলিত রশ্মি বা কিরণ মনে হয়।


৫ম ধাপঃ

path19368.png

all(4).png


এবার পাহাড়ের সামনে একটি আঁকাবাঁকা রাস্তা অঙ্কন করব।


৬ষ্ঠ ধাপঃ

path19368.png

all(5).png


রাস্তার পাশ দিয়ে কিছু ছোট ছোট ঘাস ও গাছপালা অংকন করে দিব।


৭ম এবং সর্বশেষ ধাপঃ

path19368.png

all(6).png


এবার কলমের সাহায্যে আউটলাইন গুলোকে গাড়ো কালো করে দিব।




selfi.png

চিত্রের অংকটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হল।




02design-down.png

all.png

চূড়ান্ত চিত্র

02design-up.png



design-down.png

আপনাদের কাছে আজকে পেন্সিল স্কেচ টি কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে জানাবেন। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

design-up.png


abb logo.png

আমার সাথে এতক্ষণ থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।

@svshuvo



Sort:  

ভাই আপনার পাহাড়ের আড়ালে থেকে সূর্য উদয়ের দৃশ্যটি চমৎকার হয়েছে।আপনি আপনার চিত্রটি খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন এবংচিত্র আঁকার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়ে দিয়েছেন। আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল ।ধন্যবাদ এত সুন্দর একটি চিত্র সঙ্গে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার পেন্সিল দিয়ে চিত্র অঙ্কনের চেষ্টা যথেষ্ট ভাল ছিল। বিশেষ করে পাহাড়ের উপর দিয়ে সূর্যোদয়ের দৃশ্য পটভূমি আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ।আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলেন।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পাহাড়ের আড়াল হতে সূর্য উদয়ের চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর করে চিত্রটি ফুটে তুলেছেন। খুব সুন্দর করে প্রতিটি ধাপের সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

পাহাড়ের আড়াল হতে সূর্য উদয়ের খুব সুন্দর একটি দৃশ্যের আপনি অঙ্কন করেছেন ।সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম ।তবে রং করলে আরও বেশি সুন্দর ভাবে ফুটে উঠত ।শুভেচ্ছা রইল আপনার জন্য।্

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কি অসাধারণ একটি পেন্সিল দিয়ে চিত্রাংকন করলেন ভাইয়া। পেন্সিলের চিত্রাংকন গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। পাহাড়ের আড়ালে সূর্য ডোবার দৃশ্য টা আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। পাহাড়ি এলাকার মধ্যে একটা ছোট রাস্তা থাকার কারণে তো দৃশ্যটা আরো আকর্ষণীয় দেখাচ্ছে। পাহাড় ছোট ছোট গাছপালাগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

এত চমৎকার একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা নিবেন।

 2 years ago 

খুব সুন্দর একটি ড্রইং করেছেন তো ভাইয়া। এরকম পেন্সিল আর্ট গুলো আমার খুব ভালো লাগে। আপনার ড্রয়িং টি খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে পাহাড়গুলো আপনি খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। যার কারণে ড্রইং টি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ড্রইং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 
পাহাড়ের আড়াল হতে সূর্য উদয়ের দৃশ্য অংকন অনেক সুন্দর ভাবে তৈরি করেছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল,,,,

ধন্যবাদ ভাইয়া শুভেচ্ছা নিবেন।

 2 years ago 

বৃত্তের ভিতরে পাহাড়ের আড়াল হতে সূর্য উদয়ের দৃশ্য খুবই সুন্দর একটি ছবি অংকন করেছেন ভাইয়া। আপনি খুবই সুন্দর ভাবে এই ছবিটি অংকন করতে সক্ষম হয়েছেন। ছবিটি অংকন করার প্রত্যেকটি ধাপ আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা ছবি আমাদেরকে উপহার দেবার জন্য।

ধন্যবাদ ভাইয়া ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 60462.58
ETH 2636.31
USDT 1.00
SBD 2.58