Diy (এসো নিজে করি)।। 🏠🏠রঙিন কাগজ দিয়ে একটি বাড়ি এবং গাছ তৈরি 🏠🏠।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]

আসসালামু আলাইকুম বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।



bitmap.png


আজকে আমি কটন বার্ড এবং রঙিন কাগজ দিয়ে একটি বাড়ি এবং গাছের ডাই প্রজেক্ট তৈরি করেছি। এটি বেশ সহজেই তৈরি করা যায়। নিচে আমি তৈরীর ধাপ গুলো তুলে ধরছি। আশা করছি আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাকতাহলে।



0101010.png

প্রয়োজনীয় জিনিস:
01রঙিন কাগজ
02কেচি
03কটন বার্ড
04পেন্সিল
05কম্পাস
06মার্কার পেন
07গাম আঠা

0101010.png



Photo 8-1-22 10 19 49 PM.jpg


down.png

তৈরির ধাপ গুলো নিচে বর্ণনা করছি:

up.png

১ম ধাপঃ

g8908.png

Photo 8-1-22 10 24 30 PM.jpg

প্রথমে কম্পাসের সাহায্যে রঙিন কাগজের উপরে একটি বৃত্ত এঁকে নিব এবং এরপর এটিকে কেচির সাহায্যে গোল করে কেটে ফেলবো।


২য় ধাপঃ

g8908.png

Photo 8-1-22 10 29 32 PM.jpgPhoto 8-1-22 10 30 55 PM.jpg

এরপরে আঠার সাহায্যে কটনবার্ড গুলো বৃত্তের ডান সাইডে বসাবো।


৩য় ধাপঃ

g8908.png

Photo 8-1-22 10 38 40 PM.jpg

এখন ছোট করে দুটি কাগজ কেটে নিব। একটি দরজা এবং অপরটি জানালার জন্য।


৪র্থ ধাপঃ

g8908.png

Photo 8-1-22 10 47 19 PM.jpg

এরপর দরজার কাগজটিকে মার্কার পেন এর সাহায্যে লাল রং করে দিব এবং উপরে রঙিন কাগজ দিয়ে ঘরের ছাদ টি তৈরি করে বসাবো। ঘরের ডিজাইন টি তৈরি হয়ে গেল।


৫ম ধাপঃ

g8908.png

Photo 8-1-22 10 51 53 PM.jpg

এবার ঘরের বাম সাইডে সোজা করে দু'টি কটন বার্ড বসাবো। এটিকে আমরা ধাপে ধাপে একটি গাছের মতন করে ডিজাইন করব।


৬ষ্ঠ ধাপঃ

g8908.png

Photo 9-1-22 6 47 17 AM.jpgPhoto 9-1-22 6 47 37 AM.jpg

এখন কটন বার্ড এর সাহায্যে কিছু ফুলের মতন ডিজাইন তৈরি করে নিব।


৭ম ধাপঃ

g8908.png

Photo 9-1-22 6 50 06 AM.jpg

এখন বাম সাইডে যে দুটি কটন বার্ড বসেছিলাম এটির সাথে গাছের ডালের মতো করে আঠার সাহায্যে লাগিয়ে দেবো ।


৮ম ধাপঃ

g8908.png

Photo 9-1-22 6 51 17 AM.jpg
এবার ঘরের পাশ দিয়ে পূর্বে তৈরিকৃত বাকি তিনটি ফুল আঠার সাহায্যে বসিয়ে দিব।


সর্বশেষ ধাপঃ

g8908.png

Photo 9-1-22 7 05 37 AM.jpg
সর্বশেষ ধাপ এটি । ঘর এবং গাছের নিচে সবুজ কালারের রঙিন কাগজ কেটে আঠার সাহায্যে বসিয়ে দেবো।


02design-down.png

bitmap.png

ফাইনাল প্রেজেন্টেশন

02design-up.png



এতক্ষণ সময় নিয়ে আমার সাথে থাকবার জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের রঙিন তৈরি ডাই প্রজেক্ট টি আপনাদের কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

down.png

abb logo.png

up.png

0101010.png

CameraiPhone 6S

0101010.png

সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য।

@svshuvo

Sort:  
 3 years ago 

ওয়ালমেট দেখেই ইচ্ছে করছে আমার টেবিলের সামনে ঝুলিয়ে রাখি। আমার কাছে আপনার এই ওয়ালমেটিক খুবই ভালো লেগেছে।

যদি পারতাম তাহলে এটা আমি আপনাকে গিফট করতাম ভাইয়া😊😊। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ইশ কি সুন্দর লাগছে দেখতে দাদা 👌👌। ইচ্ছে করছে সুন্দর করে বাঁধিয়ে পড়ার টবিলের পাশে ঝুলিয়ে রাখি। একদম সাধারণ সব উপকরণ দিয়ে অসাধারন একটা শিল্প। শুভেচ্ছা রইলো 💐💐

জি আপু খুবই সহজে এবং সর্বদা বাড়িতে উপস্থিত জিনিস দিয়েই তৈরি করা যায় এটি। ধন্যবাদ আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

  • এটি বাঁধাই করে ঘরের দেয়ালে ওয়ালমেট হিসেবে ব্যবহার করা যায়। আমার কাছে খুবই ইউনিক অসাধারণ একটি মনে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে বর্ণনা দিয়েছেন। যে কেউ দেখে এবং পড়ে এটি আবার তৈরি করতে পারবে। শুভকামনা রইল ভাই আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে একটি বাড়ি এবং গাছের ওয়ালমেট আপনি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। খুবই সিম্পল কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ এবং কটন বাড দিয়ে খুব সুন্দর একটি জিনিস তৈরি করেছেন ভাইয়া। বিশেষ করে ঘরটি দেখতে অনেক সুন্দর লাগছে। ইউনিক একটি জিনিস আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট বানানো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে পনির বাড়ি এবং গাছের খুব সুন্দর দৃশ্য তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে বাড়ি তৈরীর ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ঘর ও একটি গাছ তৈরি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ওয়ালমেট অসম্ভব সুন্দর হয়েছে। আপনার তৈরি এই ওয়ালমেট টি দেখে আমার এতটাই ভাল লেগেছে যে মনে হচ্ছে এখন যেটা আমি আমার রুম টানিয়ে রাখি। ধন্যবাদ আপনাকে এরকম একটি রঙিন কাগজের ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি আমার তৈরি ওয়ালমেট টি পছন্দ করেছেন শুনে খুবই খুশি হয়েছি। এত সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি অনেক সুন্দর উপরে রঙিন কাগজ এবং কটন বাড দিয়ে একটি বাড়ি তৈরি করেছেন। বাড়ির সাথে গাছটি দেখতেও অনেক সুন্দর লাগছে। রঙিন কাগজ ও কটন বাড দিয়ে বাড়ি তৈরির প্রসেস গুলো খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপনি। এত সুন্দর একটি ডাই পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য । শুভকামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

কটনবার রঙিন কাগজ দিয়ে ঘর গাছের ছবি খুব সুন্দর হয়েছে । দেখতে খুবই ভালো লাগতেছে । একটি ইউনিক সৃস্টি । উপস্থাপনা খুব সুন্দর হয়েছে সত্যি ভাই । ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

খুব সামান্য কয়েকটি জিনিসের মাধ্যমে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। এবং আপনার বর্ণনা করার পদ্ধতিও খুব সুন্দর।
এরকম একটা জিনিসকে ফ্রেমিং করলে হয়তো আরো সুন্দর লাগবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50