DIY ||এসো নিজে করি( ডিজিটাল আর্ট) হেয়ার সেলুন এর জন্য লোগো ডিজাইন।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।


mcp02.png

যে লোগোটি আজকে আমি ডিজাইন করছি সেটি হচ্ছে একটি মেয়েদের হেয়ার সেলুন এর জন্য। লোগোটি চেষ্টা করব একটি মেয়ের মুখের প্রতিচ্ছবি রাখার। শুরু করছি তাহলে আজকের লোগো ডিজাইন এর পোস্ট টি।



ব্যবহৃত সফটওয়্যার ইঙ্কস্কেপ


00up.png

লোগো ডিজাইনিং প্রসেস :

00down - Copy.png

১মঃ

g8908.png

01.png
প্রথমে পেন টুলের সাহায্যে মুখের সেপটি তৈরি করে নিব।


২য়ঃ

g8908.png

02.png
এরপরে বাকা লাইন এর মতন করে আরেকটি সেট তৈরি করব, যেটিকে চুলের সেপ হিসেবে ব্যবহার করব।


৩য়ঃ

g8908.png

3.1.png3.2.png
এবার এই চুলের সেপটিকে প্রথমে যে মুখের শেপ তৈরি করেছিলাম সেটি সাথে প্যাথ ড্রপ ডাউন মেনু থেকে ইউনিয়ন অপশনের মাধ্যমে একত্রিত করে ফেলব।


৪র্থঃ

g8908.png

04.png
পেন টুলের সাহায্যে আবারো বাঁকা করে দুটি সেপ তৈরি করব চুলের জন্য।


৫মঃ

g8908.png

5.1.png5.2.png
এবার তিনটি ফুলের পাতার সেপ তৈরি করে নিব।


৬ষ্ঠঃ

g8908.png

06.png
এখনই সবকটি ডিজাইনিং এলিমেন্ট কে একত্রিত করলে এটি দেখতে কিছুটা এমন দেখাবে।


৭মঃ

g8908.png

7.1.png7.2.png
এবার সার্কেল টুলের সাহায্যে দুটি বৃত্ত তৈরি করব এবং ছোট্ট বৃত্তটিকে বড় বৃত্তের উপরে বসিয়ে প্যাথ ড্রপ ডাউন মেনু থেকে ডিফারেন্স অপশনের মাধ্যমে মাঝখান থেকে কেটে ফেলবো।


৮মঃ

g8908.png

8.1.png8.2.png

8.3.png8.4.png
এরর বৃত্ত টিকে তিনটি কর্নার থেকে পেন টুল ডিফারেন্স অপশন এর মাধ্যমে কিছু অংশ কেটে নিব ।


৯মঃ

g8908.png

09.png
এরপর আমরা একটি মাথার মুকুট এর সেপ তৈরি করে নিব পেন টুলের সাহায্যে।


১০মঃ

g8908.png

10.png
এখন সবকয়টি ডিজাইনিং এলিমেন্ট কে একত্রিত করব। লোগোটির ডিজাইন কমপ্লিট এবার শুধু কালার ইউজ করতে হবে।


সর্বশেষ ধাপঃ

g8908.png

11.png
কালার এর জন্য মাথার মুকুট, মুখের সেপ ও ফুলের পাতা এই তিনটির কালার সাদা ব্যবহার করব। বাকি এলিমেন্ট গুলোতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব।


02design-down.png

mcop01.png

02design-up.png

ফাইনাল লোগো



design-down.png

এতক্ষণ সময় নিয়ে আমার পোস্টটি পড়বার জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের লোগো ডিজাইন টি আপনাদের কাছে কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের সুন্দর মতামত আমাকে উৎসাহিত করে নতুন নতুন আর্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

design-up.png

down.png

abb logo.png

up.png

ডিজিটাল আর্টের জন্য আমি যেসব ইন্সট্রুমেন্ট গুলো ব্যবহার করেছি

0101010.png

MachineRyzen 5 pc
SoftwareInkscape

0101010.png

সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য।

@svshuvo

Sort:  

কম্পিউটার ব্যবহার করে আপনার আজকের এই আর্টটি আমার কাছে অনেক ভাল লেগেছে। আমারও একটা খারপ অভ্যাস ছিলো কম্পিউটার দিয়ে বিভিন্ন কিছু আর্ট করা কিন্তু এখন পড়াশোনা নিয়ে এমন ব্যস্ত হয়ে পরেছি যে আর সে সময় পাওয়া খুব কঠিন হয়্র পরে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর লোগো ডিজাইন করেছেন ভাই।এই লোগো ডিজাইন গুলো সাধারনত উন্নত মানের কোম্পানিগুলোতে করা হয়।লোগো তৈরি করার পদ্ধতি ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58111.37
ETH 2571.51
USDT 1.00
SBD 2.47