এসো নিজে করি( ডিজিটাল আর্ট) রেস্টুরেন্টের জন্য লোগো ডিজাইন।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]

আসসালামু আলাইকুম বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।



3d glass window logo mockup.png


আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি রেস্টুরেন্টের লোগো ডিজাইন নিয়ে। রেস্টুরেন্ট এর নাম "গ্রীন ফুড হাউস" এটির সাথে সামঞ্জস্য রেখেই আমাদের লোগোটি তৈরি করতে হবে। আমরা প্রথমে কাগজের উপরে লোগোটির স্কেচ তৈরি করে নেব এবং পরবর্তীতে সেটিকে সফটওয়্যার এর মাধ্যমে ভেক্টরে রূপান্তর করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি।

ব্যবহৃত জিনিস:

  • কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • স্কেল

Photo 29-11-21 9 11 35 PM.jpg

ব্যবহৃত সফটওয়্যারইঙ্কস্কেপ

প্রথম ধাপঃ

কাগজে চিত্র অংকন

Photo 29-11-21 8 56 54 PM.jpg

প্রথমে আমরা ঘরের উপরের ছাউনির অংশটুকু একে নিব।

Photo 29-11-21 8 58 04 PM.jpg

এখন আমরা জানালা এবং ধোয়া বেরোনোর চিমনির অংশটুকু আঁকবো।

Photo 29-11-21 9 01 18 PM.jpg

এবার আমরা বাটি এবং পাতার অংশটুকু কমপ্লিট করব ।

Photo 29-11-21 9 08 38 PM.jpg

আবার চামচ দুটি আঁকবো এবং ঘরের নিচের দাগটি টেনে নিব।

Photo 29-11-21 9 10 18 PM.jpg

চিত্র অঙ্কনের পালা শেষ এবার সফটওয়ারের মাধ্যমে ভিক্টোরাইস ফরমেটে লোগো তে রূপান্তরিত করব আমরা এই চিত্রটি কে ।

দ্বিতীয় ধাপঃ

ভেক্টরে রূপান্তর

1.png

আমরা প্রথমে দুটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের সেপ তৈরি করে নিব।

2.1.png

2.2.png

এবার বর্গক্ষেত্র দুটির সাহায্যে আয়তক্ষেত্রের উভয় কর্নার থেকে ডিফারেন্স অপশনের মাধ্যমে কেটে নিব।

3.1.png

এখন আমরা আবার দুটি আয়তক্ষেত্রের মতন সেপ তৈরি করে নিব।

3.2.png

3.3.png

এবং একটিকে অপরটির উপর বসিয়ে ডিফারেন্স অপশনের মাধ্যমে কেটে নিব ।

4.1.png

4.2.png

এখন আমরা একটি বৃত্ত নিব এবং এটিকে ডিভিশন অপশনের মাধ্যমে সমানভাবে ভাগ করে ফেলবো।

5.1.png

5.2.png

এখন একটু লম্বা আয়তক্ষেত্র তৈরি করব এবং প্যাথ ইফেক্ট এর সাহায্যে এর কর্নার গুলিকে রাউন্ড করে নিব।

6.png

এবার পেন টুলের সাহায্যে চামচ এবং পাতা গুলো একে নিব।

9.png

আমাদের লোগোটি প্রায় শেষ হয়ে এসেছে। এখন সবগুলো এলিমেন্ট একত্রিত করব এবং জানালা ও চিমনির অংশটুকু তৈরি করব।

5836284.png



02.png

ফাইনাল লোগো।



আজকের লোগোটি আপনাদের কাছে কেমন লাগলো তা মতামতের মাধ্যমে জানাবেন। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য।

@svshuvo

Sort:  
 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট আপনি বানিয়েছেন। প্রসেস গুলো খুব সহজেই আপনি উল্লেখ করেছেন। সর্বশেষে যে মোকাপগুলো ব্যবহার করেছেন সেগুলোও অনেক সুন্দর ছিলো। আপনার মোকাপ কালেকশন অনেক সুন্দর। এতে বোঝাই যাচ্ছে আপনি একজন প্রফেশনাল ডিজাইনার। আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের জন্য। আপনি ঠিকই বলেছেন আমার কাছে বেশ কিছু সুন্দর সুন্দর মাকআপ কালেকশন রয়েছে। আপনার কাছে যে আমার ডিজাইন টি ভালো লেগেছে এটি জেনে আমি খুবই আনন্দিত হলাম।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই আপনার ডিজাইন করা লোগো টি। লোগো ডিজাইন এর প্রক্রিয়া গুলো অনেক সুন্দর ও সহজ ভাবে তুলে ধরেছেন আপনি আমাদের মাঝে। এত সুন্দর একটি লোগো এর ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মতামত করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে রেস্টুরেন্টের লোগো ডিজাইনটি।আসলে আপনি লোগো তৈরিতে খুবই দক্ষ, আমি আগেও আপনার এই কাজটি দেখেছি।তাছাড়া সব থেকে আমার ভালো লাগে ,প্রথমে আপনি হাতে আঁকিয়ে নেন তারপর আপনি সেটি কম্পিউটারে লোগো তৈরি করেন।এটি দারুণ ব্যাপার,পূর্ব পরিকল্পনা।ধন্যবাদ ভাইয়া।

কোন কিছু পূর্বপরিকল্পনা করে নিলে সেটা অনেক সহজে ও সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89