DIY ||এসো নিজে করি 🏠🏠 ছনের ঘরের চিত্র অংকন🏠🏠।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।



all.png



আজকে আমি একটি ছনের ঘরের চিত্র অঙ্কন করছি। আগেকার যুগে গ্রাম বাংলার দিকে ছনের ঘরের বেশ প্রচলন ছিল। যদিও ছনের ঘর এখন আর গ্রামবাংলা তেও দেখা যায় না। এটি একটি বিলুপ্ত সভ্যতা প্রায় এখন। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি আজকের ড্রইং।

ব্যবহৃত জিনিস:
01পেন্সিল
02রাবার
03স্কেল
04কটন বার্ড

selfie(2).png

কাজের বর্ণনা:

🏠১ম ধাপঃ🏠

all(1).png

প্রথমে আমরা ঘরের সামনের দিক টি অঙ্কন করব।

all(3).png

🏠২য় ধাপঃ🏠

এবার আমরা ঘরের চালটা কে অঙ্কন করব।

all(2).png

all(4).png

🏠৩য় ধাপঃ 🏠

এখন আমরা ঘরের মাঝখান বরাবর একটি জানলা আঁকবো ।

all(5).png

🏠৪র্থ ধাপঃ 🏠

এবার আমরা পাশের ঘরটি আঁকবো, এজন্য প্রথমে আমরা ঘরের চালটিকে একে নিব।

all(7).png

🏠 ৫ম ধাপঃ 🏠

এখন পাশের দুটি খুঁটি এবং নিচের বারান্দার অংশটি আঁকবো।

all(8).png

🏠 ৬ষ্ঠ ধাপঃ 🏠

এবার আমরা ঘরের দরজা এবং সিরির অংশটি তৈরি করব।

all(9).png

🏠 ৭ম ধাপঃ 🏠

এ পর্যায়ে আমরা ঘরের ছাউনিটি সম্পন্ন করব।

all(10).png

🏠 ৮ম ধাপঃ 🏠

এবার আমরা এ ঘরের পিছনে দুটি গাছ একে নিব।

all(11).png

🏠 সর্বশেষ ধাপঃ 🏠

এবার আমরা পেন্সিল এর সাহায্যে চারপাশে হালকা কিছু দাগ দিয়ে এটিকে কটন বার্ডএর সাহায্যে হালকা করে ঘষা দিব।

🏠 চিত্র 🏠

selfie(1).png

চিত্রের অংকটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হল।


all.png

উপস্থাপন।



আজকের চিত্রটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই জানাবেন মতামতের মাধ্যমে। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif


আমার সাথে এতক্ষণ থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।

@svshuvo

Sort:  
 3 years ago 

আপনার আর্ট টি অনেক সুন্দর হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া 🙂

আপনার সুন্দর মতামত এর জন্যে ধন্যবাদ আপু।

 3 years ago 
আপনাকে একটি পরামর্শ দিলাম ভাইয়া ক্ষমার দৃষ্টিতে দেখবেন।পোস্টে একটু ভিন্নতা আনার চেষ্টা করুন। এখানেই শিশুসুলভ পোস্ট পরিহার করা হয় তারপরও আপনি দারুন অংকন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার পরামর্শটি আমি আগামীতে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব। এভাবেই পাশে থাকবেন, শুভকামনা রইল আমার পক্ষ থেকে।

 3 years ago 

ছনের ঘরের খুব সুন্দর দৃশ্য আপনি অঙ্কন করেছেন দেখতে খুব সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে সাধারণত এই ধরনের ঘর গ্রামগঞ্জে দেখা মেলে ঘর অংকন এর ধাপ গুলি সুন্দরভাবে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা থাকলো

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার গঠন মূলক মন্তব্যর জন্য।

 3 years ago 

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ছনের ঘর অংকনটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে এই ছনের ঘরটি অঙ্কন করেছেন। আপনার উপস্থাপনা আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ঘরের চিত্র টি খুবি সুন্দর হয়েছে ।প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

দৃশ্য অংকন টি আপনার অনেক সুন্দর হয়েছে প্রতিটি স্টেপ ধাপে ধাপে ভালোভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য অনেক শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অও,ঘরের নামটি আমার কাছে বেশ লেগেছে ভাইয়া।খুব সুন্দর আর্ট করেছেন।ঘরের পিছনে গাছ দুটি ভারী সুন্দর দেখতে লাগছে।ধন্যবাদ আপনাকে।

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপু।

গ্রামের এই ধরনের দৃশ্য সত্যিই অনেক সুন্দর হয়েছে এবং প্রশংসা করতে হয়। এখনো গ্রামে এ রকমের ছনের ঘরের দৃশ্য দেখা যায়। প্রতিটি ধাপেই খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পেন্সিল দিয়ে আপনি অনেক সুন্দরভাবে একটি ছনের ঘরের চিত্র অংকন করেছেন ।আপনার অংকন টি অসম্ভব সুন্দর হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, তবে আপনি যদি আপনার এই অঙ্কনের মধ্যে একটু রং ব্যবহার করতেন তাহলে আপনার ঘরটি দেখতে আরো বেশি সুন্দর লাগতো। যাইহোক আপনার কাছ থেকে আশা করব পরবর্তীতে আরো সুন্দর অংকন করার জন্য ।শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, চেষ্টা করব আগামীতে আরও ভাল কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনের।

  • পেন্সিল দিয়ে সুন্দর একটি ছনের ঘর একেছেন ভাইয়া আমার অনেক ভালো লেগেছে প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59944.92
ETH 2307.28
USDT 1.00
SBD 2.48