DIY ||এসো নিজে করি 🌙⭐⛰️পাহাড় এবং চাঁদ তারার একটি দৃশ্য অংকন🌙⭐⛰️।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]
আসসালামু আলাইকুম বন্ধুরা
বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।
আজকে আমি পাহাড়ের উপরে উদিত আকাশে চাঁদ এবং তারা একটি দৃশ্য অংকন করছি। এই চিত্রটিতে আমি পাহাড়, গাছপালা এবং আকাশের একটি দৃশ্য উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে আজকের পেন্সিল স্কেচ টি ভালো লাগবে। চলুন শুরু করি তাহলে আজকের ড্রইং টি।
01 | পেন্সিল |
---|---|
02 | রাবার |
03 | স্কেল |
04 | কটন বার্ড |
05 | কম্পাস |
|
---|
১ম ধাপঃ
প্রথমে কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিব এবং বৃত্তের ভিতরে দুটি পাহাড় অঙ্কন করব ।
২য় ধাপঃ
এরপর পাহাড়ের উপর কিছু আঁকাবাঁকা রেখা টানবো এবং কিছু ছোট ছোট ফোটা দিয়ে দেব যাতে করে পাহাড়ের ডিটেলস গুলো বোঝা যায়।
৩য় ধাপঃ
এখন দুটি পাহাড়ের উপরে দুটো লম্বা রেখা টেনে নিব ।
৪র্থ ধাপঃ
এরপর এই লম্বা রেখাগুলোর দুই সাইড দিয়ে ছোট ছোট করে লম্বা লম্বা কিছু দাগ দিয়ে দিব। ফলে এটি দেখতে কিছুটা গাছের মতন দেখা যাবে ।
৫ম ধাপঃ
এরপরে গাছের উপরে একটি চাঁদ এবং কয়েকটি তারা এঁকে দিব।
৬ষ্ঠ ধাপঃ
এখন এন্টিকাটার এর সাহায্যে পেন্সিলে মাথা থেকে কিছু গুড়া বের করে নিব।
সর্বশেষ ধাপঃ
চিত্রটি অঙ্কন এর সর্বশেষ ধাপ এটি। এখন এই পেন্সিল এর গুড়া গুলো কে ঘষে গাড়ো কালো করে দিব এবং আউটলাইন গুলোকে কলম দিয়ে হাইলাইট করে দিব।
চিত্রের অংকটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হল।
চূড়ান্ত চিত্র
আপনাদের কাছে আজকে পেন্সিল স্কেচ টি কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে জানাবেন। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
পাহাড়ি এলাকার অনেক সুন্দর একটা দৃশ্য অংকন করলেন। চাঁদ তারা এবং পাহাড়ি গাছপালা আঁকার কারণে দৃশ্যটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো 😍😍 এমনিতেই আপনার আঁকা প্রত্যেকটা জিনিস আমার কাছে অসাধারণ লাগে। এটা অসাধারণ ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার আর্ট আপনার ভালো লাগে শুনে খুশি হলাম আপু। শুভেচ্ছা নিবেন।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
আপনি তো অসাধারণ একটি দৃশ্য অংকন করেছেন। পেন্সিল দিয়ে পাহাড় গুলো অনেক সুন্দর অঙ্কন করেছেন। একটু একটু করে চাঁদ এবং তারাও অনেক সুন্দর ভাবে এঁকেছেন। পেন্সিল দিয়ে আঁকা অসাধারণ একটি দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
ভাই আপনি খুবই সুন্দর একটি দৃশ্য অংকন সম্পন্ন করেছেন। দৃশ্যটিতে পাহাড়, চাঁদ এবং গাছগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছে। দৃশ্যটি অংকন করার পদ্ধতিগুলো ধাপে ধাপে খুব সুন্দরভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
এসব আর্ট করতে অনেক ধৈর্য্য ও সময়ের প্রয়োজন হয়। আর আপনি সেই কাজটা অনেক সুন্দর ভাবে করেছেন ভাইয়া দেখেই বোঝা যাচ্ছে। আমরা তৈরি করা পাহাড়ের দৃশ্য টি অনেক সুন্দর লাগতেছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ ভাইয়া।
আপনার পাহাড়ের চাঁদ-তারার দৃশ্য অংকটি সত্যিই অসাধারণ ছিল। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল।
খুব ভালো একটা চেষ্টা করেছেন ছবিটি আঁকতে। আমার কাছে বেশ ভালো লেগেছে ছবিটা। আর উপস্থাপনা টা অনেক ভাল ছিল। অনেক গুছিয়ে পুরো বিষয়টি উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি দৃশ্য একে আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
এত সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুভকামনা রইল।
পাহাড় ও চাঁদ-তারার দৃশ্যটি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতা সহকারে অংকটি সম্পন্ন করেছেন । তাছাড়া ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া, শুভেচ্ছা নিবেন।
দারুন একেছেন আপনি পেন্সিলের আঁচড় এর সাথে যদি একটু রং এর সংমিশ্রণে ঘটাতেন তাহলে ব্যাপারটা আরো জমে যেত। যাইহোক এমনিতেও দেখতে খুব একটা খারাপ লাগছে না দারুন লাগছে। শুভকামনা রইল আপনার জন্য ভাল থাকবেন। 🙏🖤
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।