Diy-এসো নিজে করি।। বৃত্তের চারটি খন্ডিত অংশে চিত্র অংকন।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]


আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।




steemit double bord.png




আজকের চিত্রে আমি একটি বৃত্তের চারটি খন্ডিত অংশের ভিতর প্রাকৃতিক একটি দৃশ্য অংকনের চেষ্টা করেছি। এই চিত্রটিতে আমি পাহাড়, টলটলে পানি এবং পানির উপর ভাসমান কিছু দ্বীপ উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের পেন্সিল ড্রইং।

ব্যবহৃত জিনিস:
01পেন্সিল
02রাবার
03স্কেল
04কটন বার্ড
05কম্পাস

Photo 18-11-21 7 09 38 PM.jpg

চিত্রটির বর্ণনা

প্রথম ধাপ

Photo 18-11-21 6 08 52 PM.jpg

কম্পাস দিয়ে আমরা প্রথমে একটি বৃত্ত একে নিব।

Photo 18-11-21 6 13 31 PM.jpg

এখন আমরা বৃত্তটিকে ৪ টি খন্ডে বিভক্ত করে নিব।

Photo 18-11-21 6 16 07 PM.jpg

উপরের ডান সাইডের খন্ডটিকে নিয়ে আমরা প্রথমে কাজ শুরু করব। এজন্য আমরা কম্পাসের সাহায্যে একটি দাগ দিয়ে নিব এই অংশে কোনার দিক থেকে।

Photo 18-11-21 6 18 10 PM.jpg

এবার আমরা পাহাড় দুটি একে নিব এবংপাহাড়ের চূড়ার অংশটি কম্পাসের সাহায্যে যে দাগ দিয়েছিলাম সেটার সাথে মিলিয়ে দিব।

Photo 18-11-21 6 19 18 PM.jpg

Photo 18-11-21 6 20 30 PM.jpg

Photo 18-11-21 6 23 52 PM.jpg

এ পর্যায়ে আমরা পাহাড়ের উপরে ডিটেলস যুক্ত করবো।

Photo 18-11-21 6 27 45 PM.jpg

এবার উপরের কর্নার ঘেঁষে ছোট ছোট দাগ টেনে নিব এবং কিছু ফুটো দিয়ে দিব এর ভিতর দিয়ে।

Photo 18-11-21 6 30 27 PM.jpg

এবার আমরা বাম সাইডে খণ্ডটি নিয়ে কাজ করব। পূর্বের মতন করেই কম্পাসের সাহায্যে যে দাগ দিয়ে নিব সেটিকে পাহাড়ের সাথে সংযুক্ত করে দিব।

Photo 18-11-21 6 32 45 PM.jpg

Photo 18-11-21 6 36 57 PM.jpg

Photo 18-11-21 6 37 57 PM.jpg

এরপরে পাহাড়ের ডিটেলস গুলি একে নিব।

Photo 18-11-21 6 40 16 PM.jpg

এবার লম্বা লম্বা দাগ এবং ছোট ছোট ফোটা গুলি বসিয়ে দিব উপরের অংশে।

Photo 18-11-21 6 42 36 PM.jpg

এখন আমরা নিচের দিকের বাম খন্ড টিকে নিয়ে কাজ শুরু করব । এ জন্য প্রথমে আমরা দ্বীপ দুটিকে একে ফেলবো।

Photo 18-11-21 6 43 39 PM.jpg

Photo 18-11-21 6 48 32 PM.jpg

Photo 18-11-21 6 50 07 PM.jpg

এরপর একে একে আমরা গাছ এবং পানি একে ফেলবো। এই কান্ডের কাজও আমাদের তাহলে এবার শেষ।

Photo 18-11-21 6 51 10 PM.jpg

এবার সর্বশেষ খন্ড টিকে নিয়ে আমরা কাজ করব।

Photo 18-11-21 6 54 02 PM.jpg

Photo 18-11-21 6 55 09 PM.jpg

এ পর্যায়ে আমরা পূর্বের নিয়মেই একে একে দ্বীপ, গাছ এবং পানির অংশটিকে অঙ্কন করব।

Photo 4-12-21 8 06 21 PM.jpg

আমাদের চিত্রটি অংক আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে।


steemit double bord.png

চূড়ান্ত উপস্থাপন।



আজকের চিত্রটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই জানাবেন মতামতের মাধ্যমে। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

আমার সাথে এতক্ষণ থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।

@svshuvo

Sort:  
 3 years ago 

বৃওের চারদিকে খন্ডিত অংশের মধ্যে আপনি খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র অংকন গুলো আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া এভাবে উৎসাহিত করার জন্য। শুভকামনা রইল আমার পক্ষ থেকে।

এক কথায় অসাধারণ ক্রিয়েটিভিটি। একটি বৃত্তের ভিতর চারটি খন্ডে খুব সুন্দর একটি চিত্রাঙ্কন করেছেন যা খুবই ভালো লেগেছে আমার। শুভকামনা রইলো ভাই আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68559.31
ETH 2695.07
USDT 1.00
SBD 2.73