DIY ||এসো নিজে করি( ডিজিটাল আর্ট) 🏚️🔐 হাউস সিকিউরিটির জন্য লোগো ডিজাইন🏚️🔐।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।


Wood Engraved Logo MockUp 2(1).png

আজকে যে লোগোটি ডিজাইন করছি সেটি একটি হাউস সিকিউরিটির জন্য। প্রথমে কাগজের উপরে লোগোটির একটি রাফ স্কেচ এঁকে নিব আমি এবং পরবর্তীতে এই পেন্সিল স্কেচ টিকে ভেক্টর ফরমেটে রূপান্তর করব ইঙ্কস্কেপ সফটওয়ারের মাধ্যমে। শুরু করছি তাহলে আজকেরে লোগো ডিজাইনিং এর প্রসেসটি।


ব্যবহৃত জিনিস:

  • কাগজ
  • পেন্সিল
  • রাবার

প্রথম ধাপঃ

g8908.png

কাগজে চিত্র অংকন

all.png

প্রথমে শীল্ড বা ঢাল টিকে এঁকে নিব ।

all(1).png

এরপরে ঘরের ছাউনির অংশটুকু আঁকবো।

all(2).png

এখন দরজার কী-হোলের মতন একটি সেপ নিব এবং এটার ভিতর জানলা একে দিব।

selfie.png

আবার চামচ দুটি আঁকবো এবং ঘরের নিচের দাগটি টেনে নিব।

design-down.png

চিত্র অঙ্কনের পালা শেষ এবার সফটওয়ারের মাধ্যমে ভিক্টোরাইস ফরমেট লোগো তে রূপান্তরিত করব আমরা এই চিত্রটি কে।

design-up.png

দ্বিতীয় ধাপঃ

g8908.png

ভেক্টরে রূপান্তর
1.png
প্রথমে পলিগন টুলের সাহায্যে ছয় কোনা বিশিষ্ট একটি বহুভুজের সেপ তৈরি করে নিব। এরপরে প্যাথ ইফেক্ট উইন্ডো থেকে কর্নারস অপশনটি সিলেক্ট করব।
2.png
কর্নারস অপশনটির মাধ্যমে বহুভুজের নিচের দিকের দুই সাইডের কর্নার দুটিকে রাউন্ড করে ফেলব। যার ফলে এখন এটাকে কিছুটা শীল্ড বা ঢাল এর মতন দেখাবে।
3.png3.1.png
এখন প্যাথ ড্রপডাউন মেনু থেকে অবজেক্ট টু প্যাথ সিলেক্ট করব এবং বহুভুজের উপরের যে কর্নারটি রয়েছে সেটিকে সমান্তরাল করে ফেলব ।
4.1.png
এখন রেকট্যাংগুলার টুলের সাহায্যে একটি ছোট সাইজের আয়তক্ষেত্র তৈরি করব এবং এটিকে শীল্ড বা ঢাল এর যে সেপটি তৈরি করেছি সেটির উপরের দিকে মাঝখান বরাবর বসাবো।
4.2.png
এরপর প্যাথ ড্রপডাউন মেনু থেকে ইউনিয়ন অপশনের মাধ্যমে এ দুটি সেপ কে একত্রিত করে দিব।
5.png
আয়তক্ষেত্র টিকে শীল্ড বা ঢালের উপরে বসানোর ফলে দু'পাশে দুটি কর্নার তৈরি হয়েছে এই কর্নার দুটিকে প্যাথ ইফেক্ট উইন্ডো থেকে কর্নারস অপশনটির মাধ্যমে রাউন্ড করে দিব। এবার এটি দেখতে সম্পূর্ণ একটি শীল্ড বা ঢাল এর মতন দেখাচ্ছে।
6.1.png6.2.png
এবার প্যাথ ড্রপডাউন মেনু থেকে ডিফারেন্স অপশনের মাধ্যমে শীল্ড এর মাঝখানের অংশটি কেটে ফেলবো, যাতে করে শুধু চারপাশের বর্ডার টি থাকে।
7.png
আরো একটি লেয়ার কপি করে এটির উপরে বসিয়ে দিব।
8.png
এবার পেন টুলের সাহায্যে ঘরের চাল এর মতন করে একটি সেপ তৈরি করব।
9.png
এপারে ঘরের জানালা এবং দরজার কী হলের মতন করে আরও দুটি সেপ তৈরি করব।
10.png11.png
এবার জানালার সেপটিকে কী হলের সেপটির উপরে বসিয়ে প্যাথ ড্রপডাউন মেনু থেকে ডিফারেন্স অপশনের মাধ্যমে কেটে ফেলবো।
12.png
লোগো ডিজাইনিং এর প্রসেসটি সর্বশেষ পর্যায়ে। এখন সবকটি ডিজাইনিং এলিমেন্ট কে একত্রিত করে ফেললে চূড়ান্ত লোগোটি তৈরি হয়ে যাবে।


02design-down.png

Wood Engraved Logo MockUp 2.png

ফাইনাল লোগো

02design-up.png



এতক্ষণ সময় নিয়ে আমার পোস্টটি পড়বার জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের লোগো ডিজাইন টি আপনাদের কাছে কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের সুন্দর মতামত আমাকে উৎসাহিত করে নতুন নতুন ডিজিটাল আর্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

down.png

abb logo.png

up.png

ডিজিটাল আর্টের জন্য আমি যেসব ইন্সট্রুমেন্ট গুলো ব্যবহার করেছি

0101010.png

MachineRyzen 5 pc
SoftwareInkscape
CameraiPhone 6s

সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য।

@svshuvo

Sort:  

অনেক সুন্দর হয়েছে হাউস সিকিউরিটির জন্য লোগো ডিজাইন টি । এরকম ডিজিটাল আর্ট আমি খুবই পছন্দ করি । ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন অনেক সুন্দর ভাবে। ধন্যবাদ আপনাকে ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

অতব সুন্দর ভাবে ডিজাইন এবং উপস্থাপনা করেছেন,একটা প্রশ্ন ছিলো, আপনি যে এপপ টা ব্যবহার করেছেন তার নামটা কি জানা জাবে?যদি জানান তাহলে আমার জন্য ভালো হবে।

ডিজাইনিং এর জন্য আমি Inkscape সফটওয়্যার ব্যবহার করি।

 3 years ago 

ভাইয়া আপনার এই ডিজিটাল আর্ট গুলো এত্তো সুন্দর হয় যা বলার মতো না। এভাবেই সুন্দর সুন্দর ছবি শেয়ার করে পাশে থাকবেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। সব সময় চেষ্টা রাখব ভালো মানের আর্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবার।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59476.67
ETH 2299.07
USDT 1.00
SBD 2.48