এসো নিজে করি( ডিজিটাল আর্ট) বিউটি সেলুন এর জন্য লোগো ডিজাইন।। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।

Office Space Window Logo Mockup.png

আজকে আমি আপনাদের সাথে একটি বিউটি পার্লার এর লোগো ডিজাইন প্রক্রিয়া শেয়ার করব । প্রথমে আমরা পেন্সিল এর সাহায্যে কাগজের উপরে লোগোটির স্কেচ আঁকবো এবং পরবর্তীতে সেটিকে সফটওয়্যার এর মাধ্যমে ভিক্টোরাইস ফরমেটে রূপান্তরিত করব। চলুন তাহলে শুরু করি আজকের লোগো ডিজাইন।

ব্যবহৃত জিনিস:

  • কাগজ
  • পেন্সিল
  • রাবার
ব্যবহৃত সফটওয়্যারইঙ্কস্কেপ

প্রথম ধাপঃ

চিত্র অংকন

Photo 13-11-21 6 09 20 AM.jpg

প্রথমে আমরা একটু বাঁকা করে দুটি লাইন টেনে নেব । যেটি চুলের ডিজাইন ব্যবহৃত হবে ।

Photo 13-11-21 6 13 49 AM.jpg

এবার আমরা নিচে চেহারার অংশটি আঁকবো।

Photo 13-11-21 6 19 43 AM.jpg

এখন আমরা ফুলের মতন একটি সেপ তৈরি করার চেষ্টা করব ।

Photo 13-11-21 6 22 14 AM.jpg

Photo 13-11-21 6 24 36 AM.jpg

এরপরে উল্টো করে আমরা আরেকটি পাপড়ি সহ ফুল আঁকবো।

260074774_963001857932334_4480762839806172942_n.jpg

চিত্র অঙ্কনের পালা শেষ এবার সফটওয়ারের মাধ্যমে ভিক্টোরাইস ফরমেটে লোগো তে রূপান্তরিত করব আমরা এই চিত্রটি কে ।

দ্বিতীয় ধাপঃ

ভেক্টরের ফরমেটে রূপান্তর

1-spa logo.png

প্রথমে আমরা একটি বৃত্ত, অর্ধবৃত্ত এবংএকটি সেপ নিয়ে নিব।

2-spa logo.png

2.1-spa logo.png

2.2-spa logo.png

এবারের এগুলোকে একটির উপর আরেকটি সাজিয়ে প্যাথ অপশনে গিয়ে ডিফরেন্স এর মাধ্যমে কেটে ফেলবো ।

4-spa logo.png

4.1-spa logo.png

4.2-spa logo.png

এখন আমরা আমাদের চিত্র অনুযায়ী ফুলটিকে আঁকবো এবং পূর্বের মতোই প্যাথ অপশনে গিয়ে ডিফরেন্স এর মাধ্যমে মাঝখানের অংশটি কেটে ফেলবো ।

5-spa logo.png

এ ফুলটি আমরা চিত্র অনুযায়ী পেন টুলের মাধ্যমে তৈরি করে নিব ।

6.1-spa logo.png

6.2-spa logo.png

7.0-spa logo.png

এবার চেহারার অংশটুকু একটি ডিম্বাকার সেপ এবং আরেকটি কাস্টম সেপের মাধ্যমে তৈরি করব।

8-spa logo.png

চূড়ান্ত ডিজাইন।

Realistic 3D Wall Logo MockUp(1).png

চূড়ান্ত উপস্থাপন।



আজকের লোগো ডিজাইন টা আপনাদের কেমন লাগলো তা মতামতের মাধ্যমে জানাবেন। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

আমার সাথে এতক্ষণ থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।

@svshuvo

Sort:  

দারুন ছিলো ভাই।খুব ভালো লেগেছে।আমার খুব শিখার ইচ্ছা লোগো ডিজাইন বাট হয়ে উঠে না। আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি অন্য সেক্টরে, যাই হোক, খুব সুন্দর হয়েছে ভাই,অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

চেষ্টা করেন ভাই প্রতিদিনই কিছুটা সময় বের করার এটার জন্য। দেখবেন একদিন আপনিও অনেক ভালো মানের লোগো ডিজাইনার হয়ে যাবেন ইনশাল্লাহ।

 3 years ago 

ওয়াও ভাই ফিদা হয়ে গেলাম।তো দেখে।নিখুত অংকন সত্যি মন কেরে নেয়।আপনি খুব ভালো দিজিটাল অংকন করেন এভাবেই এগিয়ে যান সাফাল্যর চুরায় শুভ কামনা রইলো।

একজন ডিজাইনার এর সার্থকতা তখনই যখন তার আর্ট কারো ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই সুন্দর মন্তব্যটির জন্য।

 3 years ago 

গ্রাফিক ডিজাইন এর কাজ আপনি খুব দারুণ ভাবে করেন। পোস্ট টি খুব গুছিয়ে লিখেছেন এবং মার্ক ডাউন ভালো করে ব্যাবহার করেছেন। সব মিলিয়ে ভালো লাগলো আমার। শুভ কামনা রইলো ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। আমাদের এবিবি স্কুলের ভাইয়ারা খুবই সুন্দর ভাবে আমাদের গাইড করেছে মার্ক ডাউন এর ব্যাপারে। সে অনুসারে চেষ্টা করেছি নিজের তরফ থেকে যতটুক সম্ভব হয় করারা।

 3 years ago 

আপনার কাজটি অনেক ভাল লেগেছে। আপনার গ্রাফিক্স ডিজাইন এ অনেক সুন্দর ভাবে কাজ করতে পারেন আর আপনার লোগোটি আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া, চেষ্টা করব আগামীতেও ভালো কিছু নেই আপনাদের মাঝে উপস্থিত হবার।

 3 years ago 

অও,দারুণ হয়েছে লোগোটি।আপনি খুবই দক্ষতার সঙ্গে এটি তৈরি করেছেন।ডিজাইনটি আমার কাছে খুবই ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58387.03
ETH 2359.14
USDT 1.00
SBD 2.37