এসো নিজে করি( ডিজিটাল আর্ট)।। রেস্টুরেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন।

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা



বাংলা ভাষাভাষী "আমার বাংলা ব্লগের" সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি সৃষ্টিকর্তা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহতালা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।



1618.png

আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি একটি ডিজিটাল আর্ট নিয়ে। আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করি। সেই সুবাদেই আজকে আমি আপনাদের একটি রেস্টুরেন্টের সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করে দেখাবো। আশা করি "আমার বাংলা ব্লগ" এর সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে বন্ধুরা শুরু করি ।



ব্যবহৃত সফটওয়্যার:ফটোপিয়া

বর্ণনা :

আমরা আজকে একটি রেস্টুরেন্ট এর জন্য প্রমোশনাল ব্যানার তৈরি করব যার মাধ্যমে রেস্টুরেন্টের আকর্ষণীয় অফার ক্রেতাদের কাছে সহজে এবং লোভনীয় ভাবে উপস্থাপন করা যাবে।

কাজের প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করছি



1.png

প্রথমে আমরা ব্যানারের সাইজ অনুযায়ী আর্ট বোর্ড সেটাপ করবো এবং কাটিং এরিয়া রেখে মার্জিন টেনে নেব।


2.png

আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ শুরু করব। এজন্য আমরা একটা ছেঁড়া পেপারের কাটিং ইউজ করব এবং অপাছিটি কমিয়ে কাঠের বোর্ডের একটা ইমেজ ব্যবহার করব।


steemit bord.png
Unsplash

এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু পিজ্জার একটি ছবি লাগবে। এজন্য আমরা কঁপিরাইট ফ্রী একটি ইমেজ ডাউনলোড করে কুইক সিলেকশন টুল এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু পিজ্জার অংশটুকু তুলে নেব।


3.png

এখন আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সম্পন্ন পিজ্জার ইমেজটি আমাদের ব্যানারে ব্যবহার করব।


4.png

এবার আমরা ইনফর্মেশন লিখব এবং বিভিন্ন ফন্ট ও কালার কম্বিনেশন এর মাধ্যমে টেক্সট গুলো ডিজাইন করব।

5.png

এ পর্যায়ে আমরা গ্রাহককে আকর্ষণ করার জন্য যে অফারগুলো রয়েছে সেগুলো ডিজাইন করব।

final.png

আমাদের কাজ প্রায় শেষ। ব্যানারটা একটু ফাঁকা ফাঁকা এবং বোরিং লাগছে। এজন্য আমরা এটিকে আরো আকর্ষণীয় করে তুলবার জন্য কিছু পাতা, টমেটোর কাটা অংশ, ও কিছু পার্টিকেলস ব্যবহার করব।

ফাইনাল প্রেজেন্টেশন

1618.png



সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এতক্ষণ সময় দেবার জন্য। আমি চেষ্টা করেছি যথাসাধ্য ভাবে আপনাদের সামনে পুরো ব্যাপারটি উপস্থাপন করার। আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে আজকের ডিজিটাল আর্টটি কেমন লাগল। আজকের মত এখান থেকেই বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ , সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।

ফটোগ্রাফার@svshuvo
ডিভাইসiPhone 6S

ধন্যবাদ সবাইকে
@svshuvo

Sort:  

বাহ! দারুন আইডিয়া তো আপনার, খুব সুন্দর ডিজাওন করেছেন, ভাইয়া। যদিও আমি এই কাজগুলো পারি প্রফেশনালি। PNG ফাইলের সাথে যদি স্যাডর কাজটি একটু বুঝিয়ে দিতেন তাহলে আমাদের ক্ষেত্রে বুঝতে আরওে সুন্দর হবে এবং ভালো লাগবে। আপনি আসলেই অনেক সুন্দর কাজ করেছেন ভাইয়া। অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

ঠিকই বলেছেন ভাইয়া স্যাডর কাজটা আসলে দেখানো হয়নি। পরেরবার ইনশাল্লাহ স্যাডর কাজটিও বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ফটো পিয়া সফটওয়ারের মাধ্যমে ধাপে ধাপে রেস্টুরেন্টের ব্যানার বানানোর প্রসেস চমৎকার ছিল এবং শিক্ষনীয় বিষয় ছিল। ব্যানার বানানোর ক্ষেত্রে সুন্দর ও আকর্ষণীয় দিকে লক্ষ্য রাখতে হয়। আপনি এখানে সেই বিষয়টি সুস্পষ্ট ভাবে ডিজিটাল আর্টের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন যা খুবই দৃষ্টিনন্দন ছিল। আশা করি সামনে অন্য কোন ব্যানার নিয়ে পোস্ট করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32