নাটক রিভিউ || হাড় কিপটে || ২৩ তম পর্ব

in আমার বাংলা ব্লগ4 months ago
আসসালামু আলাইকুম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নাটক রিভিউ নিয়ে। আশা করি এই নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে যদি আমার রিভিউ পড়ে থাকেন এবং নাটকটি দেখেন। আমরা জানি হাড় কিপটে নাটক ১০৫ পর্ব। আজ আমি ২৩তম পর্ব আপনাদের মাঝে রিভিউ করে তুলে ধরতে যাচ্ছি। চলুন আর দেরি না করে এখনই শুরু করি।


Screenshot_20240212-090900.jpg

স্ক্রিনশট: ইউটিউব


🤔নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ🤔
নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউ২৩ তম পর্ব
দৈর্ঘ্য১৮ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব চ্যানেল @cdchoicedrama


চরিত্রেঃ

  • মোশাররফ করিম
  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

হাড় কিপটে নাটকে তেইশ তম পর্বের শুরুতে লক্ষ্য করা যায় গোল্লা তার কৃপণ মামার বাড়িতে এসে বেশ মজমা বসিয়ে ফেলেছে। একদিকে তার মামনি জামাই আশায় মোরগ জবাই করেছে। আরেক দিকে তার কৃপণ মামাতো ভাই বহরের বেশ খুব সৃষ্টি হয়েছিল কিন্তু গোল্লা তাকে খুব কৌশলে বোঝায় এই মাংস আমি নিয়ে এসেছি। এটা গরুর মাংস খেয়ে দেখনা একবার। আর এভাবে বহরকে মাংস খাওয়ায় দিয়ে মামার কাছে আবার উল্টা বলল, আপনি না খেয়ে রয়েছেন ওদিকে বহর তো মজা করে মোরগের মাংস খাচ্ছে। মূলত তার প্রচেষ্টা ছিল কৃপণ মামা আর কৃপণ মামাতো ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করার। এদিকে দেখা যায় সত্যি কৃপণ বাবা ছেলের মধ্যে মনোমালিন্য হয়ে গেল মাংস খাওয়া নিয়ে।

Screenshot_20240228-090303.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে হারাধন কাকা তার একমাত্র ছেলে ভূপেন কে বধ করবে বলে যখন রেগে ছিল তাই ভূপেন আর বাড়ি আসতো না। অনেকদিন পর বাড়ি আশাতে ভূপেনের বোন খুব সুন্দর করে বুঝাতে চাচ্ছিল, বাবা না হয় একটু রাগ করেছিল। কিন্তু ভুপেনের উল্টাপাল্টা কথা শুনে সে খুব রাগ করলো। তাই ভূপেনের বোনের কথা হচ্ছে সে পাড়ার আজেবাজে ছেলের সাথে মিশে নষ্ট হয়ে গেছে। এদিকে ভূপেন শিবানীর বিয়ের কথা বললেও সে রাজি হয় না। যখন ধর্ম বিষয়ে কথা বলে তখন ভূপেন উল্টা বলে বসে সে কতটা ধর্মের কাজ করছে বিয়ে না করে। সামান্য দুইটা মুড়ি খেতে দিয়ে ফালতু বকাচ্ছে তাকে তাই রাগ হয়ে গেল ভূপেনের।

Screenshot_20240228-090910.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


নহর তার প্রেমিকা রেশমার কাছে গোল্লার ক্রিটিকালের কথা বলতে গিয়ে যেন উল্টা নিজেই প্রেমিকার কাছে অপমানিত হচ্ছে। বাড়িতে রান্না করা হয়েছে মোরগ এর মাংস, গোল্লা যেহেতু বলেছে গরুর মাংস। তাই সে বুঝতে না পারায় নিজেও কনফিউশনে পড়ে গেছিল। অতঃপর গোল্লার কাছ থেকে সত্যিটা যাচাই করে নিয়েছে। তাই রেশমা প্রেমিককে বলছে তুমি ছেলেমানুষ হয়েও জেনো বোকা, কিসের মাংস সেটা বুঝতে পারো না। সত্যি সব কথা মুখ খুলে সবার কাছে বের করতে নেই আনন্দ রসের জায়গায় যেন অপমানিত হতে হয়। এদিকে তাদের দুইজনের একসাথে বন জঙ্গলে বসে কথা বলতে দেখে ভূপেনের বোন শিবানী আশ্চর্য হয়ে গেল। কতটা বেহায়া হলে ছেলে মেয়ে এভাবে গল্প করা যায় এরাই তো ধর্ম নষ্ট করে ফেলছে। কিন্তু রেশমার উল্টাপাল্টা কথাই সে আরো রেগে গেল, মেয়ে হয়ে কিভাবে সে উত্তর দিচ্ছে।

Screenshot_20240228-091233.jpg

Screenshot_20240228-092544.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ভূপেন যেহেতু দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে তাই তার বাবা সিদ্ধান্ত নিয়েছে তার ছেলে বিদেশে চলে যাও। তবে প্লেনে চড়ে যাওয়া যাবে না, সেটাই অনেক খরচ। সে যদি নৌকায় চড়ে যেতে পারে ভালো হয়, না হয় পায়ে হেঁটে যাক। সত্যি তার বাপ ছেলের দুজনের মধ্যে যখন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, কথা কাটাকাটি সৃষ্টি হয়, কথাগুলো শুনতে বেশ দারুন লাগে। যেন নাটকের অন্যরকম কৃপণতার মধ্য দিয়ে হাস্যরস এই জায়গায়।

Screenshot_20240228-091800.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে দুলাভাই যখন নজর আলীর কুলাঙ্গার বড় ছেলের বিয়ের কথা বলছিল তখন সে বারবার বোঝাতে চাচ্ছিল তার গ্রামে তো অনেক সুন্দর মেয়ে আছে। আর এভাবে এক সময় প্রকাশ পেল সে চুমকিকে ভালবাসে। হয়তো দুলাভাই শশুরের অবাধ্য হয়ে কিছু করতে পারবে না তাই সে ক্ষেত্রে সে তার পরিবারকে পাঠাতে চাইলো, হয়তো তার বোন কিছুটা উপকার করতে পারে এ বিষয়ে। তবে মেইন সমস্যা তার বাবা যে তাদের বিয়ে দিতে চায় না। বিয়ে দিতে চাইলে না হয় একটা কিছু করাজেত।

Screenshot_20240228-092107.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


নাটকের লাস্টের দিকে দেখা যায় বহর তার ফুফাতো ভাই গোল্লাকে ইট নিয়ে দৌড়ানি দিচ্ছে। সে মূলত বুঝতে পেরেছে বাপ ছেলের মধ্যে ফাটল সৃষ্টি করছে গোল্লা। তবে গোল্লা একটা ফোন দিয়ে তো বলল তুই এটা আমার গায়ে মারলে তোর ক্ষতি হিটলার দাম আছে এই কথা শুনে কিন্তু গোল্লা আনন্দে আটখানা। তাই ইট টা নিয়ে বাড়ি চলে যাচ্ছে এমন মুহূর্তে শিবানির সাথে গোলদার দেখা হলে সে প্যাঁচ লাগিয়ে দেয় শিবানীদের ইট নিয়ে বহর চুরি করে পালাচ্ছে এ কথা বলে। শিবানী সেই আম পরার কথাটাও গোল্লার কাছে বলল। আর তাদের মূলত বহরের অপরাধ গুলো উন্মোচন করার প্রচেষ্টা। আর এভাবেই ২৩ তম পর্বের সমাপ্ত।

Screenshot_20240228-092635.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ব্যক্তিগত মতামত:

এই পর্বে লক্ষ্য করা গেছে গোল্লা এসে তার কৃপণ মামা আর মামাতো ভাইয়ের মধ্যে ফাটল ধরানোর এক সুন্দর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মূলত সে মামার বাড়িতে এসেছে স্বার্থ উদ্ধারের জন্য তাই কুলাঙ্গার দুই ভাইকে হাত করতে পেরেছে খুব সহজে। তাই মিথ্যা এটা সেটা বলে বহরের নামে দুর্নাম সৃষ্টি করা মামার কাছে প্যাচ লাগানো এমন কাজেই গোল্লা ব্যতীত ব্যস্ত। ওদিকে মামাতো দুলাভাই এসেছে কুলাঙ্গার দুই মামাতো ভাইয়ের বিয়ের বিষয় নিয়ে। কিন্তু কুলাঙ্গাররা গ্রামে প্রেম করে বসে রয়েছে এটা তাদের জানা ছিল না। তারা দীর্ঘদিন প্রেম করে আসছে কিন্তু বিয়ে করার সাধ্য হচ্ছে না বাবার ভয়ে এই বিষয়টা দুলাভাই আর মামাতো ভাই স্পষ্ট বুঝে ফেলেছে। পাশাপাশি অবশেষে ভূপেন বাড়িতে ফিরতে পেরেছে কিন্তু বাবার সাথে মনের মিল হলো না। সব মিলে নাটকটাই বেশ সুন্দর হাস্যরস আর প্রত্যেক জনের অভিনয় নিখুঁতভাবে ধরা পড়ছে। দেখে মনে হয়না ওপেন চলছে যেন বাস্তব দুইটা কৃপণ ফ্যামিলির ঘটনা। আশা করি পরবর্তী পর্বে এমন আনন্দ কথাবাত্রা আরও অভিনয়ের মাধ্যমে দেখতে পারব।
ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকের লিংক


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 4 months ago 

এই নাটকটি অনেক আগে দেখেছিলাম। খুব চমৎকার ও হাস্যকর একটি নাটক। তবে এটি অনেক পুরনো নাটক তাই এখন তেমন একটা চোখে পড়ে না। তবে আজকে আপনার এই রিভিউ এর মাধ্যমে আবারও মনে পড়ে গেল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

নতুনের ভিড়ে নাটক গুলো পিছনে পড়ে গেছে তবুও নাটকটা সেইরকম আনন্দদায়ক।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এ কথা একদম ঠিক বলেছেন ভাই নতুন ভিড়ে পুরান গুলো পিছে পড়ে গেছে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

তবুও এই নাটকটা আমার কাছে নতুন রয়ে গেছে ভাইয়া।

Posted using SteemPro Mobile

অনেক সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করবেন ভাইয়া। অনেক সুন্দর হাসির একটি নাটক নাটকের বেশ কিছু পর্ব আমি দেখেছি। মোশারফ করিমের এই নাটক গুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে।আপনাকে ধন্যবাদ সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।

 4 months ago 

নাটক রিভিউ নিয়ে সুন্দর মন্তব্য করেছেন দেখছি।

Posted using SteemPro Mobile

 4 months ago 

দেখতে দেখতে হাড় কিপটে নাটকটার ২৩ তম পর্ব শেষ হয়ে গিয়েছে। আর আমার কাছে ২৩ তম পর্বটার রিভিউ পোস্ট পড়তে খুবই ভালো লেগেছে। এই হাড় কিপটে নাটকটার বেশিরভাগ পর্ব আমি পড়েছি। এই নাটকটার রিভিউ এত সুন্দর করে লিখেছেন দেখে, নাটকটার রিভিউ পোস্ট পড়লে নাটকটা আর দেখা লাগবেনা। কারণ সম্পূর্ণ কাহিনী তো রিভিউর মাধ্যমেই জেনে নেওয়া যায়। প্রত্যেক জনের অভিনয় অনেক বেশি সুন্দর ছিল। আর তাদের অভিনয়ও কিন্তু অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আশা করছি আপনি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে হাড় কিপটে নাটকটার ২৪ তম পর্ব শেয়ার করবেন।

 4 months ago 

চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার কাছে মনে হয় বাংলাদেশের সব থেকে মজাদার একটা নাটকের নাম হচ্ছে হাড়কিপটে। যখনই এই নাটকটা চোখের সামনে চলে আসে তখনই শেষ না করা পর্যন্ত ভালো লাগেনা। কিছুদিন আগে ও আমি হারকিপটে নাটকটা দেখতে শুরু করেছিলাম আর শেষ করেও ফেলেছি।

 4 months ago 

হ্যাঁ কথাটা কিন্তু মন্দ বলোনি।

Posted using SteemPro Mobile

 4 months ago 

হাড় কিপ্টে নাটকের এই পর্ব টি বেশ হাসির ছিল ভাইয়া।আমার এই নাটকের সব এপিসোড দেখা ছিল।ভালো লাগলো আপনার রিভিউ পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

হ্যাঁ এই নাটকটা আমার খুব ভালো লাগে আর এই পর্বটাও বেশ দারুন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44