চালকুমড়ো ও করল্লার ফুলের বুক থেকে প্রজাপতির ফটো ভিডিও ধারণ

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম




হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। কিছুটা পাগলামি মনোভাব মাঝে মধ্যে মনের মধ্যে সৃষ্টি হয়ে যায়। আর মন চায় সে পাগলামিটা আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু আমরা সবাই একই পরিবারের সদস্য। মাছের খাবার দেওয়া শেষ করে বাড়ি ফেরার মুহূর্তে হঠাৎ দেখলাম ফুলের বুকে বসে রয়েছে কয়েকটা প্রজাপতি। তাই মনে হল ভিডিও ধারণ করি কিন্তু প্রজাপতি তো আমাকে বেশি হয়রানি দিয়েছে আক্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে গিয়ে। তবুও চেষ্টা করেছিলাম ভিডিও ধারণ করতে। চলুন দেখে আসি ভিডিওটা।


ফটো ও ভিডিওগ্রাফি:



কিছুদিন আগে হঠাৎ দেখলাম কুমড়ো ফুলের উপর একটি প্রজাপতি বসে রয়েছে। তাই ভাবলাম একটি ভিডিও ধারণ করে যা আপনাদের মাঝে শেয়ার করতে পারব। যেহেতু আমি মাঝেমধ্যে আপনাদের মাঝে ভিডিও প্রকাশ করে থাকি। আর এই চিন্তাধারা মাথায় রেখে আমি আমার মোবাইলের ভিডিও শুরু করলাম। কিছুটা সময়ের পর প্রজাপতি বারবার উড়ে যেতে লাগল একটি ফুল থেকে আরেকটি ফুলে যাচ্ছে। এরপর এদিকে ওদিকে হারিয়ে যাচ্ছে।আমিও পিছু ছাড়লাম না। ছোট্ট এই প্রজাপতি উড়ে উড়ে যেই দিকে যেতে থাকলো আমিও ওর পিছু পিছু সেদিকে যেতে থাকলাম। আর এভাবেই চেষ্টা করতে থাকলাম তার ভিডিও ধারণ করার। এরপর চালকুমড়া গাছ থেকে হঠাৎ চলে গেল করল্লা গাছের দিকে। আমি তখন মাঝখানের বেড়া পার হয়ে সেদিকে আসার চেষ্টা করলাম। থেকে এই মুহূর্তে প্রজাপতিটা কোন দিকে গেল জানতে পারলাম না ঠিক তারই মতো আরেকটি প্রজাপতি মনে হলো করলার ফুলের উপর বসে রয়েছে এখন জানে না এটা সেটা নাকি অন্য প্রজাপতি। যাইহোক ওই মুহূর্তে আমি ভিডিও ধারণ স্টপ রেখেছিলাম। এরপর করলা ফুলের কাছে এসে পুনরায় প্লে করলাম। কারণ আমার উদ্দেশ্য সুন্দর একটি ভিডিও ধারণ করা। যখনই দেখলাম করলার ফুলের উপর প্রজাপতি বসে রয়েছে আবার শুরু করে দিলাম ভিডিও ধারণ করা কিন্তু এখানেও সেই একই অবস্থা। প্রজাপতিটা বেশ ছটফট করছে এদিক থেকে ওদিকে একবার ফুলে আরেকবার পাতায় বসছে কিন্তু আমার উদ্দেশ্য আজকে ভিডিও ধারণ করেই ছাড়বো। আর ঠিক এভাবে মাঝেমধ্যে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে রাখতে বেশ ভালই লাগে। একলা নির্জনতাই সময় কাটানোর সুন্দর একটি মুহূর্ত তৈরি করে দিয়েছে আমার বাংলা ব্লগ। মনের মধ্যে উদ্দেশ্য রয়েছে ভিডিও শেয়ার করব তাই কোন ক্লান্তি বা হয়রানি মনে না করেই এভাবে ভিডিও ধারণ করা আর মাঝেমধ্যে ফটো তোলা। যাহোক ভিডিওটা আমি ইনসট অ্যাপ এর মাধ্যমে সুন্দরভাবে এডিটিং করেছি। ভিডিও সাউন্ড দূর করে মিউজিক সাউন্ড যুক্ত করায় বেশ ভালই লাগছে আমার কাছে।


Video device: Infinix hot 11s
location



আমার মোবাইলে এই সুবিধাটা থাকায় আমার খুবই ভালো লাগে ভিডিও ধারণ করার মুহূর্তে ফটোগ্রাফি করা যায়। মাঝেমধ্যে যখন দেখি খুব সুন্দর দেখা যাচ্ছে তখনই ক্লিক করার মধ্য দিয়ে ফটোগ্রাফি করে ফেলি। তাই দেখতে পাচ্ছেন ভিডিও ধারণ করার মুহূর্তে কত সুন্দর সুন্দর কয়েকটা ফটো হয়ে গেছে ফুলের বুকে বসে থাকা প্রজাপতির দৃশ্য। আপনারাও চাইলে এভাবে সুন্দর কিছু ফটোগ্রাফি ও ভিডিও ধারণ করতে পারেন প্রকৃতির মাঝখান থেকে।

IMG_20231112_092949_653.jpg

IMG_20231112_092955_940.jpg

IMG_20231112_093004_8.jpg

IMG_20231112_092944_190.jpg
Photography device: Infinix hot 11s
location



আমি যখন কুমড়ো বান থেকে বেড়া পার হয়ে চলে আসলাম করলার বানের দিকে প্রজাপতির পিছু পিছু ঠিক তখনই মনে ছিল এখানেও ভিডিওর মাঝখান থেকে ফটোগ্রাফি করতে হবে। করল্লার ফুল কিন্তু দেখতে খুবই ছোট কিন্তু ভালোভাবে যদি ফটোগ্রাফি করা যায় বেশ ভালই লাগে দেখতে। তাই ভিডিওর মাঝখান থেকে এখানে কয়েকটা ফটো তুলে ফেলেছি আর এভাবে সুন্দর কিছু ফটো হয়ে গেছে ভিডিও ধারণের মধ্যে দিয়ে আমার সবজি বাগানে থেকে। আর এভাবে প্রতিদিন দুই বেলা লক্ষ্য করে থাকি বিভিন্ন প্রকার কীটপতঙ্গ আমার সবজি গাছের বসে রয়েছে খেলা করছে মধু আহরণ করছে।

IMG_20231112_093157_1.jpg

IMG_20231112_093157_5.jpg

IMG_20231112_093158_2.jpg

IMG_20231112_093230_9.jpg

Photography device: Infinix hot 11s
location


ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 last year 

ফুলের মাঝে প্রজাপতি বিষয় টা খুবই দারুন লাগে।ভিডিও গ্রাফি টা অনেক সুন্দর লাগছে দেখতে।দারুন নিখুত ভাবে আপনি করেছেন কাজটা। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ

 last year 

উড়ন্ত যে কোন প্রাণীর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ধারণ করা অনেকটা কষ্টসাধ্য।
আপনার ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আপনি অনেক দক্ষতা এবং ধৈর্য সহকারে ফ্রেমবন্দি করেছেন।
ভিডিওর সাথে মিউজিকটা বেশ দারুন উপভোগ করলাম।

Posted using SteemPro Mobile

 last year 

একদম ঠিক কথা বলেছেন ভাইজান

 last year 

চাল কুমড়ো ও করলার ফুলের ওপর প্রজাপতিটি উড়ছে আর বসছে দেখতে ভীষণ ভালো লাগছে। সময় ও ধৈর্য সহকারে অনেক সুন্দর ভাবে ভিডিওটা ধারণ করেছেন দেখছি। ফুলের ওপর এরকম প্রজাপতি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এত সুন্দর ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ভালো লেগেছে জেনে খুশি হলাম

 last year 

কুমড়া ফুলের উপর বসে থাকা প্রজাপতির ভিডিওগ্রাফিটা খুবই চমৎকার লাগছে। এ ধরনের ভিডিও করতেও অনেক ভালো লাগে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। কুমড়া ও করলা ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। আপনার পোস্টটি দেখে বেশ ভালই লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

চেষ্টা করেছি ভাইজান আপনাদের মাঝে তুলে ধরবো তাই সুন্দরভাবে ভিডিও ধারণ করতে

 last year 

আপনার পাগলামিটা আমার ভালো লাগলো যে আপনি ফটোগ্রাফির জন্য পাগলামি করেছেন। আপনি মাছের খাবার দেওয়া শেষ করে বাড়িতে যাওয়ার মুহূর্তে হঠাৎ দেখলেন যে ফুলের বুকে বসে রয়েছে কয়েকটা প্রজাপতি এবং ভাইয়া এই ফটোগ্রাফি করা গুলো কিন্তু ভীষণ কষ্ট। এরা এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থির থাকে না। ভীষণ কষ্ট হয়ে যায় ফটোগ্রাফি করা। চাল কুমড়ার ফুলটি আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির আশপাশে অনেক রয়েছে ভাইয়া। আমারও ঠিক এমন ভাবে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে রাখতে বেশ ভালই লাগে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যায় নিমিষেই।আপনার মোবাইলের সুবিধা আমার কাছেও ভীষণ ভালো লাগলো যে ভিডিও থাকা অবস্থায় ফটোগ্রাফি করা যায়। দারুন ভিডিওটি আমাদের মাঝে তুলে ধরেছেন ও ফটোগ্রাফি করেছেন। দুর্দান্ত ছিল ভাইয়া। প্রজাপতি অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে।

 last year 

মাঝেমধ্যে কখন কি মনে বলে তা বোঝা মুশকিল

 last year 

কুমড়ো ফুল ও করলা ফুলের বুকে প্রজাপতি
মধু খাচ্ছে যা দেখে খুব ভালো লাগলো।প্রজাপতির মাধ্যমে ফুলের পরাগায়ণ ঘটে তাই এই সুন্দর প্রজাপতির মাধ্যমে আমরা উপকারী হয়ে থাকি।খুব ভালো লাগলো পোস্ট টি।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

চাল কুমড়ো ও করলার ফুলের উপর বসে থাকা প্রজাপতির ফটোগ্রাফি অসাধারণ লাগছে দেখতে। আসলে ফুলের উপরে এ ধরনের পতঙ্গ বসে থাকলে সৌন্দর্যটা অনেক বেশি ভালো দেখায়। খুবই সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 last year 

তাইতো চেষ্টা করেছি আপনাদের মধ্যে ভালো লাগাটা শেয়ার করি

 last year 

হলুদ রঙ্গের কুমড়ো ফুলের উপর বসে থাকা প্রজাপতির ভিডিওগ্রাফিটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি দেখলে মনটা এমনিতেই সজীব হয়ে যায়। চমৎকার একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রজাপতির ফটোগ্রাফি করতে ভালো লাগে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.041
BTC 90232.95
ETH 3189.81
USDT 1.00
SBD 2.87