You are viewing a single comment's thread from:
RE: "শৈশবে শীতের সন্ধ্যায় কানামাছি খেলার গল্প"
প্রচন্ড শীতের দিনে আমরা ফসলের মাঠে ক্রিকেট খেলতাম। কুয়াশা ঘিরে আসতো। পিতা-মাতা আত্মীয়-স্বজনরা মানা করতো ফাঁকা মাঠে বাতাস হচ্ছে খেলতে যাস না। তবুও খেলতাম। প্রচন্ড গা ঘেমে যেত। এরপর এসে গোসল করতাম। হয় টিউবওয়েলে অথবা পুকুরে। আপনার এই খেলার বিষয়টা পড়তে গিয়ে যেন সেই দিনের কথাগুলো মনে হলো।