আম্মার অসুস্থতার জন্য ওষুধ কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম


IMG_20240227_190735_256.jpg



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আম্মার অসুস্থতার বিশেষ কিছু মুহূর্তের বিষয় নিয়ে। আশা করি এ থেকে অনেক কিছু জানতে পারবেন।


ফটোগ্রাফি সমূহ:



মায়ের অসুস্থতার জন্য আজ দুই বছর বেশ হয়রানির শিকার হতে হচ্ছে আমাদের দুই ভাইয়ের। তবুও সব সময় আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমার আম্মাকে সুস্থ করে দিন। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে চলেছি আম্মার অসুস্থতা দূর করার জন্য। তবে গত তিন-চার মাস যেন আরো সমস্যা বেড়ে চলেছে। আর এই নিয়ে বেশ ছোটা ছুটি কুষ্টিয়া শহরে। কিছুদিন আগে আলসার ধরা পড়েছে সেবা ড্রাইগনস্টিক সেন্টারে। তবে একটা বিষয় আমরা যে ডাক্তারদের দেখায় তারা তাদের ডিউটি পালন করে এসে দুই জায়গায় বসে। একটা পপুলার আরেকটা সেবা ডায়াগনস্টিক সেন্টার।

IMG_20240219_214732_274.jpg
Photography device: Infinix hot 11s
location



কিছুদিন আগে ডাক্তার দেখানোর পর অনেক ওষুধ লিখে দিয়েছিল। যত কোষ্ঠকাঠিজনিত সমস্যা সৃষ্টি হয়েছে আলসারের ওষুধ খেয়ে। আর সবকিছু নিয়ন্ত্রণে রাখতে হবে এজন্য অনেক ঔষধ লিখেছে। ওষুধ গুলো নেওয়ার চেষ্টা করেছিলাম কুষ্টিয়া আমিন ডায়াগনস্টিক সেন্টার এর ফার্মেসি থেকে। ডাক্তার দেখানোর পর বিভিন্ন কারণে টাকা খরচ হয় বুঝতে পারছেন এরপর ওষুধ কিনতে গিয়ে কিন্তু আরেকটু হিমসিম খেতে হয়। সব ওষুধ নেওয়া সম্ভব হয় না।
IMG_20240218_161914_793.jpgIMG_20240218_161924_573.jpgIMG_20240218_165349_601.jpg

Photography device: Infinix hot 11s
location



ঔষধ কেনার মুহূর্তে ঠিক এমনই হয়েছিল। ডাক্তার যতদিনের ওষুধ লিখেছিল তার মধ্যে কিছুদিনের ঔষধ নিয়ে বাড়িতে ফেরা। বাড়িতে ফিরতে পথে কুষ্টিয়া শহরে গাড়ির মধ্যে স্মরণ করছিলাম আমাদের এলাকায় আবার এই ঔষধ গুলো পাবো তো। মাঝেমধ্যে এমন কিছু ঔষধ লিখে যেগুলো আমাদের এলাকায় পাওয়া যায় না এর জন্য আবারও অপেক্ষা করতে হয় কবে কুষ্টিয়া যেতে হবে।
IMG_20240218_165054_068.jpgIMG_20240218_165352_995.jpgIMG_20240227_184543_293.jpg

IMG_20240218_170502_971.jpg
Photography device: Infinix hot 11s
location



ডাক্তার বলেছিলেন এক মাস পরে যেতে, ১০ দিনের ওষুধ নিয়ে এসেছিলাম কিন্তু সাত দিন না যেতেই মায়ের অবস্থা হয়ে গেল খারাপ। এখানে ডাক্তারের কোন দোষ দেওয়া যাবে না, কারণ মায়ের বিভিন্ন সমস্যা রয়েছে এই জন্যই। যাই হোক আবারো উপস্থিত হলাম ডাক্তারের কাছে কুষ্টিয়া শহরে। যেই ওষুধ সেই ওষুধ থেকে গেল মাঝখানের টেস্ট হলো এন্ডোস্কপি হলো। এরপর মোটামুটি সুস্থতা লাভ করলো। হঠাৎ ওষুধ ফুরিয়ে গেল। যেমন আশঙ্কা করেছিলাম পূর্বে ঠিক তেমনি হলো। চাইরটা বাজার প্রায় ১৫ টা ফার্মেসি খোঁজাখুঁজি করে সকল ওষুধ পেলাম কিন্তু একটা ওষুধ পেলাম না। আফসোস হতে থাকলো পরবর্তীতে আবার কুষ্টিয়া শহরে গিয়েছিলাম কিন্তু টাকা ছিল না কাছে। কোনমতে এক হাজার টাকা নিয়ে বাড়ি ফিরে গাড়ি ভাড়া দিয়েই শেষ। যেহেতু রিজার্ভ গাড়ি নিয়ে গেছিলাম তাই ১০০০ গাড়ি ভাড়া। এদিকে মায়ের ঔষধ শেষ হয়ে গেলে আবার সেই সমস্যা সৃষ্টি হবে। এই ভয়ে চার-পাঁচটা বাজার ঔষধ খুজেছি এক বাজার থেকে আরেক বাজার পাঁচ সাত কিলো দূরে মোটরসাইকেল রান করেছে রাতে। অবশেষে ওষুধ না পেয়ে হতবাক হয়ে বাড়ি ফেরা।

IMG_20240227_184837_561.jpg

IMG_20240227_190634_377.jpg

IMG_20240227_190638_650.jpg

IMG_20240227_190707_981.jpg

IMG_20240227_190714_652.jpg

Photography device: Infinix hot 11s
location



পরের দিন সকালে বামুন্দি বাজারে একটি ফার্মেসিতে ঔষধ পাওয়া গেছে। তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আম্মু এখন সুস্থ আছে দোয়া করবেন সবাই আমার আম্মার জন্য। কুষ্টিয়া শহরে যাওয়া আসা ডাক্তার দেখানো কতটা ভোগান্তি, আপনারা বুঝতে পারছেন তারপরে যদি ওষুধ না পাওয়া যায় এভাবে সেটা আরও ভোগান্তির শিকার। তবুও আমরা দুই ভাই আমাদের মত চেষ্টা চালিয়ে যাচ্ছি, আম্মা সুস্থ রাখার জন্য। আরো দোয়া করি আমাদের কমিউনিটির কেউ যেন এমন সমস্যার সম্মুখীন না হয়। সবার আম্মা আব্বা যেন সুস্থ থাকেন।

IMG-20240227-WA0002.jpg
Photography device: Infinix hot 11s
location


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 months ago 

আপনার আম্মার অসুস্থতার জন্য আপনারা দুই ভাই দুই বছর প্রায় হয়রানি হচ্ছেন ।অনেকদিন আগে আপনার আম্মু অনেক অসুস্থতার জন্য কুষ্টিয়াতে ভর্তি ছিল ।দোয়া করি আপনার আম্মু আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।

 2 months ago 

অনেক খুশি হলাম সুন্দর কমেন্ট দেখে

 2 months ago 

দ্রুত আপনার আম্মার সুস্থতা কামনা করতেছি এবং সেজন্য দ্রুত সুস্থ হয়ে যায়। বর্তমানে আবহাওয়া টা খুবই খারাপ। আসলে ভাইয়া বর্তমান সময়ের প্রতিটা মানুষ নিজ নিজ অবস্থান থেকে সেক্রিফাইস করতেছে এবং প্রতিটা মানুষ একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ওষুধের যে দাম ভাই একটা মধ্যবর্তী ফ্যামিলির জন্য ওষুধ কেনা এখন অনেক প্রায় ট্র্যাপ হয়ে যাচ্ছে। শুভেচ্ছা রইল ভাই আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

হ্যাঁ ভাই মানুষের অসুখ হলে অনেক ধৈর্য ধরতে হয়

 2 months ago 

আসলে মা একটি পরিবারের শিকড়।মা অসুস্থ হয়ে পড়লে, অসুস্থ হয়ে পড়ে সম্পুর্ন পরিবার। আপনার আম্মু প্রায় দুই বছর থেকে অসুস্থ জেনে খুব খারাপ লাগলো। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম আপনার আম্মু বেশ কয়েকটি রোগে আক্রান্ত হয়েছে। আপনারা দুই ভাই সর্বদা আপনার আম্মুর সুস্থতার জন্য চেষ্টা করছেন। আমি মন থেকে দোয়া আল্লাহ্ আপনার মা কে তাড়াতাড়ি সুস্থ করে তোলুক।

 2 months ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই

 2 months ago 

প্রতিনিয়তয় আপনার মায়ের অসুস্থতার কথা শুনে আসছি এবং আপনারা পরিবারের সকলে মিলে ওনাকে নিয়ে অনেক চিন্তায় আছেন৷ হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করছেন৷ আপনার আম্মু অনেক অসুস্থ শুনে খুব খারাপ লাগলো৷ আর তার জন্য আপনারা যেভাবে কষ্ট করে যাচ্ছেন দোয়া করি যেন আপনার আম্মু অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং আল্লাহ তাকে নেক হায়াত দান করুন৷

 2 months ago 

হ্যাঁ ভাই হাসপাতাল ফার্মেসি সব জায়গায় দৌড়াতে হয়েছে

 2 months ago 

মায়ের অসুস্থতা নিয়ে ভালই ভোগান্তিতে আছেন দেখছি। আসলে অসুস্থ তা এমন একটি বিষয় মানুষকে কখনোই প্রসান্তি দেয় না । পৃথিবীতে বাবা-মা অনেক বড় ছায়া তাদের অসুস্থ মুহূর্তগুলো সব সময় টেনশনে রাখে। দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে পুনরায় হাসিমুখে ফিরে আসতে পারে অনেক ওষুধ কিনেছেন দেখছি।

Posted using SteemPro Mobile

 2 months ago 

এটা বড় বিষয় নয় তবে আল্লাহর কাছে এটাই চায় আব্বা আম্মা যেন সুস্থ থাকে

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63280.44
ETH 3253.98
USDT 1.00
SBD 3.89