নাটক রিভিউ || হাড় কিপটে || ১৬ তম পর্ব

in আমার বাংলা ব্লগ6 months ago

আজ - সোমবার

২২ পৌষ,১৪৩০ বঙ্গাব্দ
০৮ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম হাড় কিপটে নাটকের ১৬ তম পর্ব রিভিউ করা নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই পর্বের আনন্দঘন মুহূর্ত জানতে পেরে, তাই চলেন আর দেরি না করে এখনি নাটক রিভিউ শুরু করি।


Screenshot_20240108-083904.jpg

স্ক্রিনশট: ইউটিউব


🤔নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ🤔
নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউ১৬তম পর্ব
দৈর্ঘ্য১৮ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব চ্যানেল


চরিত্রেঃ

*মোশাররফ করিম

  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

হাড় কিপটে নাটকের ১৬ তম পর্বের শুরুতে লক্ষ্য করা যায় গুল্লা যখন তার মামা বাড়িতে এসেছে, আর অতিরিক্ত চালের খাবার লাগছে এই জন্য হাড়কিপটে নজর আলী আর তার মেজো ছেলে বহরের খুবই সমস্যা সৃষ্টি হয়ে গেছে। কিভাবে তাকে বাড়ি থেকে খেদানো যায় সেই চিন্তায় তারা ব্যতিব্যস্ত।

Screenshot_20240108-084230.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে নজর আলীর দুই কুলাঙ্গার ছাওয়াল এর সাথে ভূপেন যে গোপন চুক্তি করেছিল তা ফাঁস হয়ে যাওয়ায় এখন বিপদের মধ্যে তিনজন। নজর আলীর দুই ছেলে তো মার খেয়েছে কিন্তু ভূপেন বাড়িতে যেতে ভয় পাচ্ছে, তাই কোন দিকে যাবে তার নেই ঠিক। একদিকে অতিরিক্ত খিদে লেগে গেছে তাই কার বাড়িতে যেয়ে খাওয়া যায় সেই চিন্তা করে চুমকি আর রেশমার সাথে কথা শেষ করে মাঠের দিকে নেমে পড়ল।

Screenshot_20240108-084657.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


গোল্লা এসে বিস্তারিত জানলো নজর আলীর কুলাঙ্গার দুই ছেলের কাছে। তারা যে সোনার বলের মিথ্যা নাটক সাজিয়েছিল এটা নির্মাতা কে? যখন জানতে পারল ভূপেন এই বুদ্ধি দিয়েছিল তখন বুঝতে পারল তার মামাতো দুই ভাই সত্যি একেবারে বলদ। নিজের বাবাকে ঠকাতে নিজেরা বুদ্ধি বের করতে পারে না, অন্যের সাহায্য নাই।

Screenshot_20240108-084920.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে দুই কৃপণ তাদের কুলাঙ্গার ছাওয়ালদের বিষয় নিয়ে আর্তনাদ করছে। নজর আলী কৃপণ তার দুই ছাওয়ালকে ডিম খাওয়ানোর বিষয় তার বন্ধু হারাধনের কাছে তুলে ধরছে, এদিকে হারাধন তার ভূপেনের চিটারি বিষয় নিয়ে বর্ণনা করছে বন্ধুর কাছে। অবশেষে দুই বন্ধুর মধ্যে একটু ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেল।

Screenshot_20240108-085334.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


নজর আলীর দুই কুলাঙ্গার ছাওয়ালের চিটারি ধরা পড়ায় আজকে তাদের বাড়িতে ভাত রান্না বন্ধ। আর এই বিষয়টার সম্মুখীন হচ্ছে বোনের ছেলে গোল্লায় এসে। তাই গোল্লা তার মামনিকে চুলার পাড়ে বসে বলল কিভাবে চালের ব্যবস্থা করতে হয় সেটা আমি দেখছি।

Screenshot_20240108-090822.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


দুই কৃপণের মধ্যে যখন কথা কাটাকাটি চলছে এই মুহূর্তে হঠাৎ গোল্লায় এসে হাজির, চাল বের করার জন্য চাবি নিতে। এটা যেন আরো টগবগ করে ফুটে উঠলো নজর আলী। এমনকি গোল্লা হারাধন কৃপণ কেউ বলে গেল তার বাড়িতে সে দাওয়াত খেতে আসবে, এতে হারাধন কৃপণ জ্বলে উঠলো।

Screenshot_20240108-091341.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


নজর আলীর কুলাঙ্গার দুই ছেলেকে মেজো ছেলে নজর বন্দি করে রাখতে চেয়েছিল, যতক্ষণ না তাদের বিচার হচ্ছে ততক্ষণ নজরে নজরে রাখবে বহর। কিন্তু দেখা গেল নজর আলীর ছোট ছেলে প্রতিবাদস্বরূপ কথা কাটাকাটি করে চলে গেল। উল্টা বহরকে বলে গেল সে সোনার বল চুরি করেছে এর জন্য তারা কেস করবে।

Screenshot_20240108-091605.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে নজর আলী সিন্দুকের মধ্যে থেকে চাল একটু একটু করে বের করে দিচ্ছে চারজনার জন্য কিন্তু গোল্লা বলল এচাল তো আমার নিজেরই হবে না; চারজন কিভাবে খাব। আরো চাল দিতে হবে, কুলাঙ্গার দুই ছাওয়াল এর চিন্তা গোল্লা করছে না, নিজের চিন্তা করছে। আর এরই মধ্য দিয়ে ১৬ তম পর্বের সমাপ্তি হলো।

Screenshot_20240108-091904.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ব্যক্তিগত মতামত:

হাড় কিপটে নাটকের ১৬ তম পর্বের আমরা লক্ষ্য করে দেখলাম নজর আলীর ভাগ্নে গোল্লা আসার পর নাটকের আনন্দ যেন অন্যদিকে মোড় নিয়েছে। দুই কুলাঙ্গার ছাওয়ালের বাটপারি বুদ্ধি ধরা খেলো, গোল্লা তাদেরকে বাঁধন খুলে দিয়ে মুক্ত করেছে। এবার দেখার পালা তাদের খাবারের বিষয়টা গোল্লা কতদূর সমাধান করতে পারে। পাশাপাশি রয়েছে দুই কৃপণের গল্পের মাঝে ঝগড়া বিবাদ। একজনের পরিবারের কথা আরেকজনের মাঝে তুলে ধরতে গেলেই যেন বেধে যাচ্ছে দুজনার মাঝে মনোমালিন্য। অবশেষে গোল্লা নজর আলী কৃপণের কাছ থেকে রান্না করার জন্য জোর করে চাল নেওয়ার দৃশ্য লক্ষ্য করা গেল। আশা করি পরবর্তীতে দারুন কিছু ঘটতে চলেছে।
ব্যক্তিগত রেটিং:

৯.৫/১০

নাটকের লিংক



সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 6 months ago 

এই নাটকটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আমি বেশ কয়েকবার নাটকটি দেখেছি। বৃন্দাবন দাসের লেখা নাটকটি আসলেই অনেক সুন্দর একই সাথে তিনি খুবই সুন্দর ভাবে এই নাটকে। আপনার শেয়ার করা নাটকের এই রিভিউ দেখে খুবই ভালো লাগলো ।

 6 months ago 

বেশ কয়েকবার দেখেছেন জেনে খুশি হলাম

 6 months ago 

দেখতে দেখতে হাড় কিপটে নাটকটার ১৬ তম পর্ব শেষ হয়ে গিয়েছে। আর অন্য পর্বগুলোর মতো এই পর্বের রিভিউ ও আপনি সবার মাঝে উপস্থাপনার মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরেছেন। চারজন কিভাবে এই চাল খাবে আমি তো এটাই বুঝতে পারতেছি না, কারণ লোকটা তো একাই খাবে। এখন খাবারের বিষয়টা কিভাবে গোল্লা সমাধান করে, এটাই দেখার অপেক্ষায় থাকতে হবে তাহলে। আশা করছি পরবর্তী পর্বগুলোর মাধ্যমে এই বিষয়গুলো ও আস্তে আস্তে তুলে ধরবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পর্বটা এত সুন্দর করে লিখে ভাগ করে নেওয়ার জন্য।

 6 months ago 

এখন দেখার পালা গোল্লা কি কি করে

 6 months ago 

বৃন্দাবন দাসের নাটকগুলো গ্রামের নাটক হলেও খুব চমৎকারভাবে প্রতিটি চরিত্রকে ফুটিয়ে তুলে। তাছাড়া এই নাটকটি আমিও দেখেছিলাম। খুব হাসির নাটক ছিল। এই নাটকের যে এতগুলো পর্ব আছে জানাই ছিল না। আপনি ১৬ তম পর্বের রিভিউ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। পরে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 6 months ago 

এ নাটকে ১০৫ টি পর্ব রয়েছে অবশ্যই দেখার চেষ্টা করবেন খুবই আনন্দে থাকবেন

 6 months ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন হাড় কিপটে নাটক রিভিউ। আসলে এই নাটকগুলো পর্ব আকারে বলে আমার দেখা হয় না আসলে পর্ব নাটকগুলো দেখতে আমার কাছে বেশ বিরক্ত লাগে সিরিয়ালমেন্টের করতে পারিনা। তবে এই নাটকগুলো দেখতে নাকি বেশ মজার অনেকের কাছ থেকে শুনেছি। ধন্যবাদ মামা সুন্দর একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

সময় সুযোগ করে নাটকটা দেখে ফেলবা মামা বেশ ভালো লাগবে

 6 months ago 

আপনি অনেক সুন্দর করে হাড় কিপটে নাটকটার পর্বগুলো সবার মাঝে শেয়ার করেছেন। হাড় কিপটে নাটকটার প্রথম পর্ব থেকে ১৬ তম পর্ব পর্যন্ত খুব সুন্দর করে শেয়ার করলেন। যে‌ গুলোর বেশিরভাগ পর্ব আমার পড়া হয়েছে। আর এই জন্যই তো ১৬ তম পর্ব টাও খুব ভালো লাগলো পড়তে। এই পর্বটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই জন্যই তো আপনি এটার রেটিং নাম্বার ৯.৫ দিয়েছেন। ১৭ তম পর্বটা পড়ার অপেক্ষায় থাকলাম এখন।

 6 months ago 

অবশ্যই ভাই সামনের সপ্তাহে আপনি 17 তম পর্ব পেয়ে যাবেন

 6 months ago 

দেখতে দেখতে আপনি হাড় কিপটে নাটকের 16 তম পর্ব শেষ করে ফেলেছেন। এই নাটকটি আমার ভীষণ ভালো লাগে। নাটকে যারা চরিত্র আছে তারা এত সুন্দর অভিনয় করেছে সত্যি মুগ্ধকর। আপনি খুব চমৎকার ভাবে আমাদের রিভিউ করেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হ্যাঁ ভাই দেখতে দেখতে ষোলটা সপ্তা পার করে ফেলেছি

 6 months ago 

হার কিপটা নাটক আমার কাছে অনেক ভালো লাগে। এই নাটকটি আমি অনেক আগে দেখেছিলাম। গ্রামের পরিবেশে নাটকটি নির্মাণ করা হয়েছে। এই নাটকে খুব ভালো ভালো অভিনেতারা কাজ করে। আমার কাছে চঞ্চলের অভিনয় বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হ্যাঁ নাটকটা বেশ চমৎকার, এই জন্য ভালো লাগে যে সেটা গ্রামের নাটক।

 6 months ago 

এখন নাটক কি আর দেখার মতো আছে ভাই। পুরোনো নাটক গুলাই বেস্ট।

 6 months ago 

বেশ দারুন একটি নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। হাড় কিপটে নাটকটি আমি তিন থেকে চারবার দেখেছি। বেশ মজার একটি নাটক। যারা অভিনয় করেছেন তাদের অভিনয়টা অনেক দারুন ছিল। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 6 months ago 

সুযোগ পেলে আবার দেখবেন আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57849.42
ETH 3122.29
USDT 1.00
SBD 2.43