আমরা পরিশ্রমী || পুকুর পাড়ে সবজি চাষ || অষ্টম পর্ব

in আমার বাংলা ব্লগ11 months ago
আসসালামু আলাইকুম

IMG_20230903_060845_2.jpg



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। পূর্ব দিনের নয় আজকেও আমি ফিরে আসলাম আপনাদের মাঝে আমার সবজি চাষের অষ্টম পর্ব নিয়ে। যেখানে দীর্ঘ পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বর্ষাকালের সবজি এবং শীতকালীন সবজির সুন্দর একটি কার্যক্রম হাতে নিয়ে। আশা করি আপনারা পূর্ব থেকে আমার এই কার্যক্রম দেখছেন এবং শেষ পর্যন্ত দেখবেন আর এই থেকে অনেক কিছু ধারণা অর্জন করতে পারবেন নিজের হাতে সবজি ফলাতে পারবেন পরিত্যাক্ত জমির জায়গা গুলোতে। তাই চলনা আর দেরি না করে অষ্টম পর্ব দেখে আসি।


ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

আমার শখের সবজি গাছ দিন দিন বড় হতে থাকলো। আর আমি মাঝেমধ্যে সবজি গাছগুলো দেখে আসতাম, সময় মত পানি দিয়ে আসতাম, আগাছা দমন করতাম। আর এভাবেই ছোট থেকে গাছগুলো বড় হওয়া পর্যন্ত আমি আমার সাধ্যমত পরিচর্যা করতে থাকলাম যতদিন না গাছগুলো বেড়ে উঠলো। কিছুটা বড় হওয়ার পর গাছগুলোর চারিপাশে আরো বড় বড় বাঁশের কুঞ্চি প্রতি দিয়ে বড় হওয়ার সুযোগ করে দিলাম। এরপর যখন গাছগুলো বেশি বড় হয়ে গেল অবশ্যই গাছের জন্য বান দেওয়া প্রয়োজন যেখানে গাছগুলো বৃদ্ধি হবে এবং নির্দিষ্ট জায়গায় ফল ধরার সুযোগ পাবে। তাই আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম আমার বাঁশ বাগান থেকে বাঁশ কেটে সবজির গাছ গুলো বাণে তুলে দিতে হবে।

IMG_20230802_094633_702.jpg

IMG_20230802_094603_961.jpg

IMG_20230802_094600_409.jpg

IMG_20230802_094555_750.jpg

IMG_20230802_094552_949.jpg

IMG_20230802_094547_652.jpg

IMG_20230802_094543_313.jpg

IMG_20230802_094538_302.jpg

IMG_20230802_094534_617.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স

২ নং ফটোগ্রাফি

আমাদের নিজেদের বাঁশ বাগান রয়েছে সময় সুযোগ করে কাজের মাঝখান থেকে সময় করে নিয়ে এসে বাঁশবাগান থেকে বেশ কিছু বাশ কাটলাম। বাঁশগুলো কাটার পর খুব সুন্দর ভাবে সাইজ করে নিয়ে খুঁটির বাস তৈরি করলাম যেগুলো ছাড়া পুকুরের বাওড়ি জুড়ে অর্থাৎ সবজি গাছের থানার পাশে পাশে পুঁতে দিতে হবে। তাই প্রত্যেকটা বাঁশ নির্দিষ্ট একটা সাইজ করে কেটে বাঁশ বাগান থেকে এনে বাড়ির পাশে রাখলাম পুকুর পাড়ে নিয়ে যাওয়ার জন্য। ফটোগ্রাফিতে দেখতে পারছেন বাঁশগুলো খুব সুন্দর ভাবে একসাথে বাধ্য হয়েছে ঠিক এভাবে অনেকগুলো বাঁশ খুঁটি কাটা হলো।

IMG_20230802_112122_356.jpg

IMG_20230802_112126_927.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


৩ নং ফটোগ্রাফি

এরপর খুটির বাঁশ গুলো একে একে মাথায় করে বহন করে পুকুর পাড়ে সবজির গাছগুলোর কাছে নিয়ে গেলাম। দেখতে পারছেন সবজির গাছগুলোর পাশে কিছু বাস রয়েছে অবশ্য এগুলো একসময় সবজির বান দেওয়ার জন্য গোড়ার শিকড় সহ তুলে এনে বানের খুঁটি হিসেবে পুতে দিয়েছিলাম আর সে থেকেই এ বাসগুলো হয়ে গেছিল। এখন অবশ্য গড়ার শিকড়সহ তুলে আনা হয়নি যেহেতু এগুলো পুকুরপাড়ের মাঝখানে পোতা হবে। তাই এভাবেই বাড়ি থেকে একে একে বোঝা বহন করে পুকুরপাড়ে নিয়ে এলাম।

IMG_20230802_112805_191.jpg

IMG_20230802_112810_686.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স

৪ নং ফটোগ্রাফি

এবার বাসের খুটি গুলো পুকুরপাড়ে আউলি সাইজ করে নিলাম অর্থাৎ বাঁশের গায়ে যে সমস্ত কঞ্চির আইকু গুলা থেকে থাকে সেগুলো খুব সুন্দর করে দা দিয়ে স্টেশনে নিলাম যেন সবজি তুলতে গিয়ে গায়ে আঘাত না লাগে বা বেঁধে কেটে না যায়। তাই ঠিকঠাক মতো পরিপাটি করে বাস গুলো ব্যবহারের উপযোগী করে নিলাম। আর এভাবেই আমি সবজি গাছগুলোর আগাছা ও দমন করলাম কিছুটা আর বাঁশগুলো ঠিক করে নিয়ে সিদ্ধান্ত নিলাম সবজি গাছের থানার পাশে পাশে তার জন্য গর্ত করতে হবে।

IMG_20230802_115632_986.jpg

IMG_20230802_115635_267.jpg

IMG_20230802_115625_879.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


৫ নং ফটোগ্রাফি

প্রচন্ড গরমের দিনের সময় সুযোগ করে সবজি গাছের থানার পাশে পাশে গর্ত করলাম ঠিক এভাবে দশ-বারোটা গর্ত খুঁড়ে নিলাম। আর এ দশ বারোটা গর্ত খুঁড়তে প্রচন্ড রোদ গরমে আমার বেশ সময় লাগলো মাঝে মাঝে রেস্ট নেওয়ার জন্য পাশের ছোট্ট বাঁশ গাছের ছায়ায় বসে জুড়িয়ে নিয়েছিলাম। আর এভাবেই যখন সম্পূর্ণ গর্ত করা সম্ভব হলো তখন সিদ্ধান্ত নিলাম বাস গুলো ওর মধ্যে দিতে হবে।

IMG_20230802_094531_969.jpg

IMG_20230802_094654_051.jpg

IMG_20230802_094528_824.jpg

IMG_20230802_094650_206.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


৬ নং ফটোগ্রাফি

এবার সবজি গাছের জন্য বান দেওয়ার প্রস্তুতি নেওয়ার পালা। এই মুহূর্তে যেমন খুঁটির বাঁশ প্রয়োজন পাশাপাশি আর বাড়ির বাস অনেকগুলো প্রয়োজন যেহেতু একটানা খুঁটি পুতে আড়া দেওয়া লাগবে দুই পাশ দিয়ে। আর এই চিন্তা কে মাথায় রেখে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দুই পাশ দিয়ে গর্ত করে নিয়েছি। গর্ত পড়া শেষে গর্তের মধ্যে খুঁটির বাশগুলো দেওয়া শুরু করলাম। আপনারা দেখলেই বুঝতে পারছেন ফটোগ্রাফির মধ্যে সবজি গাছের থানার পাশ দিয়ে গতক পড়েছি আর সে গর্তের মধ্যে খুঁটির পাশ গুলো দিয়ে বাঁশগুলো ভালোভাবে মাটি ভরাট করে এটে দিতে হবে। আর এভাবেই আমি শুরু থেকে পর্যায়ক্রমে কার্যক্রম চালিয়ে যেতে লাগলাম আশা করি পরবর্তী পর্বে আপনারা সবজির বান দেওয়ার পূর্ণাঙ্গ বিষয়টা দেখতে পারবেন। ততক্ষণ অপেক্ষা করবেন আশা করি আর এই থেকে অনেক কিছু শিখতে পারবেন।

IMG_20230802_120727_023.jpg

IMG_20230802_120408_772.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

Sort:  
 11 months ago 

গাছ গুলো তো অনেক ভাল হয়েছে। পুকুর পারের মাটি অনেক ভাল।দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে ৮ টি পর্বের মাধ্যমে।অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

চেষ্টা করছি ভাই সুন্দরভাবে সবজি চাষ করার

 11 months ago 

ভাই আপনার এই পুকুর পাড়ে সবজি চাষের উদ্যোগটি আমার কাছে খুব ভালো লেগেছে। বর্তমানে সবজির যে দাম তাতে আমারা যদি এভাবে আমাদের নিজের অল্প জায়গা হলেও সেখানে যদি সবজি উৎপাদন করে থাকি, তাহলে আমাদের নিজের জন্য অনেক ভালো। একদিকে যেমন উৎপাদন বাড়বে অন্যদিকে তেমন পণ্যের দাম কমবে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনিও চাইলে উদ্যোগ গ্রহণ করে সবজি চাষ করতে পারেন ভাই

 11 months ago 

আপনার পুকুর পাড়ে সবজি চাষের আগের পর্ব কিছু আমি দেখেছিলাম। তবে আজকে পুকুর পাড়ে সবজি চাষের কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে নিজ হাতে সবজি চাষ করার মজাই আলাদা। দেখতেছি আপনি বাঁশ কেটে খুব সুন্দর করে কুটি দিচ্ছেন। তবে এই খুঁটিগুলো সুন্দর করে দিতে হয় না হলে শরীরের সাথে লাগলে আঘাত পাবেন। তবে সবজি চাষের ফটোগ্রাফি এবং কাজের বর্ণনা খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

হ্যাঁ ভাই পরবর্তীতে আরো অনেক কিছু দেখতে পারবেন

 11 months ago 

আপনি পুকুরপাড়ে খুব সুন্দর করে সবজি চাষ করেছেন। এর আগে আমি আপনার পোস্ট দেখেছি পুকুরপাড়ে সবজি চাষের। তবে আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে আপনি খুব যত্ন সহকারে সবজি চাষ করতেছেন। আপনি তো দেখতেছি বাঁশ কেটে খুব সুন্দর করে ঘেরাও করে খুঁটি দিতেছেন। তবে সবজি চাষ যদি ভালো করে মেরাওয়াত করে খুব ভালো হয়। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপনা করার জন্য।

 11 months ago 

আশা করি পরবর্তীতে আরো অনেক কিছু দেখতে পারবেন আপু।

 11 months ago 

ভাইয়া, আমাদের পুকুর আছে। আমিও ভাবছিলাম পুকুর পাড়ে কোনো সবজি চাষ করা যায় কি না। আপনি দেখছি সবজি গাছ অলরেডি লাগিয়ে দিয়েছেন। সঠিক পরিচর্যা করলে খুব শীঘ্রই ভালো ফলন পাওয়া যাবে

 11 months ago 

হ্যাঁ ভাই দীর্ঘদিন ফলন পাচ্ছি তো।

 11 months ago 

পুকুর পাড়ে সবজি চাষ করা অনুভূতির কথার কি বলবো ভাই। আমারতো গাছপালা লাগাতে অনেক ভালো লাগে আপনার পোস্ট দেখে সত্যিই আমার খুব লোভ লাগছে এইভাবে আমি যদি একটু গাছ লাগাতে পারতাম। পুকুর পাড়ে সবজি চাষ করা খুব খুবই বুদ্ধিমানের কাজ।দেশে বাজারে সবজির দাম আগুন ঝরানো। তাই পুকুর পাড়ে সবজি চাষ করে পরিবারের চাহিদা মিটানো সম্ভব।

 11 months ago 

কালকে বাজারে গেছিলাম নষ্ট টমেটো ৯০ টাকা কেজি, হচ্ছে বাংলাদেশের বাজার।

 11 months ago 

আপনার পুকুর পাড়ে সবজি চাষ করার বেশ কয়েকটি পর্ব এর আগে পড়েছি ভাই, সেখান থেকেও বেশ কিছু শিখতে পেরেছি আর আজকের পর্বটি থেকে মূলত অনেক কিছুই শিখতে পারলাম। বাঁশ গুলো এভাবে সাইজ করে কেটে সেগুলোকে আবার পুকুর পাড়ে নিয়ে এসে, গর্ত খুঁড়ে তারপর গাছগুলো সহজে বেড়ে ওঠার জন্য খুঁটি হিসেবে ব্যবহার করলেন, এতে যে আপনার প্রচন্ড কষ্ট হয়েছে তা বোঝা যাচ্ছে। আপনার এই পরিশ্রম সার্থক হোক ,এই কামনা করি।

 11 months ago 

ইনশাল্লাহ বর্তমান স্বার্থকে দিতে চলছে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45