গল্প: বন্ধুর মোবাইল কেনার জন্য বামুন্দি বাজারে একদিন

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

IMG_20230519_182232_687.jpg




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে একটি গল্প উপস্থাপন করতে যাচ্ছি যেই গল্পটা কিছুদিন আগে মার্কের জন্য মোবাইল কেনার উদ্দেশ্যে বা মন্দির বাজারে গিয়েছিলাম ঠিক সেই বিষয়টা সম্পূর্ণ তুলে ধরতে যাচ্ছি। বামুন্দি বাজারে আমাদের উপস্থিতি এবং কি করেছিলাম সেই মুহূর্তে বিস্তারিত বর্ণনার সাথে ফটোগ্রাফির মধ্য দিয়ে তুলে ধরব এই পোস্টে তাই আর দেরি না করে চলুন এখনই বিস্তারিত গল্পে চলে যাওয়া যায়।


ফটোগ্রাফি সমূহ:

মারুফ কিছুদিন ধরে আমাকে বলছে আমার একটা ভালো মোবাইল কিনে দিতে হবে, তাই অনলাইনে সার্চ করে দেখ কেমন মোবাইল কিনলে বেশি ভালো হয় কারণ আমি অনেকদিন ধরে স্টিমিটে কাজ করতে পারছি না মোবাইল নষ্ট হয়ে যাওয়ার কারণে। তাই আমি তার কথা শুনে চেষ্টা করছিলাম অনলাইনে কিছু মোবাইল দেখার জন্য ইউটিউবে রিভিউ দেখার জন্য। এরই মধ্যে আমাদের দুইজনের মধ্যে ফিক্সড হলো তার জন্য একটি ইনফিনিক্স মোবাইল কিনে দেওয়া হোক যে মোবাইলটা স্টিমিটে কাজ করার জন্য বেশি সুবিধা জনক এবং ভালো ক্যামেরা রয়েছে যার ফটোগ্রাফি গুলো বেশ ভালো হবে। প্রায় শেষমেষ আমাদের দুইজনের মধ্যে ইনফিনিক্স হট থার্টি মোবাইলটা কিনতে হবে যার রেম ৪ জিবি ও স্টোরেজ ১২৮ জিবি।
IMG_20230519_175814_598.jpg

IMG_20230519_175816_211.jpg

IMG_20230519_175831_399.jpg
Photography device: Infinix hot 11s
Location

হয়তো ৮ জিবি রেম এর মোবাইলটা নিতে পারলে বেশি ভালো হতো কিন্তু তার হাতে তেমন টাকা নেই বললেই চলে তাই ৪ জিবি টাই বেটার মনে করেছিল। আরে এই মোবাইল কিনার উদ্দেশ্যে আমরা একদিন বা মন্দি বাজারে গেলাম। তবে শুধু মোবাইল কিনার উদ্দেশ্যে বললে ভুল হবে আমরা একাধিক উদ্দেশ্যকে কেন্দ্র করেই বাজারের দিকে যেয়ে তাকি যেমন সবজি বাজার করতে হয় কেনাকাটা বিভিন্ন দ্রব্য সামগ্রী এদিকে মুড়ি মাখানো খাওয়া প্রয়োজনীয় জিনিস কেনা ইত্যাদি। যাইহোক একটি মোবাইলের ঘরে প্রবেশ করলাম এবং মারুফের জন্য যে মোবাইলটা ঠিক করেছিলাম সে মোবাইলটা যেন কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না।

IMG_20230519_175826_464.jpg

IMG_20230519_181934_274.jpg
Photography device: Infinix hot 11s
Location

চার জিবি রেমের মোবাইলটা না পাওয়া গেলেও ৮ জিবি রেম এর মোবাইলটা যেন প্রত্যেকটা দোকানে দেখতে পেলাম। তাই আমরা দুইজন ব্যর্থ হয়ে দোকান থেকে বের হয়ে চলে এলাম দোকান দার ভাইয়েরা আশ্বাস দিয়েছিল ৪-৫ দিনের মধ্যে দেখা করেন ওই মোবাইলটা এই মুহূর্তে বাজারে নেই তাই আমাদের কাছে নেই, দুই তিন দিন পর আসবে তাই দিতে পারব। আমরা আশ্বাস নিয়ে তাদের থেকে বের হয়ে চলে এলাম মোবাইল কেনা হলো না।

IMG_20230519_175810_885.jpg

IMG_20230519_175818_999.jpg
Photography device: Infinix hot 11s
Location

মারুফের মোবাইল কেনা হলো না তাই আমরা চলে এলাম বাজারের দিকে। বাজারের দিকে এসে একটি ফার্মেসীতে উপস্থিত হলাম। কারন আমার বাড়ি থেকে আব্বা বলে দিয়েছিল তার জন্য গ্যাসের ঔষধ নেয়ার কথা এবং ভাই বলে দিয়েছিল তার জন্য জ্বরের ঔষধ নেওয়ার কথা। আর এই সমস্ত ওষুধগুলো নেয়ার জন্য দীর্ঘ একটি লাইনে আমাকে দাঁড়াতে হয়েছিল। বামুন্দি বাজারে তামিম ফার্মেসি সবচেয়ে জনপ্রিয় একটি ঔষধের দোকান তাই এই দোকানে ওষুধ দিতে হলে অবশ্যই লাইনে দাঁড়াতে হয় কারণ এতটাই ভিড় থাকে এখানে। আর কোন কিছু কেনার জন্য লাইনে দাড়ানো যে কতটা বিরক্ত কর সেটা বলে বোঝানো কখনোই সম্ভব নয়।

IMG_20230519_190047_307.jpg

IMG_20230519_190052_564.jpg
Photography device: Infinix hot 11s
location

এরপর আমরা দুইজনে চলে গেলাম সবজির হাটে। যেখানে পাশাপাশি রয়েছে খোলা বাজারে জামাকাপড় বিক্রয়ের অনেকগুলো ছোট ছোট দোকান, আরো কাছে রয়েছে গবাদি পশুর হাট। আমরা দুইজন সর্ব স্থানে মোটামুটি একটু ঘুরে আসলাম এবং সবকিছু দেখার চেষ্টা করলাম ঘুরে ঘুরে। এরপরে সবজি বাজার থেকে আমরা প্রয়োজনীয় অনেকগুলো সবজি ক্রয় করলাম যেমন সসা,আলু,লাউ, পুঁই শাক, ঝাল পেঁয়াজ সহ আরো অনেক কিছু। আর বামুন্দিবাজারে এই সমস্ত জিনিসগুলো কেনার উদ্দেশ্যে যে এবং কেনাকাটা করতে যেয়ে মাগরিবের আযান পার হয়ে রাত অন্ধকার হয়ে আসলো। সমস্ত কিছু কেনাকাটার শেষে আমরা বাড়ির দিকে রওনা হলাম। বামন্দী বাজার অতিক্রম করে চলে আসার মুহূর্তে মোটরসাইকেলের জন্য পেট্রোল নিলাম একটি স্টোর থেকে। তবে এই মুহূর্তে লক্ষ্য করেছিলাম আমাদের ব্যাগের মধ্যে পুঁই শাক থাকার ফলে ওই জায়গার একটি ছাগল বারবার আমাদের ব্যাগ মুখ রাখার চেষ্টা করছিল। অবশ্য সেখানে দুইটা বড় বড় ছাগল ছিল আর এই ছাগল গুলো দেখতে বেশ ভালো লাগছে। আমাদের যতক্ষণ না মোটরসাইকেলে পেট্রোল পোরা হয়েছিল ততক্ষণ যেন ছাগল দুইটার চলাচল দেখতে ভালো লাগছিল আমার। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং সহিসালামতে বাড়িতে পৌঁছে গেলাম। আর এভাবে সুন্দর একটি মুহূর্ত বামুন্দি বাজারে অতিক্রম করেছিলাম দুই বন্ধুর মিলে মোবাইল কেনা বিষয় থেকে শুরু করে সবজি কেনা পর্যন্ত।

IMG_20230519_183758_550.jpg

IMG_20230519_191307_552.jpg

Photography device: Infinix hot 11s
location

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

বাস্তব গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

Sort:  
 last year 

বর্তমান সময়ে যে কোন কিছু কিনতে গেলে অনলাইনে সার্চ দিলে সুন্দর সুন্দর আপডেট পাওয়া যায় একটি সুবিধা। আপনারা অনলাইনে সার্চ দিয়ে ইনফিনিক্স মোবাইলটি কিনতে গেলেন ইনফিনিক্স হট ৩০বেশ ভালো একটি ক্যামেরাও আছে শুনে অনেক ভালো লেগেছে। কিন্তু শেষে কিনতে না পেরে ফিরে এলেন চার পাঁচ দিন পর নিবেন আশা করি আমরা মোবাইলটি দেখতে পাব পরবর্তী ব্লগে। অনেক সুন্দর একটি অনুভূতি শেয়ার করলেন ভালো লাগলো পড়ে।

 last year 

মোবাইল নেওয়া হয়ে গেছে আপু

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55994.69
ETH 2375.77
USDT 1.00
SBD 2.31