বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি || পর্ব নম্বর তিন

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা থাকবে আশা করি আপনারা সমস্ত পড়ে অনেক কিছু ধারনা লাভ করবেন।


ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

কোরবানির ঈদের দিন ভাইয়ের ছেলে নতুন পাঞ্জাবী গায়ে পেয়ে বেশ খুশি হয়েছিল। ছোটদের মনে থাকে অনেক আনন্দ। ঈদের দিন হয়তো তারা বুঝতে না পারলেও সকলের নতুন জামা কাপড় পরিধান করতে দেখলে বুঝতে পারে। বড়দের দেখাদেখি তাদের বড় শখ জাগে নতুন কাপড় পরিধান করি। যখন ভাইয়ের ছেলের গায়ে পুরাতন কাপড় গুলো খুলে দেয়া হলো এবং নতুন কাপড় পরিধান করা হলো তাতে এত খুশি হল তা বলে বোঝানো সম্ভব নয়। আমি হাত মিলি দেয়ার সাথে সাথে লাফ দিয়ে আমার কোলে এসে বারবার দেখাতে থাকলো। তখনই বুঝতে পারলাম তার মনের আনন্দটা হয়তো বুঝতে পারছেনা আজকে ঈদের দিন বলে তার নতুন কাপড় পরিধান করানো হচ্ছে তবে এটা বুঝতে পারছে সবাই কিন্তু আনন্দে আছে আর তাদের সাথে নিজেও আনন্দ করছি।

IMG_20230629_084452_399.jpg
Photography device: Infinix hot 11s


২ নং ফটোগ্রাফি

ছোট থেকে জানতাম এই জাতীয় ছত্রাক গুলো যখন বর্ষাকালীন মুহূর্তে বিভিন্ন স্থানে বের হয় মনে করতাম ব্যাঙের ছাতা আর সকলের কাছে সুপরিচিত ব্যাঙের ছাতা বলে। তবে পরবর্তীতে আমরা জানতে পেরেছি এগুলোকে মাশরুম বলা হয় আবার এগুলো কেন জন্মায় কিভাবে জন্মায় সেটা যথেষ্ট ধারণা অর্জন করেছি কারণ বিভিন্ন স্থানে পড়ে থাকা নষ্ট গাছ অথবা কাঠের গা থেকে সৃষ্টি হয় এ জাতীয় মাশরুমগুলো। যাই হোক ভাই চমৎকার একটি ছোট্ট এই ব্যাঙের ছাতা যখনই দেখতে পেরেছিলাম খুবই ভালো লেগেছিল ইচ্ছে হয়েছিল আপনাদের জন্য সুন্দর ভাবে ফটোগ্রাফি করে ক্যামেরাবন্দি করে রাখি।

IMG_20230705_091421_917.jpg
Photography device: Infinix hot 11s


৩ নং ফটোগ্রাফি

এগুলো আমাদের সকলের সুপরিচিত গ্রাম বাংলার বিভিন্ন পুকুর বিলের লক্ষ্য করা যায়। তবে এই ফুলগুলো কি আমাদের এলাকায় বলা হয় জার্মানি ফুল। সারা পুকুর ভর্তি এই গাছগুলো অনেক সময় জমিয়ে থাকে আর অনেক সময় প্রায় গাছে গাছে এমন সুন্দর সুন্দর ফুল ফোটে দেখে যেন মন জুড়িয়ে যায় ফুলগুলো বেশ সুন্দর হয়ে থাকে কিন্তু পানির মধ্যে পানি ফুল গুলো বেশ গা চুলকানোর কারণ যার জন্য খুব কম সংখ্যক মানুষ এগুলো ধরে এবং তুলে আনে। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করার অন্যতম একটি ফুল এটা।

IMG_20230727_093809_299.jpg
Photography device: Infinix hot 11s


৪ নং ফটোগ্রাফি

বড় পুকুরে ছোট ছোট পাঙ্গাসের বাচ্চা দিয়েছিলাম। এক পুকুর থেকে আরেক পুকুরে পাঙ্গাস মাছের বাচ্চা তুলে দিলে মাছের খাবার ধরাতে একটু সময় লাগে অর্থাৎ পাঁচ সাতদিন টাইম লেগে যায়। ঠিক এমন একটি মুহূর্তে মাছের পোনা খেতে এসেছে আমি খাবার দিছিলাম পিছন থেকে আমার ভাই ফটোগ্রাফি করেছিল সেই দৃশ্য এটা। মাছের খাবার দিতে গেলে বেশিরভাগ সময় আমি প্যান্ট শার্ট পড়ে যায় আবার অনেক সময় রয়েছে লুঙ্গি পড়ে যায় এখন প্রচন্ড গরমের সময় লুঙ্গি পরে যাওয়াটাই বেটার। আর এভাবেই প্রতিনিয়ত এর পুকুরের মাছের খাবার দেওয়া হয় আপনারা হয়তো চিন্তা করলে অথবা কল্পনা করলে বুঝে নিতে পারেন সকাল সাতটার সময় এবং বিকেল পাঁচটার সময় ঠিক এভাবেই এই পুকুরটাতে আমি মাছের খাবার দিয়ে থাকি।

IMG_20230728_073149_314.jpg
Photography device: Infinix hot 11s


৫ নং ফটোগ্রাফি

এটা আমার সবজি বাগানের একটা অংশের দৃশ্য যেখানে চাল কুমড়ো ফুল ফুটে রয়েছে। হয়তো ফুলের ফটোগ্রাফি দেখে বুঝতে পারছেন কত সুন্দর ভাবে আমার সবজি বাগানের পরিচর্যা করে থাকি আমি কিন্তু তারপরে বর্ষাকালের মুহূর্তে বিভিন্ন প্রকার বন জঙ্গল বানের উপর উঠে পড়ে এবং সবজি গাছগুলোকে সমস্যা সৃষ্টি করে যাই হোক কিছুটা যত্ন নেওয়ার পরে গাছের পাতা ঘন সবুজ রয়েছে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে। মাছের খাবার দিতে গিয়ে ই ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20230827_111159_472.jpg
Photography device: Infinix hot 11s


৬ নং ফটোগ্রাফি

মাছের খাবার দিতে যাব ঠিক তার কিছুটা আগে হঠাৎ বৃষ্টি এসে সব ভিজিয়ে রেখে গেছিল। আমরা দেখি অন্যান্য কোন গাছে বৃষ্টির পানি পড়লে পানি গুলো ঝরে যায় কিন্তু পুঁই শাকে যদি বৃষ্টির পানি পড়ে ফোটায় ফোটায় তার জমে থাকে। আর এমন মুহূর্তে যদি ফটোগ্রাফি করা যায় তাহলে অতি চমৎকার ফটোগ্রাফি হয়ে থাকে হয়তো এই ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে বৃষ্টি ভেজা পাতার দৃশ্য। আশা করি আপনারা এমন সুযোগ সামনে পেলে কখনো মিস করবেন না ফটোগ্রাফি করে রাখবেন এবং আমাদের দেখার সুযোগ দিবেন।

IMG_20230912_180738_030.jpg
Photography device: Infinix hot 11s


৭ নং ফটোগ্রাফি

এটা একটি বাঁশ ঝাড়ের উপর দিয়ে আকাশের দৃশ্য। হয়তো আমরা মাঝেমধ্যে আকাশের মেঘগুলো ফটোগ্রাফি করে শেয়ার করে থাকি কিন্তু এখানে আকাশে মেঘ না থাকলেও চমৎকার দৃশ্য অনুভব করতে পারছি। বাঁশ ঝাড়ের উপর দিয়ে একফালি মেঘ লুকিয়ে রয়েছে বাঁশের পাশে। আকাশটা বেশ সুনীল যেহেতু আকাশে তেমন কোন মেঘ ছিল না প্রচন্ড রোদের মুহূর্তে খুব সুন্দর দেখাচ্ছিল। এমন অবস্থায় ঝিরিঝিরি বাতাস হচ্ছিল যার জন্য আকাশের উজ্জ্বলতা বেশি প্রকাশ পাচ্ছিল মেঘ না থাকায়। তাই আমার নিজের হাতে লাগানো বাঁশের ঝাড়ের উপর দিয়ে সুন্দর এই দৃশ্যটা ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম।

IMG_20230913_172009_899.jpg
Photography device: Infinix hot 11s


৮ নং ফটোগ্রাফি

অনেকদিন পর আমার পুকুরপাড়ে একটি পেপে গাছ হওয়াতে পেরেছি। সব থেকেও বিরক্ত কর একটি বিষয় আমি অনেক পেঁপে গাছ লাগিয়েছি কিন্তু ফল ধরা পেঁপে গাছ খুব কম সংখ্যক হয়, বেশিভাগ হয়ে থাকে যে গাছে ফল ধরে না। তবে এই গাছটা আমরা কিন্তু লাগিয়েছিলাম না সবজি গাছ লাগানোর জন্য গর্ত করেছিলাম এবং শেষ সবজি গাছের গর্তের জায়গায় জৈব সার প্রয়োগ করেছিলাম আর সে জৈব সারের মধ্যে হয়তো পেপের বীজ ছিল, আর সে বীজ থেকেই গাছটা জন্ম নিয়েছিল। এখন গাছে বেশকিছু পেটে ধরেছি আর এমন দৃশ্য দেখে যেন মন অনেক খুশি কারণ লাগানো গাছে না হলেও না লাগানো গাছ এমনিতে হয়ে ফল ধরছে। আর এই জাতীয় সৃষ্টিকার তার কাছে এমনিতেই পাওয়া অনেক সৌভাগ্যের বিষয়।

IMG_20230912_181504_900.jpg
Photography device: Infinix hot 11s

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল ভাইয়া আসলে বিভিন্ন স্টাইলে আপনি ফটোগ্রাফি গুলো উঠিয়ে ছিলেন। অনেক ভালো লেগেছে আমার আপনার ফটোগ্রাফি দেখে শুভকামনা রইল এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে পুকুরের খাবার দেওয়ার ফটোগ্রাফিটি।

 last year 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুশি হলাম আপনার মন্তব্য পড়ে

 last year 

মাঝেমধ্যে এ ধরনের প্রাকৃতিক বা ভিন্ন কিছু ফটো দেখতে বেশ ভালো লাগে। আপনি আজকে বেশ ভিন্ন ভিন্ন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে কিছু প্রাকৃতিক যে ফটোগ্রাফি হয়েছে এগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

চেষ্টা করলাম ভাই বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হওয়ার জন্য

 last year 

বেশ সুন্দর সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি করেছেন আজকে আপনি। মাছের খাবার দেয়ার মুহূর্তটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কেননা যখন খাবার পুকুরে ছিটিয়ে দেওয়া হয় তখন অনেকগুলো মাছ একত্রে এসে খায় দেখতে খুবই ভালো লাগে। এরকম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে যেন খুশি হলাম

 last year 

ভাই, আপনার ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। সব সময় একই রকম ফটোগ্রাফি না দেখে মাঝে মাঝে এরকম ভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে বেশ সুন্দর লাগে। আপনার প্রতিটি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা পড়ে দারুন লাগলো ভাই, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে আমি অনেক অনেক খুশি হয়েছি ভাইজান।

 last year 

আপনি আপনার পোস্টটি কয়েকটি পরিচিত ফটোগ্রাফি নিয়ে সাজিয়েছেন।মাশরুমের ছবিটি আমার কাছে অনেক ভালো লেগেছে।তাছাড়া আপনি যাকে জার্মানি ফুল বলছেন আমরা তাকে কচুরিপানা বলি।বাঁশ ঝাড়ের উপর দিয়ে আকাশের দৃশ্যটিও বেশ সুন্দর, ধন্যবাদ ভাইয়া।

 last year 

মাসরুমের ফটোগ্রাফ এটা যেন কোথা থেকে করেছিলাম। আমাদের এদিকে জার্মানির ফুল বলা হয় আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65725.56
ETH 2673.18
USDT 1.00
SBD 2.90