DIY: আমার কিন্তু বউ নাই!😭 তাই নিজের 👔শার্ট-প্যান্ট👖 নিজেকে কাচতে হয়🙇

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - রবিবার

২৫ বৈশাখ,১৪২৯ বঙ্গাব্দ
০৮ মে (মা দিবস),২০২২ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোন বন্ধুদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি রোমান্সধর্মী ড্রাই পোস্ট। প্রতিবারের ন্যায় আজকে আমি আপনাদের মাঝে ইউনিক একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। বেয়াদবি হলে মাফ করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

GridArt_20220508_211454975.jpg

ঈদ উপলক্ষে কাপড় কাচার সুযোগ পায় নাই। কাউকে দিয়ে যে কাপড় কেচে নেব তেমন মানুষ জুটে নাই। কি আর করার ভাই। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে! ঈদের আনন্দ মাটি করে! ঠিক ঈদের পরেই আপনাদের মাঝে উপস্থিত হয়ে কাপড় কেচতে এলাম।


আশাকরি, টাইটেল পড়ে বুঝে ফেলেছেন আপনি। কিছুটা রোমাঞ্চকর বেদনাদায়ক ড্রাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি। কি আর করার, নিজের কাজ নিজেকেই করতে হবে তাই না। তাই দেরি না করে আপনাদের মাঝে শেয়ার করতে এলাম,যেন আমার দেখাদেখি আপনারাও কিছুটা উৎসাহিত হতে পারেন। যারা এই বিষয়ে অলসতা প্রকাশ করে থাকেন। ঠিক তাদের জন্যই আজকের এই পোস্ট। যেহেতু যেদিন রোদ থাকে, সেই দিনেই কাপড় কাচার নিয়ম। একদিকে কাপড় কাচতে কাচতে শরীর ব্যথা হয়ে যাবে, আর অন্যদিকে রোদের কারণে শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। এর মধ্যেও স্বাধীনতা রয়েছে, বউ বলে কোন প্যারা নেই! চলুন কথা না বাড়িয়ে কার্যক্রম এখনই শুরু করা হোক। বিষয়টা ছিল



বউ নেই তাই
নিজের কাপড় নিজেকেই কাচতে হয়!
'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট

👔🦊👔

বন্ধুদের জন্য
কাপড় কাচার ট্রেনিং by @sumon09




বউ ছাড়া একটা দিন কি যে যন্ত্রনা,
কত কিছুই করতে হয় কেউ তো জানেনা

কি, মজা পাইলেন?


মোট জামাকাপড়


ক্রমিক নম্বর
নাম
সংখ্যা
১.শার্টদুইটি
২.প্যান্টদুইটি
৩.সেন্টু গেঞ্জিদুইটি
৪.গেঞ্জিদুইটি
৫.শব্দ দিয়ে নাম প্রকাশ করিব না!একটি
৬.রুমালএকটি
৭.লুঙ্গিএকটি
৮.তোয়ালেএকটি

IMG_20220505_100944_363.jpg
received_305654148004402.webp


এবার জেনে নেওয়া যাক প্রয়োজনীয় উপকরণ ও সহায়ক যন্ত্র।


ক্রমিক নম্বর
নাম
সংখ্যা
১.বালতিদুইটি
২.গামলাএকটি
৩.মগএকটি
৪.পানিব্যবহার করার জন্য যতটা প্রয়োজন
৫.কাপড় কাচার জন্য পাউডারএক্সট্রা পাওয়ার এর প্যাকেট এক কেজি।

received_305654148004402.webp


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১


মোট ১২টি পোশাক কাচতে হবে, তাই জীবনের লাল বাতি জলে যাওয়ার আগে! অর্থাৎ টিউবওয়েল চেপে পানি না তুলে লাল বালতির তিন ভাগের এক ভাগ পানি পুরে নিলাম মটর লাইন দিয়ে।

IMG_20220505_101042_200.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-২


এবার এক্স-ট্রা পাওয়ার পাউডার এর প্যাকেটের মুখ খুলে পানির ভিতর পাউডার দিয়ে নিলাম অনুমান সাপেক্ষে প্রায় ৩০০ গ্রাম মত। কারণ দাঁড়িপাল্লায় মাপ দেওয়া হয়নি!

IMG_20220505_101347_122.jpgIMG_20220505_101407_351.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৩


হাত দিয়ে পানির সাথে পাউডার ভালোভাবে মিক্স করে নিলাম। হাই অলস ব্যক্তিরা! বালতির মধ্যে হাত ঘোরাতে থাকো! বারবার ঘোরাতে থাকো!

IMG_20220505_101458_153.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৪


এবার বালতিটার পানির মধ্যে সমস্ত জামা কাপড়গুলো ডুবিয়ে দিলাম। আর তার সাথে ভালোভাবে উলটপালট করলাম, যেন প্রতিটা পোশাকের সব জায়গায় ভালো ভাবে ভিজে যায়। কাপড় কাচার প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, নিজেকে কাজে লাগিয়ে দিয়েছি!

IMG_20220505_101927_999.jpgIMG_20220505_102003_444.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৫


মনে হল যেন পাউডার কম হয়েছে, তাই কিপটামি না করে আরো পাউডার ঢেলে দিলাম! বউ নেই তো কি হয়েছে আমিও কাপড় কাচতে পারি!

IMG_20220505_102146_780.jpgIMG_20220505_102219_052.jpg

IMG_20220505_102237_803.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৬


জানি মজা নিচ্ছেন! এদিকে প্রচণ্ড গরমে আমার গা ঘেমে শেষ। কাপড় ভেজানো বালতিটা আধা ঘন্টার জন্য রোদে রেখে দিয়ে ফ্যানের নিচে শীতল হয়ে নিলাম। আর, জামা কাপড় গুলো ভালভাবে ভিজে নরম হয়ে গেল, ময়লা ওঠা সহজ হয়ে গেছে কিন্তু।

IMG_20220505_102834_877.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৭


বউ নেই তো কি হয়েছে? বাছাধন কাচতে থাকো! কাপড় কাচতে থাকো! বারবার সান এর সাথে বাড়াবাড়ি করতে থাকো! ময়লা এমনিতেই দূর হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়: করোনার টিকার ভয়ে করোনা যেমন পালিয়ে গেছে, ঠিক তেমন বাড়াবাড়ির ভয়ে ময়লাও পালিয়ে যাবে।😏

IMG_20220505_110810_504.jpg

IMG_20220505_111615_664.jpgIMG_20220505_111558_517.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৮


বউ নেই তাই, নিজে সেলফিটা নিজেকেই তোলা লেগেছে ভাই! একের পর এক কাপড় কাচতে থাকলাম শেষ পর্যন্ত। কাপড় কাচার শেষ হতে চায় না, পাউডার ও ফুরায় না! তাই পাউডারের ছড়াছড়ি!

IMG_20220505_105953_254.jpg

IMG_20220505_110751_072.jpg

IMG_20220505_115615_390.jpg

received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৯


কাপড় কাচার শেষে বালতির মধ্যে পানি নিয়ে সমস্ত জামাকাপড় বার বার করে ধুয়ে নিলাম।

IMG_20220505_111742_411.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-১০


একটি একটি করে চিপে অর্থাৎ পানি ঝরিয়ে নিয়ে গামলার মধ্যে রাখলাম।

IMG_20220505_121520_508.jpg

received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-১১


এবার সমস্ত জামাকাপড় একটির পর একটি করে রোদে শুকাতে দিলাম।

IMG_20220505_112032_664.jpgIMG_20220505_121750_386.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-১২


পাউডার এর প্যাকেটের গায়ে লেখার সাথে আমার কাপড় কাচার মিল হয়েছে কিনা মিলিয়ে দেখলাম। সত্যি কথা, মুই পারছি! একদম নতুনের মত হয়ে গেছে আমার কাপড় গুলো!

IMG_20220505_121801_321.jpg

IMG_20220505_121845_546.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-১৩


কাপড় গুলো রোদে শুকানো হয়ে গেলে, রোদ থেকে তুলে নিয়ে ঘরে এলাম এবং ঠান্ডা হওয়ার পর ভাঁজ করা শুরু করলাম।

IMG_20220505_121801_321.jpgIMG_20220505_164435_241.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


শেষ ধাপ :

কাপড়গুলো ভাঁজ করে গামলা টির মধ্যে রাখার মধ্য দিয়ে আমার কাপড় কাচা ও শুকানোর কাজ সমাপ্ত হল। দেখছেন! দেখছেন!! আমিও কাপড় কাচতে পারি! বউয়ের কি দরকার?

IMG_20220505_165017_396.jpg

বউ ছাড়া চলবে না মোটেও ঠিক না,

বউ ছাড়া নিজেই পারি একটু দেখেন না!


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


বাবাকে এতবার বললাম, বাবা আমাকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও কিন্তু বাবা কিছুতেই শুনলেন না। তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। কাকু বলেছিলেন: ছেলে বিয়ে দেয়ার কোন প্রয়োজন না। আমার যে কাপড় কাচাকাচি ভালো লাগেনা! তা তিনি বুঝলেন না।


received_305654148004402.webp


বিয়ে দেওয়ার কথা বাবাকে আরো দু চার বার বলবো! দেয় দিক,না দেয় না দিখগা। আমার অতো বিয়ে করতে ইচ্ছা করে না।


received_305654148004402.webp


ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেয়েছিলাম ভিন্ন আঙ্গিকে একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব। আসলে কাপড় কাচাকে কেন্দ্র করে ড্রাই পোস্টটি কিছুটা রোমান্স ভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি যথেষ্ট আনন্দ পেয়েছেন এবং আনন্দের ছলে দারুন কিছু শিখতে পেরেছেন।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।



R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রাইভেট প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাInfinix hot 11s এর camera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

ভাইরে ভাই। আজকের দিনের সেরা পোস্ট ছিল এটা আমার জন্য। টাইটেল দেখে বিষম খেয়ে গেছি রীতিমতো। হিহিহিহি 🤪। দারুন লাগলো ভাই পুরো লেখাটা। অনেক মজা নিয়ে পড়েছি বিশ্বাস করেন।

তবে এবার একটা বউ চাই ভাইয়ের জন্য। অবশ্যই কাপড় কাচার জন্য নয়। ভাই যখন কাপড় কেচে হাঁপিয়ে যাবে ভাবি যেন বাতাস করতে পারে সেই জন্য 😊🙏🤪

 2 years ago 

আজকের দিনের নয়, এ সপ্তাহের সেরা পোষ্ট হওয়া চাই।

 2 years ago 

আপনার খুব দ্রুত শুভ বিবাহের ব্যবস্থা করা হবে। তবে আপনার কাপড় পরিষ্কার করার যে দক্ষতা দেখছি তাতে আপনার বউ কোন দিনেও আপনার কাপড় পরিষ্কার করে দেবে না। বরং আপনাকে দিয়ে আপনার বউ কাপড় পরিষ্কার করে নিবে। সত্যি ভিন্ন আঙ্গিকে দারুন একটি পোস্ট উপহার দিয়েছেন আপনি। আপনার এই পোস্টটি পড়ে সত্যি আমি খুবই মজা পেয়েছি।

 2 years ago 

মানবজাতি যে মজা পাইছে এর জন্য আমি আমার পোস্ট করা সার্থক মনে করতেছি।🤗

 2 years ago 

ভীষণ মজা পেলাম। আপনি যে এত সুন্দর করে কাপড় কাচা শিখালেন। আমি অনেক কিছু শিখতে পারলাম ভাইয়া। আমার বেশ মজা লাগলো 😜আজকে বিভিন্ন রকমের ডাই দেখলাম।

 2 years ago 

এরকম পোস্ট হতে পারে আমার সত্যি ধারণা ছিল না, বেশ মজা পেলাম আপনার টাইটেল দেখে। আমারও কাপড় ধুতে অনেক কষ্ট হয়, দেখাযাক কতদিন কষ্ট করতে হয়।

 2 years ago 

স্বার্থক পুরুষ বলতেই হয়।
তবে আমাদের এক কেন্দ্রিক চিন্তাভাবনা ছেড়ে দিতে হবে। কোনো কাজই পুরুষের বা নারীর হয় না। সব কাজ নিজের নিজের হয়। শুভকামনা ভালভাবে কাপড় গুলো পরিষ্কার করুন এই আশা ব্যক্ত করি।

 2 years ago 

ভাইয়া আপনার হাতে কি জাদু আছে তাহলে আমার কাপড় গুলো একটু কেছে নিয়ে যান না। প্লিজ অনেকদিন কাস্তে কাস্তে হাত ব্যথা হয়ে গেছে তো তাই।আপনি দেখছি এ ব্যাপারে খুবই দক্ষ। আরো কিছুদিন পর বিয়ে করুন আর বউটাকে একটু শান্তিতে থাকতে দিন। আপনাকে অনেক ধন্যবাদ এমন পোস্ট করার জন্য।

জ্বী ভাই বউ নাই ত কি হয়েছে আপনার পোস্ট টাতো আছে এটা দেখেই কাল থেকে কাপড় কাচা শুরু করবো যা আছে কপালে। দেখা যাক কি হয়

 2 years ago 

এটা খুব ভাল লক্ষণ, খারাব ভাবার কিছুই নেই। নিজের কাজ নিজে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পারলে তারাতাড়ি বিয়েটা করে ফেলবেন।আর আমাদেরকেও দাওয়াত করবেন অবশই। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনারা বিয়ে দিয়ে দিন, তারপর দাওয়াত খাওয়ার চিন্তা করুন।

 2 years ago 

খুব তাড়াতাড়ি বিয়ে করেন তাহলে আর এত কষ্ট করতে হবেনা। আমারও আগে এভাবে কাপড় ধুতে হত এখন আর আমার কষ্ট করা লাগেনা হাহাহা।

 2 years ago 

বাবা বিয়ে দিতে চায় না! এসে বলে যান ভাই 😂

 2 years ago 

আমি আগে জানতাম না কিভাবে জামা কাপড় ধুতে হয়। আপনার পোস্টটি পড়ে আজ শিখে নিলাম 😆😆।
হাহাহা ভাইয়া মজা পাইলাম। কাচতে থাকুন ভালো ভাবে কাচুন, আর একটু বুজুন বউদেরো কষ্ট হয়। আর ঘটকের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। তাহলে বিয়েটা হয়ে যেতে পারে। আজ বুজলাম আপনি বিরহের কবিতা কেন লিখেন,বউ নেই যে। যাক বৎস অপেক্ষা কর।
🤪😆🤭

 2 years ago 

কি আনন্দ আমি পেলাম!

আমি জানি আপনি এরকম কমেন্ট করবেন। কারো দুর্বলতার সুযোগ নেওয়া ঠিক নয়। আপনার ভাবি এসে কিন্তু আপনাকে বকবে!🤣

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57883.59
ETH 3070.40
USDT 1.00
SBD 2.34