মায়ের অপারেশনের জন্য ঢাকার পথে যাত্রা || ষষ্ঠ পর্ব

in আমার বাংলা ব্লগ7 days ago


আসসালামু আলাইকুম



হাই বন্ধুরা!

কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। ভ্রমণ করতে কার না ভালো লাগে। তাই সুযোগ পেলে আমারও ভ্রমণ করতে যেতে ইচ্ছে জাগে দেশের যে কোন প্রান্তে। তবে আমার আজকের এই ভ্রমন বিষয়ক পূর্বটা ছিল মায়ের অপারেশন করতে ঢাকার পথে যাত্রা। আর এই যাত্রাপথে সড়ক পথ যেমন অতিক্রম করতে হয়েছে ঠিক তেমনি পানিপথ অতিক্রম করতে হয়েছে দৌলোদিয়ার ঘাট থেকে মানিকগঞ্জের প্রবেশের মুহূর্তে পদ্মা নদী। আরে পারাপারের মুহূর্তের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব এই পোস্টে।

IMG_20240519_130744_6.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


ফটোগ্রাফি সমূহ:


মেহেরপুর কুষ্টিয়া অতিক্রম করে ঢাকা রাজবাড়ীর দৌলতদিয়ার ঘাটে এসে উপস্থিত হলাম। এই দোলোদিয়ার ঘাট পার হলে মানিকগঞ্জ। তবে দৌলোদিয়ার ঘাট পার হতে হলে অবশ্যই ফেরি পারাপারের মাধ্যমে এপার থেকে ওপারে যেতে হয়। ঠিক তেমনি কিছুক্ষণের জন্য আমাদের বাস অন্যান্য বাসের লাইনে দাঁড়িয়ে পড়ল। এরপর আস্তে আস্তে ভেড়ানো রয়েছে একটি ফেরি, অন্যান্য বাসের মতো আমাদের বাস এসে ফেরিতে উঠলো। তখন থেকে আমিও বাসের মধ্য থেকে আবার বাসের বাইরে থেকে দেখতে থাকলাম প্রথম এই দৌলতদিয়ার স্থানটা। এর আগে ঢাকাতে গেছি কখনো এই রাস্তা হয়ে যায়নি। এছাড়াও রাজশাহীতে গেছে অনেকবার কিন্তু নদী পার হতে হয়নি। তবে বলতে গেলে জীবনে প্রথম অভিজ্ঞতা এই ফেরি পারাপারের। আর ফেরি পারাপার হওয়ার মুহূর্তে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। যখনই আমাদের বাসটা ফেরিতে উঠছিল তখনই আমি লক্ষ্য করে দেখছিলাম কিভাবে বাসগুলো ফিরিতে ওঠে। আশেপাশে বেশ অনেকগুলো ফেরিঘাট উঠানামার সুব্যবস্থা রয়েছে। সামনের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম নদীতে ভেসে চলছে অনেক ফেরি এবং নৌকা। নতুন স্থানে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে বেশ ভালো লাগছিল, তবে সাবধানতার সাথেই নিজেকে রাখার চেষ্টা করছিলাম। কারণ ওই মুহূর্তে আমার মোবাইল দুইটা আর মোবাইলের সাথে টাকাগুলো ছিল পকেটের মধ্যে।

IMG_20240519_124407_6.jpg

IMG_20240519_124408_9.jpg

IMG_20240519_124428_1.jpg

IMG_20240519_124436_5.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


এরপর আমি আমার আম্মু এবং খালাম্মাকে বললাম খাওয়া দাওয়া করে নিতে। যেহেতু নদী পার না হওয়া পর্যন্ত বাস ফেরির মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু গাড়িতে কোন ঝেকি হবে না। অর্থাৎ খাওয়া দাওয়া করে নেয়ার সুবর্ণ সুযোগ এখনই। তাদের বললাম কিছুটা সময়ের জন্য আমি বাইরে অবস্থান করবো এবং নদীর সৌন্দর্য দেখব। খালাম্মা আমাকে সাবধান করে দিয়ে বলল ফেরিতে অনেক ছিনতাইকারীরা থাকে মোবাইল সাবধানে রাখো। তখন আমি খালাকে নিশ্চিত করে বললাম আমার এই নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আপনারা খাওয়া দাওয়া করে নিন এবং ভালই ভালই পৌঁছানোর চেষ্টা করুন। ততক্ষণে আমি কিছু ফটো ধারণ করবো। এরপর বাইরের দিকে চলে আসলাম দেখলাম ফেরির মধ্যে বিভিন্ন খাবার জিনিস বিক্রয় করা চলছে। বিশেষ করে কলা পাউরুটি থেকে শুরু করে বিভিন্ন প্রকার ফল এবং ফল বিক্রেতাদের দেখাবেন না। ঠিক আমার মত অনেক ছেলেমানুষ ও পাশাপাশি মেয়ে মানুষেরাও সৌন্দর্য দেখার জন্য বাইরে বের হয়ে আসলো। অনেকেই ফটো ধারণ করছে ভিডিও ধারণ করছে। তবে যাওয়ার মুহূর্তে নদীতে কোন ঢেউ লক্ষ্য করলাম না। যেমনটা ভিডিওতে দেখা যাইবা কানে শোনা যায়। নদী শান্ত ছিল বললেই চলে।

IMG_20240519_124452_8.jpg

IMG_20240519_124453_7.jpg

IMG_20240519_124505_1.jpg

IMG_20240519_124520_3.jpg

IMG_20240519_124534_3.jpg

IMG_20240519_124542_3.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


আমিও অন্যান্য মানুষের মতন ফটো ভিডিও ধারণ করতে থাকলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। পাশাপাশি এই নদীর সৌন্দর্য উপভোগ করছি নদীর বুকে। বেশ ভালো লাগছিল ৪৫ মিনিটের যাত্রা। অনেক মানুষ দেখলাম নদীর এপার ওপার নিয়ে আলোচনা করেছে। ডান সাইডে ফরিদপুরের এরিয়া। এদিকে রাজবাড়ী ওপারে মানিকগঞ্জ। এখানে যদি একটা সেতু তৈরি হতো তাহলে আরো ভালো হতো। দোলোদিয়ার ঘাট থেকে নাকি ওপার পাঁচ কিলো রাস্তা। যদি উপরে সেতু থাকতো তাহলে পাঁচ মিনিটে পার হয়ে যাওয়া যেত। তাহলে ঢাকায় পৌঁছাতে আরো আধা ঘন্টা এক ঘন্টা কম লাগতো। ঠিক এমনই আলোচনা করছিল অনেকে।

IMG_20240519_124639_9.jpg

IMG_20240519_124645_9.jpg

IMG_20240519_124646_9.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


যাইহোক নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। পাশাপাশি অন্যান্য মানুষের সাথে গল্প করছিলাম, যাদের কে কখনো দেখা হয়নি বা পরিচিত ছিল না কেউ। আর এভাবেই আমরা পদ্মা নদী পার হচ্ছিলাম গল্প ফটো ধারণ ভিডিও ধারণ এর মধ্য দিয়ে। এদিকে কিছুটা সময়ের জন্য আমি আমার পরিবারকে ভিডিও কলের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম নদীর সৌন্দর্য। তারা হয়তো বেশ চিন্তায় ছিল কখন আমি পৌঁছে যাব গন্তব্য স্থানে। তবে তাদের টেনশন দূর করতে আমিও মাঝেমধ্যে ফোন দিয়েছিলাম আর এভাবে ভিডিও কলে দেখানোর চেষ্টা করেছিলাম। আর এভাবে আমরা পদ্মা নদীর অতিক্রম করতে থাকলাম। বিস্তারিত আগামী পর্বে।

IMG_20240519_130642037_BURST0001_COVER.jpg

IMG_20240519_130712_8.jpg

IMG_20240519_131013_877.jpg

IMG_20240519_131007_150.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


ব্লগারsumon09
ডিভাইসInfinix Hot 11s
লোকেশন গাংনীWhat3words
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 64785.95
ETH 3471.44
USDT 1.00
SBD 2.51