স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা 'স্মৃতির চাদর'

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

IMG_20221117_130417052_4.jpg


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। পুরনো স্মৃতিকে স্মরণ রেখে আজ আমি আপনাদের মাঝে একটি বিরহ অনুভূতিমূলক কবিতা উপহার দিতে চাই। আশা করি আমার এই কবিতাটি আপনাদের মাঝে অনেক ভাল লাগবে। তাই চলুন আর দেরি না করে এখনি আবৃত্তি করি কবিতাটি।

কবিতা

নাম: স্মৃতির চাদর

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


অনেকদিন তোমার সাথে দেখা হয় না

যে ছিলে এই হৃদয়ে-প্রাণের ময়না।

কতদিন তোমার সাথে কথা হয় না
যে মুখের কথা না শুনলে ঘুম হতো না।

জানিনা আজ কার বুকে রেখেছো মাথা
এই বুক শূন্য করে দিয়েছো ব্যথা।

জানিনা কার বুকে থেকে নিচ্ছ অনেক আদর
কষ্টকে দিয়ে গেছো তুমি আমারই ভেতর।

হাসিমুখে এই প্রেম ভালোবাসার দিয়েছো কবর
বন্ধু জানিনা কেমন আছো তোমার কি খবর।

হয়তোবা ভুল করে ফেলে গেছ স্মৃতি
ভালোবেসে কাঁদানো তোমার এ কেমন রীতি।

কে জানে কার বুকে রেখেছো মাথা
ভুল করেও কি মনে হয় না পুরনো সব কথা।

স্মৃতি চাদ বুকে আমি আজও জড়িয়ে রাখি
কষ্টের মাঝে তোমায় ভেবে একটু ভালো থাকি।

ভালো থাকা হয়না আমার আগেরই মতো
এই হৃদয়ে তুমি এসে করে গেছো ক্ষত।

রাত জেগে মধুর আলাপন কেমনে ভুলে গেলে
আজ আমায় ভুলে গিয়ে কি সুখ তুমি পেলে।

আজ আমার হৃদয় মাঝে গড়ে উঠেছে নদী
চোখের জল সেই নদীতে বয় নিরবধী।

চাইলে বন্ধু এই নদীর পাড়ে ঘুরতে তোমরা এসো
আমায় দেখিয়ে তোমার সুজনরে জড়িয়ে ভালোবেসো।

তবুও জানবো সেই সুজন প্রতারণার শিকার নয়
মেনে নেব আমার ভুল ছিল তার হোক বিজয়।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

ভালোবাসার মানুষ যখন স্বপ্ন দেখিয়ে স্বপ্নে রাঙিয়ে মনকে নীল স্বপ্নের মাঝে ঘুম পাড়িয়ে হঠাৎ হারিয়ে যায় তখন কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়ে হৃদয় হয়ে ওঠে বেদনা বিধুর। কারণ প্রেমিক প্রেমিকা একত্রিত না থাকলে স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় না, হয় না একসাথে পথ চলা। কারণ ভালোবাসা কখনো মানুষকে প্রতারণা করতে শেখায় না। ভালোবাসার মানুষ ওই পবিত্র মন মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শেখায় আর যে ভালোবাসার নামে ছলনা করে একজনার জীবন থেকে দূরে সরে যায় সেটা কখনো ভালোবাসা বলে না সেটাকে বলা হয় প্রতারণা। আর এমন প্রতারণার শিকার হয়ে মানুষ পূর্ব স্মৃতিকে কেন্দ্র করে আর্তনাদ করে কষ্ট পায়। তবুও কষ্ট পাওয়া হৃদয় চাই তুমি যার জীবনে গেছো তাকে নিয়ে সুখে থাকো তার সাথে প্রতারণা করো না, তোমার সুখে সুখ অনুভব করব চির জীবন যদি দেখি অন্য কাউকে নিয়ে সুখের মোহনায় ভাসছো এতেই আমি খুশি।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 last year 

পুরনো স্মৃতিকে মনে করে সুন্দর একটি বিরহের কবিতা লিখেছেন ভাইয়া।আসলেই কিছু স্মৃতি আমাদের দুঃখ দেয়।ভালো মন্দ নিয়েই স্মৃতি ঘেরা জীবন।কিন্তু যারা দুঃখ দিয়ে চলে যায় তারা কখনো প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না।ধন্যবাদ আপনাকে।

 last year 

কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো মানুষের মন থেকে কখনো মুছে যায় না

 last year 

আপনার লেখা বিরহের কবিতা পড়ে খুব ভালো লাগলো ভাই? কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। আসলে জীবনের স্মৃতি গুলো কখনো ভুলে যাওয়া যায় না। কিছু কিছু স্মৃতি সারা জীবন হৃদয়ের মাঝে ক্ষত সৃষ্টি করে। যে প্রিয়জন দুঃখ দিয়ে চলে যায় সে কখনো আপন হতে পারে না এইটাই প্রকৃত সত্য। তবুও প্রিয়জনের জন্য মন কাঁদে বারবার। এতো চমৎকার কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ঠিক কথা বলেছেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ।

 last year 

স্মৃতি মানুষের মনে সারা জীবন রয়ে যায়। ইচ্ছা করলেও মন থেকে স্মৃতিগুলোকে মোছা হয়ে যায় না। হোক বেদনার স্মৃতি বা সুখের স্মৃতি তা মনের মাঝে রয়েই যাবে। আপনি স্মৃতির চাদর কবিতাটি খুব চমৎকার ভাবে লিখেছেন। আপনার কবিতার প্রতিটি ছন্দ মন ছুঁয়ে গেছে। সত্যিই ভালোবাসার মানুষের স্মৃতি কখনোই ভোলা যায় না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

একদম ঠিক কথা বলেছেন ভাই সব সময় স্মৃতির মধ্যে থেকে যায়

 last year 

প্রথমেই বলতে হচ্ছে আপনি এই কবিতাটির যে নাম দিয়েছেন সেটি সম্পর্কে৷ এই কবিতার নাম একদম ইউনিক৷ আপনার কবিতার লাইন গুলোর সাথে আপনার কবিতার নামের অনেকটা সামঞ্জস্যতা রয়েছে৷ আপনি আপনার কবিতার মধ্যে যে কথাগুলো প্রকাশ করেছেন সেই প্রত্যেকটি কথাই আমার কাছে শ্রেয়৷ প্রিয়জনকে নিয়ে লেখা এই দুঃখচারনামূলক কবিতাটি আমার খুবই পছন্দ হয়েছে৷

 last year 

ধন্যবাদ খুশি হলাম কবিতাটি পড়ার জন্য

 last year 

পুরনো স্মৃতিকে মনে করে খুব সুন্দর একটি বিরহের কবিতা লিখেছেন ভাইয়া। কবিতা পড়তে ভালই লাগে। বিরহের কবিতা হলে তো কথাই নেই। কবিতার লাইনগুলো খুব সুন্দর উপস্থাপন করেছেন। বিশেষ করে সহজ সরল ভাষায় লেখার জন্য পড়তে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

আমি চেষ্টা করি সর্বদা সহজ ভাষা প্রয়োগ করতে

 last year 

পুরোনো স্মৃতিকে কল্পনা করে বিরহ অনুভূতিমূলক দারুণ একটি কবিতা লিখেছেন ভাই।অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে, প্রত্যেকটা লাইনের মধ্যেই একটা গভীর অনুভূতি জড়িত।শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

একদম ঠিক বলেছেন আপু

 last year 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই আপনি। কবিতা পড়ে খুবই ভালো লাগলো। কবিতাটি প্রেমের কবিতা হলেও বিরহের বিষয়টি লুকায়িত আছে। ভালোবাসলে এমনিতেই কষ্ট পেতে হয়। মানুষের জীবন দুঃখ কষ্টের জীবন। যাই হোক খুব সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য ধন্যবাদ

 last year 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুণ বিরহের একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে আমি বেশ মুগ্ধ হয়েছি মামা। আসলে যদি নিজের মনের মানুষের সাথে অনেকদিন দেখা বা কথা না হয় নিজের কাছে বেশ খারাপ লাগে। আমিও এই বিষয়টা বেশ উপলব্ধি করতে পেরেছি। ধন্যবাদ মামা এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

অনেক ভালো লাগলো মামা তোমার মন্তব্য দেখে

 last year 

আজকে আপনি দারুণ একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতা পড়ে মনে হচ্ছে গল্পটা ছেড়ে যাওয়া একটা প্রেমের কাহিনি। কবিতার লাইন গুলো খুব সুন্দর করে সাজিয়েছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Posted Usingsteempro mobile

 last year 

সুন্দর মন্তব্যের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59377.35
ETH 2639.75
USDT 1.00
SBD 2.45