বন্ধুদের সাথে ওয়াজ মাহফিলের মেলা ভ্রমন

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - শনিবার

১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
০১ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম

IMG_20230303_211953_240.jpg




আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গ্রাম্য এক ওয়াজ মাহফিলের মেলা থেকে ভ্রমণ করার অনুভূতি এবং তার বিস্তারিত ভালোলাগার মুহূর্ত নিয়ে। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং বিস্তারিত বিষয় গুলো দেখে আমার ভাললাগার মুহূর্তটা আপনারাও অনুভব করবেন। তাই চলুন দেরি না করে এখনই মূল পর্বে চলে যাওয়া যাক।


ফটোগ্রাফি সমূহ:

প্রথমে আপনাদের জানানো উচিত যে আমাদের গ্রামে দুইদিন ব্যাপী ওয়াজ মাহফিল হয়ে থাকে। এটা গ্রামের মাঝপাড়া অর্থাৎ দক্ষিণ মহল্লার মানুষেরা এর আয়োজন করে থাকে। যার জন্য এখানে আমাদের তেমন একটি বেশি তদারকি নেই, যখন ইচ্ছা তখনই যাওয়া যায়। নিজের কোন বিশেষ ভূমিকা থাকে না যেহেতু নিজের মহল্লা নয় তাই আর কি। তাই আমি আর আমার বন্ধু মারুফ এবং পলাশ তিনজনের উদ্যোগ গ্রহণ করলাম যে রাত সাড়ে আটটার পরে খাওয়া-দাওয়া করে সেখানে আমরা একটু ঘুরতে যাব। বিশেষ করে ওয়াজ মাহফিল শোনার বিষয়টা প্রধান নয়, প্রধান হচ্ছে সেখানে স্থানগুলো দেখা এবং নিত্য নতুন বিষয়গুলো দুচোখ মিলে দেখবো, আপনাদের মাঝে তুলে ধরবো ফটোগ্রাফির মধ্য দিয়ে আর বক্তা যা বলবে স্বাভাবিক কিছু শোনার চেষ্টা করব। যাইহোক আমরা তিন-চারজন পৌঁছে গেলাম ওয়াজ মাহফিলের নিকটস্থ মেলাতে। সেখানে যেয়ে দেখলাম বাচ্চাদের ও মহিলাদের হরেক রকম নিত্যনতুন প্রয়োজনীয় জিনিস দ্রব্য অনেক বিক্রেতা বিক্রয় করতে এসেছে। যেহেতু এই মুহূর্তে আমার তেমন কোন জিনিস কেনার প্রয়োজন ছিল না যেহেতু বিয়ে হয়েছিল না। আর তেমন ছোট কোন ভাই বোন নেই যার জন্য তেমন কিছু কিনতে হবে বলে মনে করেছিলাম না কিন্তু এই মুহূর্তে আমার ফ্রেন্ড মারুফ মেলাতে প্রবেশ করে শুরু করে দিল এটা সেটা কেনার জন্য তাড়াহুড়ো। আর আমি কি করবো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম চারিদিকে।

IMG_20230303_205630_145.jpg

IMG_20230303_205235_039.jpg

IMG_20230303_205231_468.jpg

IMG_20230303_205120_254.jpg

IMG_20230303_205050_546.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স



মেলাতে অবস্থান করার কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমাদের বেশ কিছু পুরাতন বন্ধু সেখানে উপস্থিত ছিল অর্থাৎ হাই স্কুল লাইফের বন্ধু যাদের সাথে দীর্ঘ ১০ বছর দেখা নেই বলে চড়ে আবার দেখা হলেও যাদের সাথে কথা হয় না যে যার মত নিজের জীবন গুছিয়ে নিয়েছে ঠিক তেমনটা আপনারা সেলফিতে লক্ষ্য করছেন আমার বন্ধু মামুন আর ইসরাফিল আমাদের গ্রামের এই ওয়াজ মাহফিলের মেলাতে উপস্থিত। তাদের সাথে সাক্ষাৎ হলো, বাজারে বিক্রয় করা মিষ্টি বা ঝাল জাতীয় কিছু খাওয়া হলো, অনেক কথা হল। দীর্ঘদিন দেখা না হওয়ায় অনেক কথা মনের মধ্যে জমা ছিল তা ব্যক্ত হলো। আমরা সবাই মিলে কিছুক্ষণ অবস্থান করলাম সেখানে। তবে একটি বিষয় আমার কাছে খুবই খারাপ লাগছিল। এই ওয়াজ মাহফিলের নামে সেখানে মেলা বসে যুবক ছেলে-মেয়েদের আড্ডা খানা সৃষ্টি করা হয়েছে। বিশেষ করে আজ সারাদেশেই এমনটাই ঘটছে আর কি যা আমার কাছে গ্রহণযোগ্য নয়।

IMG_20230303_214636132_BURST0005.jpg

IMG_20230303_214631680_BURST0003.jpg

IMG_20230303_211235689_BURST0001_COVER.jpg

IMG_20230303_205144_626.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স



এরপর মেলার একটি দোকান থেকে পলাশ তার বউয়ের জন্য হিজাব ওরনা আরো কি কেমন কিনে নিল পাশাপাশি মারুক তার জন্য টুপি আতর আরো কিছু দ্রব্য সামগ্রী কিনলো। তবে এই মুহূর্তে আমি চারিপাশে তাকিয়ে দেখছিলাম ফটোগ্রাফি করছিলাম ওদের সাথে এটা সেটা বলছিলাম। অবশ্য এর মধ্যে ভালোলাগা একটু ছিল কিন্তু তারা সেই মুহূর্তে আমাকে নিয়ে হাসাহাসি করছিল। হাসাহাসির মেন বিষয় ছিল তারা তাদের পরিবারের জন্য এটা সেটা কিনছে কিন্তু আমার তো কেনা হচ্ছে না যেহেতু সিঙ্গেল লাইফ তাই তাদের হাসাহাসির কারণটা সেখানে নিহিত ছিল। তবে বন্ধুরা বন্ধুকে নিয়ে হাসাহাসি করবে এটাই স্বাভাবিক আর এভাবে ভালোলাগা একটি আনন্দঘন মুহূর্ত আমরা অতিবাহিত করছিলাম ওয়াজ মাহফিলের মেলাতে।

IMG_20230303_211654_578.jpg

IMG_20230303_211947_322.jpg

IMG_20230303_211951_253.jpg

IMG_20230303_212039_325.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স



এ পর্যায়ে বন্ধুরা তাদের বোউদের জন্য এটা সেটা কেনাকাটা করছিল। লক্ষ্য করলাম কেউ রেশমি চুরি ফিতা আংটি নাকমাসি কানের দুল ইত্যাদি কিনছে। আর এরই মধ্য থেকে হঠাৎ মারুক আমাকে নিয়ে একটা ইয়ার্কি করলো যা ফটোগ্রাফিতে দেখতে পারছেন। অবশ্য সে আমাকে নিয়ে ইয়ার্কি করলেও মজা আমি বেশি পেয়েছিলাম কারণ সে মাথায় টাই দিয়েছিল। আমাকে নিয়ে ইয়ার্কি করছিল মাথায় টাই দিবি অথবা আগে থেকে টাই কিনে রাখ বোউ এর জন্য ঠিক এমনটাই আরকি মুহূর্ত ছিল কিন্তু সে ফাঁকে যে আমি তার ফটো উঠিয়ে ফেলেছি সেটা তার জন্য লজ্জা জনক যা আপনাদের মাঝে শেয়ার করলাম।হয়তো ফটো দেখে আনন্দ পাবেন। অবশ্য আমি তার কাছে পারমিশন নিয়েছি এই ফটো অনলাইনে ছাড়বো কিনা, তার কোন মাথা ব্যাথা নেই সে হাসি মুখে মেনে নিয়েছিল তাই আপনাদের মাঝে প্রকাশ করলাম। আশা করি আমাদের আনন্দঘন মুহূর্তটা আপনারা বুঝতে পেরেছেন। আর এভাবে ওয়াজ মাহফিলের মেলা ভ্রমণ করেছিলাম তিন চারজন বন্ধু মিলে। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে ততক্ষণ ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।

IMG_20230303_215920_045.jpg

IMG_20230303_215924_365.jpg

IMG_20230303_215951_999.jpg

IMG_20230303_215929_220.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

বন্ধুরা মিলে ওয়াজ মাহফিলের মেলায় গিয়ে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন দেখছি। আপনার বন্ধুরা তাহলে ওনাদের বউদের জন্য অনেক কিছুই কেনাকাটা করেছে মেলা থেকে। ওখানে তো দেখছি আপনাদের ছোটবেলার বন্ধুদের সাথে ও দেখা হয়েছে। এবং সকল বন্ধু একটা সেলফি নিয়েছেন তাহলে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য দেখে ভালো লাগলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

মারুফ ভাই অনেকদিন থেকেই আমাদের সাথে যুক্ত নেই মনে হচ্ছে। যাই হোক তিন বন্ধু মিলে ওয়াজ মাহফিলে গিয়েছেন জেনে ভালো লাগলো। মাঝে মাঝে বন্ধুদের সাথে এভাবে কোথাও গেলে ভালো লাগে। আর সেই সাথে সময়টাও দারুন কাটে। আপনার সকল বন্ধুদের জন্য এবং আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

খুব শীঘ্রই যুক্ত হতে চাই

 3 years ago 

বন্ধুদের সাথে এভাবে যে কোন জায়গায় গেলে বেশ ভালোই মজা হয় মনে হয় তাই না। আপনারা বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে পারেন সকল বন্ধুরা মিলে। আজকে তো দেখছি ওয়াজ মাহফিল এর মেলায় বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন। আরে আপনার বন্ধু তো দেখছি হেয়ার ব্যান্ট লাগিয়েছে মাথার মধ্যে। বেশ মজার বিষয়টি। আপনার বন্ধুরা তাহলে ওনাদের বউদের জন্য কেনাকাটা করেছে। যাইহোক ভালোই লাগলো সম্পূর্ণ আপনাদের কাটানো এরকম একটা পোস্ট পড়ে।

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন। ও একটু বেশি মজা করে

 3 years ago 

বন্ধুদের সাথে ওয়াজ মাহফিল সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। আপনাদের পাশে মহল্লায় এই ওয়াজ মাহফিল এবং মেলা হচ্ছিল সেখানে আপনারা তিন বন্ধু অনেক আনন্দ ময় মুহুর্ত কাটিয়েছেন। আশা করছি আগামী বছর মাহফিলে আপনি ও আপনার পরিবারের জন্য কেনাকাটা করতে পারবেন। আপনার বন্ধুকে মাথায় হেয়ার ব্যান্ডটি লাগিয়ে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বিস্তারিত পড়েছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

মাহফিলের মেলায় আপনাদের ঘোরাঘুরির অভিজ্ঞতা ভাল লাগল।মেলা মানেই হরেক চেনাজানা মানুষের সাথে আবার দেখা হয়।যেমন আপনার পুরাতন বন্ধুদের সাথে দেখা হল।সেই সাথে খাওয়াদাওয়া আর মজাও করলেন।সব মিলিয়ে ভালই সময় কেটেছে।ধন্যবাদ আপনার মাহফিলে ঘোরাঘুরির মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই এভাবে পাশে থাকবেন

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বন্ধুদের সাথে ওয়াজ মাহফিলের মেলা ভ্রমন সবাই মিলে একসাথে যেতে বেশ ভালোই লাগে মামা। আপনার প্রত্যেকটি বন্ধুকে দেখে মনে হচ্ছে আমি সবাইকে চিনি। এর মধ্যে আমাদের বাংলা ব্লগে ইউজার একজন রয়েছে। এত সুন্দর ভাবে কিছু ফটো তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুবই ভালো লাগলো আপনার কমেন্ট

 3 years ago 

আসলেই কয়েকজন বন্ধুর মিলে ওয়াজ মাহফিলে গেলে ভীষণ মজা হয়। যেমন ওয়াজ শোনা হয় তেমনি খাওয়া-দাওয়া আর ঘুরাঘুরিও করা হয়। আপনার বন্ধুরা কেউ কেউ তাদের ওয়াইফের জন্য বিভিন্ন রকম জিনিস কেনাকাটা করেছে দেখেও ভীষণ ভালো লাগলো। তাদের পাশাপাশি তাদের ওয়াইফাও ভীষণ খুশি হবে এইসব জিনিস দেখলে। আপনার পোস্টটি পড়ে আর দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

পোস্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 115562.66
ETH 4235.13
USDT 1.00
SBD 0.63